সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ اُمِّ الْـمُؤْمِنِيْنَ حَضْرَتْ اُمِّ سَلَمَةَ عَلَيْهَا السَّلَامُ اَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَوْصٰى عِنْدَ وَفَاتِهٖ فَقَالَ اَللهَ اَللهَ فِىْ قِبْطِ مِصْرَ فَاِنَّكُمْ سَتَظْهَرُوْنَ عَلَيْهِمْ فَيَكُوْنُوْنَ لَكُمْ عُدَّةً وَّاَعْوَانًا فِىْ سَبِيْلِ اللهِ.
অর্থ: “উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মে সালামা আলাইহাস সালাম তিনি বর্ণনা করেন, নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত বরকতময় বিছালী শান মুবারক প্রকাশকালে সম্মানিত ওছীয়ত মুবারক করে ইরশাদ মুবারক করেন, আপনারা মিশরের ক্বিবতী উনাদের ব্যাপারে মহান আল্লাহ পাক উনাকে ভয় করুন। আপনারা মিশরের ক্বিবতী উনাদের ব্যাপারে মহান আল্লাহ পাক উনাকে ভয় করুন। নিশ্চয়ই অতিশীঘ্রই আপনারা উনাদের উপর বিজয়ী হবেন তথা আপনারা মিশর জয় করবেন। তখন উনারা মহান আল্লাহ পাক উনার রাস্তায় আপনাদের জন্য আয়োজনকারী ও সাহায্যকারী হবেন।” সুবহানাল্লাহ! (আল মু’জামুল কাবীর লিইমাম ত্ববারনী ১৭/১০০, আত তাওদ্বীহ ১৮/৫৮৮, মাজমাউয যাওয়ায়িদ ১০/৬৩, জামিউল আহাদীছ ৬/৯১, কানযুল উম্মাল ১২/৬৬, আল মাত্বালিবুল আলীয়াহ ১৭/১৫৪, জামউল ফাওয়ায়িদ ৪/২৭, আল খ¦ছ¦াইছুল কুবরা ২/১৭১, সুবুলুল হুদা ওয়ার রশাদ ১০/৭৭ ইত্যাদি)
সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে,
اِذَا مَلَكْتُمُ الْقِبْطَ فَاَحْسِنُوْا اِلَيْهِمْ فَاِنَّ لَـهُمْ ذِمَّةً وَّاِنَّ لَـهُمْ رَحِمًا.
অর্থ: “যখন আপনারা ক্বিবতী উনাদের অভিভাবক হবেন, তখন উনাদের সাথে উত্তম ব্যবহার করবেন। কেননা উনাদের জন্য রয়েছে নিরাপত্তা, সম্মান, দায়িত্ব এবং আত্মীয়তা-সম্পর্ক।” সুবহানাল্লাহ! (ইবনে সা’দ, সুবুলুল হুদা ওয়ার রশাদ)
এই বিষয়ে ‘মুসলিম শরীফ’সহ আরো অনেক কিতাবে এরূপ আরো অনেক সম্মানিত হাদীছ শরীফ রয়েছে। সুবহানাল্লাহ!http://al-ihsan.net/FullText.aspx?subid=1&textid=12386
- Blogger Comments
- Facebook Comments
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন