সুলত্বানুল আরিফীন হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত ‘বিল ওসায়িল ফী শরহি শামায়িল’ কিতাবে ইরশাদ করেন:- যেখানে মহান আল্লাহ পাক উনার হাবীব উনার পবিত্র মীলাদ শরীফ পাঠ করা হয়। অর্থাৎ বিলাদত শরীফ উপলক্ষে খুশি করে যদি কোনো ঘর, কোনো বাড়ি, কোনো মসজিদ, কোনো মহল্লায়, মহান আল্লাহ পাক উনার হাবীব, আখিরী নবী, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করে পবিত্র মীলাদ শরীফ পাঠ করে, তা হলে কি হবে? অর্থাৎ যখন কোনো মসজিদ, বাড়ি বা মহল্লায় মীলাদ শরীফ বা বিলাদত শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করা হবে তখন সমস্ত ফেরেশ্তারা কি করেন, ঐ বাড়িটা ঐ মসজিদটা ঐ মহল্লাটাকে তারা চার দিকে ঘেরাও করে নেন। সুবহানাল্লাহ!
সমস্ত ফেরেশ্তারা ঐ এলাকায় যারা রয়েছেন, যারা এ ব্যবস্থা করেছেন, যারা শরীক রয়েছেন তাদের সকলের প্রতি ছলাত পাঠ করতে থাকেন অর্থাৎ মহান আল্লাহ পাক উনার কাছে রহমত, বরকত, সাকীনার দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ! এবং স্বয়ং মহান আল্লাহ পাক উনার রহমত এবং সন্তুষ্টি দিয়ে তাদেরকে ঘেরাও করে নেন অর্থাৎ রহমত এবং সন্তুষ্টির অন্তর্ভুক্ত তাদেরকে করে নেন। সুবহানাল্লাহ! এবং যারা নূরের দ্বারা আচ্ছাদিত ফেরেশ্তা হযরত জিবরীল আলাইহিস্ সালাম, হযরত মীকাঈল আলাইহিস্ সালাম, হযরত ইসরাফীল আলাইহিস্ সালাম এবং হযরত আজরাঈল আলাইহিস্ সালাম এই সমস্ত ফেরেশ্তারা ঐ সমস্ত লোক যারা মহান আল্লাহ পাক উনার হাবীব, আখিরী নবী, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিইয়ীন, নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার বিলাদত শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করে মীলাদ শরীফ অর্থাৎ ছলাত-সালাম পাঠ করবে এই ব্যবস্থা নিবে তাদের সকলের জন্যই উনারা মাগফিরাত কামনা করতে থাকেন, তাদের জন্য ছলাত পাঠ করতে থাকেন। যেন তাদের প্রতি রহমত বরকত নাযিল হয় সেই দোয়া, সেই আরজু মহান আল্লাহ পাক উনার কাছে পেশ করতে থাকেন। সুবহানাল্লাহ!
কাজেই, মহান আল্লাহ পাক তিনি যেন আমাদের সকলকে অনন্তকাল ধরে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করার তাওফীক দান করেন। আমীন!

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন