হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তাঁর মাকতুবাত শরীফ-এ উল্লেখ করেন, “যদি কেউ আল্লাহ পাককে কোন ছূরত মুবারকে দেখে এবং তা আল্লাহ পাক-এর হাক্বীক্বী ছূরত মুবারক বলে মনে করে তবে তা কুফরী হবে।”
কিন' হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি আমার মহান প্রভুকে দেখেছি।” এখন প্রশ্ন হল তিনি কি আল্লাহ পাককে হাক্বীক্বী ছূরত মুবারকে দেখেছেন? এ প্রসঙ্গে হাদীছ শরীফ-এ বলা হয়েছে, “হযরত আব্দুর রহমান ইবনে আইশ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি আল্লাহ পাককে উত্তম ছূরত মুবারকে দেখেছি। তখন আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করলেন: মালায়ে আলা ফেরেশ্তাগণ কি নিয়ে আলোচনা করছেন? আমি বললাম: আয় আল্লাহ পাক! আপনিই ভাল জানেন। তখন আল্লাহ পাক কুদরতী হাত মুবারক আমার দুই কাঁধ মুবারক-এর মাঝে রাখলেন। তখন আমি উনার শীতলতা অনুভব করলাম। আর আমাকে আসমান এবং যমীনের সবকিছুই অবগত করানো হলো।” (সুবহানাল্লাহ)
উপরোক্ত হাদীছ শরীফ দ্বারা বুঝা যায় যে, স্বয়ং আল্লাহ পাক আনুষ্ঠানিকভাবে উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দর্শন দিয়েছেন এবং কুদরতীভাবে আল্লাহ পাক-এর মুহব্বত-মা’রিফাত দান করলেন এবং আসমান যমীনের সব কিছুই অবগত করালেন। তবে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যতীত অন্য কোন নবী বা রসূল আলাইহিমুস্ সালামগণ আল্লাহ পাক-এর হাক্বীক্বী ছূরত মুবারক দেখতে পাননি। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস্ সালাম যখন আল্লাহ পাককে দেখতে চেয়েছিলেন; তখন আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস্ সালামকে জানিয়ে দিলেন যে, “হে মুসা আলাইহিস্ সালাম! আপনি আমাকে দেখতে পাবেন না।”
আল্লাহ পাক উনার হাবীব, পেয়ারা নবী হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আনুষ্ঠানিকভাবে দর্শন দেয়ার জন্য উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মি’রাজ রজনীতে বেহেশতী বাহনের মাধ্যমে উনার শাহী আরশে মোয়াল্লায় ডেকে নিয়ে গেলেন এবং সেখানে মহান আল্লাহ পাক-এর সাথে উনার হাবীব-এর সাথে আনুষ্ঠানিক সাক্ষাত হয়।
আল্লাহ পাক-এর সাথে উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দীদার লাভ সম্পর্কে ছহীহ আক্বীদা পোষণ করা এবং সেই মহান দীদার লাভের হিস্সা আল্লাহ পাক সবাইকে নছীব করুন। (আমীন)
http://al-ihsan.net/FullText.aspx?subid=2&textid=1
কিন' হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি আমার মহান প্রভুকে দেখেছি।” এখন প্রশ্ন হল তিনি কি আল্লাহ পাককে হাক্বীক্বী ছূরত মুবারকে দেখেছেন? এ প্রসঙ্গে হাদীছ শরীফ-এ বলা হয়েছে, “হযরত আব্দুর রহমান ইবনে আইশ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি আল্লাহ পাককে উত্তম ছূরত মুবারকে দেখেছি। তখন আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করলেন: মালায়ে আলা ফেরেশ্তাগণ কি নিয়ে আলোচনা করছেন? আমি বললাম: আয় আল্লাহ পাক! আপনিই ভাল জানেন। তখন আল্লাহ পাক কুদরতী হাত মুবারক আমার দুই কাঁধ মুবারক-এর মাঝে রাখলেন। তখন আমি উনার শীতলতা অনুভব করলাম। আর আমাকে আসমান এবং যমীনের সবকিছুই অবগত করানো হলো।” (সুবহানাল্লাহ)
উপরোক্ত হাদীছ শরীফ দ্বারা বুঝা যায় যে, স্বয়ং আল্লাহ পাক আনুষ্ঠানিকভাবে উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দর্শন দিয়েছেন এবং কুদরতীভাবে আল্লাহ পাক-এর মুহব্বত-মা’রিফাত দান করলেন এবং আসমান যমীনের সব কিছুই অবগত করালেন। তবে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যতীত অন্য কোন নবী বা রসূল আলাইহিমুস্ সালামগণ আল্লাহ পাক-এর হাক্বীক্বী ছূরত মুবারক দেখতে পাননি। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস্ সালাম যখন আল্লাহ পাককে দেখতে চেয়েছিলেন; তখন আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস্ সালামকে জানিয়ে দিলেন যে, “হে মুসা আলাইহিস্ সালাম! আপনি আমাকে দেখতে পাবেন না।”
আল্লাহ পাক উনার হাবীব, পেয়ারা নবী হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আনুষ্ঠানিকভাবে দর্শন দেয়ার জন্য উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মি’রাজ রজনীতে বেহেশতী বাহনের মাধ্যমে উনার শাহী আরশে মোয়াল্লায় ডেকে নিয়ে গেলেন এবং সেখানে মহান আল্লাহ পাক-এর সাথে উনার হাবীব-এর সাথে আনুষ্ঠানিক সাক্ষাত হয়।
আল্লাহ পাক-এর সাথে উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দীদার লাভ সম্পর্কে ছহীহ আক্বীদা পোষণ করা এবং সেই মহান দীদার লাভের হিস্সা আল্লাহ পাক সবাইকে নছীব করুন। (আমীন)
http://al-ihsan.net/FullText.aspx?subid=2&textid=1

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন