728x90 AdSpace

  • Latest News

    সাইয়্যিদাতুন্ নিসা, হাবীবাতুল্লাহ হযরত উম্মুল উমাম আলাইহিস সালাম তিনি এমনই পরশমণি যে উনার পবিত্র পরশে পথহারা মহিলারা লাভ করেছে হাক্বীক্বী পবিত্র ঈমান ও মুবারক মা’রিফতে ইলাহী

    খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “আমি জিন ও ইনসানকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি।’ এ পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় হযরত মুফাস্সিরে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা বলেন, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি জিন ও ইনসানকে উনার মা’রিফত মুহব্বত হাছিল করার জন্য সৃষ্টি করেছেন। এই মহানিয়ামত লাভের পূর্বশর্ত হলো পবিত্র ‘ঈমান’। আওলাদে রসূল, মুজাদ্দিদে আ’যম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ আলাইহিস সালাম উনার মুবারক আহলিয়া আমাদের প্রাণপ্রিয় হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি এমন এক পরশমণি যাঁর মুবারক পরশে পথহারা মহিলারা পাচ্ছে হক্ব পথের সন্ধান, বেঈমানরা ফিরে পায় পবিত্র ঈমান। বেপর্দা, বেহায়া, বদদ্বীন মহিলাগণ মুবারক পরশে এসে পর্দানশীন, দ্বীনদার, পরহেযগার হয়ে যায়। তারা খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার মুবারক মা’রিফত মুহব্বত হাছিল করে মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক হাছিল করে। সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্রা সঙ্গিনী হয়ে তিনি বাতিল বাহাত্তর ফিরক্বা এবং ইহুদী-নাছারাদের তথা বিধর্মীদের কূটকৌশল, প্রতারণা এবং ষড়যন্ত্র জালকে পথহারা হক্ব তালাশী মহিলাদের সম্মুখে তুলে ধরে তাদের মহামূল্যবান পবিত্র ঈমানকে হিফাজত করেন এবং তাদেরকে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার মুবারক মতে মত এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক পথে পথ এবং পবিত্র সুন্নত উনার পাবন্দ করছেন এবং খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ও উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি মুবারক অর্জন করার দিকে ধাবিত করছেন। হক্ব তালাশী মুসলিমা মহিলারা আজ দলে দলে মুজাদ্দিদ সঙ্গিনী হাবীবাতুল্লাহ হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক তালীমী মাহফিলে ছুটে আসছেন এবং নূরী আম্মাজী ক্বিবলা আলাইহাস সালাম উনার নূরী পরশে ধন্য হচ্ছেন। অতএব, প্রত্যেক হক্ব তালাশী মুসলিমা মহিলাদের উচিত হবে আর দেরি না করে হাবীবাতুল্লাহ, বাহরুল আলীমা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার তালীমে ছুটে আসা, উনার মুবারক পরশে এসে নিজেদেরকে ধন্য করা।
    http://al-ihsan.net/FullText.aspx?subid=1&textid=12362
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: সাইয়্যিদাতুন্ নিসা, হাবীবাতুল্লাহ হযরত উম্মুল উমাম আলাইহিস সালাম তিনি এমনই পরশমণি যে উনার পবিত্র পরশে পথহারা মহিলারা লাভ করেছে হাক্বীক্বী পবিত্র ঈমান ও মুবারক মা’রিফতে ইলাহী Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top