728x90 AdSpace

  • Latest News

    মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘মহান আল্লাহ পাক উনার নিদর্শন সম্বলিত দিবসগুলিকে স্মরণ করিয়ে দিন সমস্ত কায়িনাতকে।

    মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘মহান আল্লাহ পাক উনার নিদর্শন সম্বলিত দিবসগুলিকে স্মরণ করিয়ে দিন সমস্ত কায়িনাতকে নিশ্চয়ই এর মধ্যে ধৈর্যশীল শোকরগোজার বান্দা-বান্দী উনাদের জন্য ইবরত নছীহত রয়েছেআজ সুমহান বরকতময় মহাপবিত্র ১৪ই রবীউল আউওয়াল শরীফ- উম্মুল মুমিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস মহান দিবস উপলক্ষে সকলের দায়িত্ব কর্তব্য হচ্ছে- উনার পবিত্র সাওয়ানেহ উমরী মুবারক আলোচনা করার লক্ষ্যে মাহফিল করা এবং পবিত্র মীলাদ শরীফ, পবিত্র ক্বিয়াম শরীফ করা
    আর সরকারের জন্যও ফরয হচ্ছে- মাহফিলসমূহের সার্বিক আনজাম দেয়ার সাথে সাথে উনার পবিত্র জীবনী মুবারক শিশুশ্রেণী থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সিলেবাসের অন্তর্ভুক্ত করা এবং উক্ত দিবসে সরকারি ছুটি ঘোষণা করা
    যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, সাইয়্যিদাতুনা হযরত আল ঊলা কুবরা আলাইহাস সালাম তিনি আমুল ফীলের ১৫ বছর পূর্বে ১৪ই রবীউল আউওয়াল শরীফ ইয়াওমুল আহাদ (রোববার) বা ফজর সম্মানিত মক্কা শরীফ- মহাসম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিত পিতা হচ্ছেন সাইয়্যিদুনা হযরত খুওয়াইলিদ ইবনে আসাদ আলাইহিস সালাম তিনি উনার পিতা উনার দিক থেকে চতুর্থ পুরুষে যেয়ে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মিলিত হয়েছেন সুবহানাল্লাহ! উম্মুল মুমিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিত বয়স মুবারক যখন ৩০ বছর, তখন উনার সম্মানিত পিতা হযরত খুওয়াইলিদ আলাইহিস সালাম তিনি হরবুল ফিজারের যুদ্ধের সময় পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন উম্মুল মুমিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিতা মাতা হচ্ছেন ফাত্বিমাহ বিনতে যায়িদাহ আলাইহাস সালাম তিনি তিনি উনার মাতার দিক থেকে ১০ম পুরুষ যেয়ে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মিলিত হয়েছেন সুবহানাল্লাহ! মুজাদ্দিদে যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, সাইয়্যিদাতুনা হযরত আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনারা ভাই-বোন ছিলেন মোট জন জন ভাই এবং জন বোন উনার দুই ভাই হিযাম আওয়াম এবং এক বোন রক্বীক্বাহ উনারা সম্মানিত দ্বীন ইসলাম প্রকাশের পূর্বে ইন্তেকাল করেন তিনি হচ্ছেন ভাই বোন উনাদের মধ্যে দ্বিতীয় উনার আরেক বোন সাইয়্যিদাতুনা হযরত হালাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেন উনার সম্মানিত আওলাদ সাইয়্যিদুনা হযরত আবুল আছ আলাইহিস সালাম উনার সাথেই নূরে মুজসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার লখতে জিগার বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত নিসবতে আযীম শরীফ সম্পন্ন করেন সুবহানাল্লাহ! মুজাদ্দিদে যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, নূরে মুজসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খিদমত মুবারক- আসার পূর্বে উম্মুল মুমিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার ২টি সম্মানিত নিসবতে আযীম শরীফ সম্পন্ন হয়েছিলো প্রথম নিসবতে আযীম শরীফ সম্পন্ন হয়েছিলো আবূ হালাহ হিন্দ উনার সাথে তিনি বেশি দিন দুনিয়ার যমীনে অবস্থান মুবারক করেননি তখন উনার দুই জন আবনা’ (ছেলে) আলাইহিমাস সালাম এবং একজন বানাত (মেয়ে) আলাইহাস সালাম দুনিয়ার যমীনে তাশরীফ মুবারক আনেন আর দ্বিতীয় নিসবতে আযীম শরীফ সম্পন্ন হয়েছিলো আতীক্ব ইবনে আবিদ উনার সাথে সুবহানাল্লাহ! মুজাদ্দিদে যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, উম্মুল মুমিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ঊলা কুবরা আলাইহাস সালাম তিনি অনেক বড় সম্পদশালিনী ছিলেন কুরাইশ গোত্র অনেক বড় গোত্র সমস্ত কুরাইশ গোত্রের একত্রে যত সম্পদ ছিলো, উম্মুল মুমিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার এককভাবে তত সম্পদ ছিলো সুবহানাল্লাহ! উনার অনেক বড় ব্যবসা ছিলো সুবহানাল্লাহ! ব্যবসার বিষয়টি নিয়ে তিনি চিন্তিত ছিলেন উনার বিশিষ্ট গোলাম, খাদিম ছিলেন হযরত মাইসারাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সুবহানাল্লাহ! তিনি ব্যবসা দেখাশোনা করতেন লোক দিয়ে ব্যবসা করানো হতো উম্মুল মুমিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ঊলা কুবরা আলাইহাস সালাম তিনি ব্যবসার জন্য একজন বিশ্বস্ত লোক খুঁজছিলেন, যিনি উনার ব্যবসার বিষয়টি আনজাম দিবেন সুবহানাল্লাহ! যেহেতু আত্মীয়তার সম্পর্কে এবং অন্যান্য দিক থেকে খাজা আবূ ত্বালিব উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার সম্পর্ক ছিলো উনার পিতা পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের পর উনার চাচা আমর বিন আসাদ তিনি উনাকে মোটামোটি দেখাশোনা করতেন আর উনার সাথে খাজা আবূ ত্বালিব উনার সম্পর্ক ছিলো ফলে তিনি বিষয়টি নিয়ে উনার সাথে আলোচনা করেছিলেন তখন খাজা আবূ ত্বালিব তিনি নূরে মুজসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে ব্যবসা করার জন্য বলেছিলেন উনারা রাজী হলেন মুজাদ্দিদে যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, সাইয়্যিদাতুনা হযরত আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনারহযরত নাফিসাহ বিনতু মুনীয়াহ বা মানিয়াহনামে একজন বান্ধবী ছিলেন তিনি উনার বান্ধবীর মাধ্যমে সরাসরি সম্মানিত নিসবতে আযীম শরীফ উনার বিষয়ে প্রস্তাব পেশ করলেন আবার এই দিকে উনার চাচা আমর বিন আসাদ তিনিও এই বিষয়টা মধ্যস্থতা করলেন খাজা আবূ ত্বালিব উনার কাছে সংবাদটা পৌঁছালেন সংবাদটা যখন নূরে মুজসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট পৌঁছানো হয়েছিল তখন তিনি চুপ ছিলেন কোনো সম্মতি মুবারক প্রকাশ করেননি কিন্তু পরবর্তীতে খাজা আবূ ত্বালিব তিনি বললেন, অসুবিধা নেই তিনি তো সম্মানিতা এবং তিনি সারা আরবে ত্বাহিরাহ, ত্বইয়্যিবাহ হিসেবে, পূত-পবিত্রা ব্যক্তিত্বা হিসেবে মশহূর হয়ে গেছেন সবদিক থেকেই তিনি যোগ্যতা সম্পন্না কাজেই উনাকে গ্রহণ করতে তো কোনো অসুবিধা থাকার কথা না খাজা আবূ ত্বালিব তিনি উম্মুল মুমিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার পক্ষ থেকে সুপারিশ করলেন তখন শেষ পর্যন্ত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি (মহান আল্লাহ পাক উনার মুবারক ইচ্ছানুযায়ী) সম্মতি মুবারক প্রকাশ করলেন সুবহানাল্লাহ! মুজাদ্দিদে যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে সম্মানিত রিসালাত মুবারক প্রকাশের ১৫ বছর পূর্বে ২২শে জুমাদাল ঊলা শরীফ ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ মহাসম্মানিত আযীমুশ শান নিসবতে আযীম শরীফ অনুষ্ঠিত হয় তখন দুনিয়াবী জিন্দেগী মুবারক অনুযায়ী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত বয়স মুবারক ছিলেন ২৫ বছর এবং উম্মুল মুমিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিত বয়স মুবারক ছিলেন ৪০ বছর সুবহানাল্লাহ! সেই সম্মানিত নিসবতে আযীম শরীফ- সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনিও উপস্থিত ছিলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিতা দুধ মাতা সাইয়্যিদাতুনা হযরত হালীমা সাদিয়াহ আলাইহাস সালাম তিনিও উপস্থিত ছিলেন তিনি এই সম্মানিত নিসবতে আযীম শরীফ- ৪০টি ছাগল বা খাসি মুবারক হাদিয়া মুবারক করেন সুবহানাল্লাহ! সম্মানিত মোহরানা মুবারক উনার পরিমাণ সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে কেউ বলেছেন, ২০টি উট, কেউ বলেছেন, ৫০০ দিরহাম, আবার কেউ বলেছেন, ৫০০ দীনার মুজাদ্দিদে যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, উম্মুল মুমিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মাধ্যমে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম উনার জন আওলাদ আলাইহিমুস সালাম আলাইহিন্নাস সালাম উনারা মহাসম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন মুজাদ্দিদে যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, সাইয়্যিদাতুনা হযরত আল ঊলা কুবরা আলাইহাস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার সৃষ্টি জগতে পুরুষ-মহিলা সকলের পূর্বে সর্বপ্রথম সম্মানিত ইসলাম সম্মানিত ঈমান মুবারক প্রকাশ করেন সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত আল ঊলা কুবরা আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খিদমত মুবারক করেন একাধারে ২৫ বছর সুবহানাল্লাহ! মুজাদ্দিদে যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, সাইয়্যিদাতুনা হযরত আল ঊলা কুবরা আলাইহাস সালাম তিনি আনুষ্ঠানিকভাবে সম্মানিত রিসালাত মুবারক প্রকাশের ১০ম বৎসর ১৭ রমাদ্বান শরীফ ইয়াওমুস সাব্ত শরীফ (শনিবার) পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন তখন দুনিয়াবী জিন্দেগী মুবারক অনুযায়ী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত বয়স মুবারক ছিলেন ৫০ বছরহাজুননামক স্থানে উনার সম্মানিত রওযা শরীফ অবস্থিত সুবহানাল্লাহ! মুজাদ্দিদে যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, মূল কথা হলো- আজই হচ্ছেন সেই সুমহান বরকতময় মহাপবিত্র ১৪ই রবীউল আউওয়াল শরীফ- উম্মুল মুমিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস মহান দিবস উপলক্ষে সকলের দায়িত্ব কর্তব্য হচ্ছে- উনার পবিত্র সাওয়ানেহ উমরী মুবারক আলোচনা করার লক্ষ্যে মাহফিল করা এবং পবিত্র মীলাদ শরীফ, পবিত্র ক্বিয়াম শরীফ করা আর সরকারের জন্যও ফরয হচ্ছে- মাহফিলসমূহের সার্বিক আনজাম দেয়ার সাথে সাথে উনার পবিত্র জীবনী মুবারক শিশুশ্রেণী থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সিলেবাসের অন্তর্ভুক্ত করা এবং উক্ত দিবসে সরকারি ছুটি ঘোষণা করা

    http://al-ihsan.net/qwoulshareef/Default.aspx?language=BN&vt=full&init_id=6604
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘মহান আল্লাহ পাক উনার নিদর্শন সম্বলিত দিবসগুলিকে স্মরণ করিয়ে দিন সমস্ত কায়িনাতকে। Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top