যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি পবিত্র গইব জানেন খালিক্ব মালিক রব হিসেবে এবং কারো মধ্যস্থতা ব্যতিরেকে।
আর মহান আল্লাহ পাক উনার মনোনীত হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা এবং উনার মনোনীত হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা মহান আল্লাহ পাক উনার তরফ থেকে প্রদত্ত সম্মানিত ইলম মুবারক উনার মাধ্যমে পবিত্র গইব উনার সংবাদ রাখেন। সুবহানাল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র গইব সম্পর্কিত ইলম তো অনেক ঊর্ধ্বের বিষয়, বরং ওলীআল্লাহ উনাদেরকেও মহান আল্লাহ পাক তিনি পবিত্র ইলমে গইব বা অদৃশ্যের ইলম হাদিয়া করেন। যেমন এ প্রসঙ্গে হযরত খিযির আলাইহিস সালাম উনার সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘আমি উনাকে ইলমে লাদুন্নী অর্থাৎ আমার তরফ থেকে ইলম মুবারক হাদিয়া মুবারক করেছি।’ সুবহানাল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের মতে, হযরত খিযির আলাইহিস সালাম তিনি একজন ওলী। উনাকে মহান আল্লাহ পাক তিনি ইলমে লাদুন্নী তথা পবিত্র ইলমে গইব হাদিয়া করেছেন। এর প্রমাণস্বরূপ হযরত খিযির আলাইহিস সালাম উনার তিনটি পবিত্র ইলমে গইব সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে উল্লেখ করা হয়েছে এবং সেসব পবিত্র গইব উনার সংবাদ জলীলুল ক্বদর নবী ও রসূল হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার দ্বারা সত্যায়নও করা হয়েছে।
এক. হযরত খিযির আলাইহিস সালাম তিনি যে নৌকাতে চড়ে নদী পার হয়েছিলেন তা তিনি ছিদ্র করে দিলেন। কারণ নৌকাটি ছিলো একজন গরিব লোকের। আর ওই দেশের শাসক ছিলো যালিম। সে ভালো বা নতুন নৌকাগুলো জব্দ করে নিতো। ছিদ্র বা ভাঙ্গা নৌকা দেখলে নিতো না। তাই তিনি নৌকাটি ছিদ্র করে দিলেন।
দুই. একটি বালককে হত্যা করে ফেললেন। কারণ বালকটি বড় হলে সে নিজে কুফরী করতো এবং তার পিতা-মাতাকেও কুফরী করাতো। তাদের ঈমানকে হিফাযতের জন্য তিনি এ কাজ করলেন।
তিন. একটি জনপদের অধিবাসীদের কাছে পৌঁছে তাদেরকে মেহমানদারী করাতে বললেন। তারা মেহমানদারী করতে অস্বীকার করা সত্ত্বেও তিনি তাদের একটি ভগ্ন প্রাচীর ঠিকঠাক করে দিলেন। কারণ ওই দেয়ালের ভিতর ইয়াতীমের সম্পদ গচ্ছিত ছিলো। সম্পদগুলো হিফাযতের জন্য তিনি দেয়াল ঠিক করে দিলেন। সুবহানাল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, যেখানে অন্যান্য হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম এবং হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের ইলমে গইবের বিষয় পবিত্র কালামুল্লাহ শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, সেখানে উনাদের সকলের যিনি নবী ও রসূল যিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র ইলমে গইব সম্পর্কে যারা চূ-চেরা করবে বা কোনোরূপ প্রশ্ন উত্থাপন করবে নিঃসন্দেহে তারা কাট্টা কাফির ও চিরজাহান্নামী হবে।
এটাই সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনার ছহীহ ও গ্রহণযোগ্য আক্বীদা।
-০-

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন