728x90 AdSpace

  • Latest News

    আপনি কি জীবনের শ্রেষ্ঠ আমলটি হাছিল করতে চান? তাহলে আজই চলে আসুন

    খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন- হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি কায়িনাতবাসীকে জানিয়ে দিন আপনাকে মুবারক ফযল-করম, দয়া-দান, ইহছান ও মুবারক রহমত হিসেবে হাদিয়া করা হয়েছে। সে জন্য যেন তারা খুশি প্রকাশ করে। এই খুশি প্রকাশ করাটা তাদের দুনিয়া ও আখিরাতের জন্য তারা যা কিছু জমা করে তার চেয়ে সর্বশ্রেষ্ঠ উত্তম আমল হবে। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা ইউনুছ শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫৮)
    কাজেই বান্দা ও বান্দি জিন ও ইনসান জামাদাত, সাজারাত, হাজারাত, কীট-পতঙ্গ তরুলতা পশুপাখি সকলের জন্য ফরয ওয়াজিব হলো- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে লাভ করার কারণে ঈদ তথা খুশি প্রকাশ করা। এখন এই খুশি প্রকাশ যে যত বেশি করতে পারবে, যে যত বেশি ইখলাছের সহিত করতে পারবে- সে তত বেশি কামিয়াবী লাভ করবে। সুবহানাল্লাহ!
    মূলত, এই প্রকাশ করার লক্ষ্যেই অনন্তকালব্যাপী সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জারি করেছেন সম্মানিত রাজারবাগ দরবার শরীফ উনার মধ্যে যিনি এই যামানার মহান মুজাদ্দিদ আওলাদে রসূল, আসসাফফাহ মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!
    এছাড়া এ বছরও বিশেষতভাবে ৬৩ দিন বিশেষ মাহফিল উনার ব্যবস্থা করা হয়েছে- যেখানে প্রতিযোগিতা, পবিত্র ওয়াজ শরীফ, পবিত্র মীলাদ শরীফ, পবিত্র কিয়াম শরীফ, পবিত্র সামা শরীফসহ মকবুল মোনাজাত শরীফ। সুবহানাল্লাহ! এবং মহিলাদের জন্য সম্মানিত রবীউল আওয়াল শরীফ উনার মধ্যে বিশেষ মুবারক তালিম উনার ব্যাবস্থা করা হয়েছে, এই মুবারক তালিম দিচ্ছেন যিনি উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি। এই যামানার যিনি মহান মুজাদ্দিদ আওলাদে রসূল সাইয়্যিদুনা আসসসাফাহ মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি রাজারবাগ দরবার শরীফ উনার মধ্যে জারী করেছেন অনন্তকালব্যাপী সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর, সাইয়্যিদে ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ! যা কায়িনাতে এখনো পর্যন্ত কারো পক্ষে সম্ভব হয়নি, একমাত্র উনার বেমেছাল তাজদীদ, উনার বেমেছাল রোব মুবারক উনার মাধ্যমে সম্ভব হয়েছে, যা ইতিহাসে বিরল হয়ে থাকবে। সুবহানাল্লাহ!
    মূলত, এটা হলো উনার লক্ষ-কোটি শান মুবারক উনাদের মধ্যে অন্যতম বেমেছাল শান মুবারক। কাজেই তামাম কায়িনাতবাসী উচিত মুজাদ্দিদ আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনাকে পেয়ে মহান আল্লাহ পাক উনার নিকট বেশি বেশি শোকর-গোযার করা। মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে উনাকে হাক্বীক্বীভাবে চেনার মাধ্যমে উনাকে অনুসরণ-অনুকরণপূর্বক উনাকে হাক্বীক্বী মুহব্বত করার তাওফীক ইনায়িত করুন। আমীন!
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: আপনি কি জীবনের শ্রেষ্ঠ আমলটি হাছিল করতে চান? তাহলে আজই চলে আসুন Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top