728x90 AdSpace

  • Latest News

    ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের মধ্যে খিলাফত সম্পর্কিত সন্ধি স্থাপন মূলত পবিত্র হাদীছ শরীফ উনারই প্রতিফলন

    পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম উনার মাধ্যমে মুসলমান উনাদের দুটি বৃহৎ জামায়াতের মধ্যে সন্ধি স্থাপিত হবে।” সুবহানাল্লাহ! পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন, “আমার পরে খিলাফত ৩০ বছর স্থায়ী হবে।” তার মধ্যে ২৯ বছর ৬ মাস পূর্ববর্তী খলীফাগণ আলাইহিমুস সালাম উনারা খিলাফত পরিচালনা করেন। অতঃপর সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম তিনি অবশিষ্ট ৬ মাস খিলাফত পরিচালনা করেন। সম্মানিত ইসলাম উনার ইতিহাসে ‘৪১ হিজরী’ বছরটি ‘ঐক্যবর্ষ’ হিসেবে আখ্যা লাভ করেছে। এক্ষেত্রে সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদুশ শুহাদা, ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক অবদান ও ভূমিকা উনার গুরুত্ব সীমাহীন, বেমেছাল। এ ব্যাপারে হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মুবারক অবদানও তাৎপর্যম-িত। সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে সন্ধি স্থাপনের সিদ্ধান্তে হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সন্ধিনামার কাগজে স্বাক্ষর করে সীলসহ ওই কাগজ সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমতে এই বলে পৌঁছান: “ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সাদা কাগজের নিচে আমার দস্তখত ও সীলমোহর রয়েছে। আপনি অনুগ্রহ করে নিজের ইচ্ছেমতো যে কোনো শর্ত এতে লিখে দিন। আমি আগাম মঞ্জুর করে নিলাম।” সুবহানাল্লাহ! সন্ধি স্থাপনের এমন সুমহান নজির পৃথিবীতে পূর্বে কখনো ছিলো না। বর্তমানে নেই। ভব্যিষ্যতেও পাওয়া যাবে না। হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার যারা সমালোচনা করে তাদের জিহ্বা কেটে দেয়া দরকার। সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ছিলেন স্বভাব-সংযমী। তিনি ছিলেন অত্যন্ত জামালী। মুসলমান উনাদের পারস্পরিক হানাহানি, সংঘাত ও রক্তপাত উনার অন্তর মুবারক ক্ষত-বিক্ষত হতো। তাই মুখোশধারী দুষ্কৃতিকারী ও মুনাফিকদের প্রবল বিরোধিতা সত্ত্বেও তিনি সন্ধি স্থাপনের জন্য ৪১ হিজরী সনে মুবারক হাত বাড়িয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ!
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের মধ্যে খিলাফত সম্পর্কিত সন্ধি স্থাপন মূলত পবিত্র হাদীছ শরীফ উনারই প্রতিফলন Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top