رغائب (রগায়িব) শব্দ মুবারকটি رغيب উনার বহুবচন। যার অর্থ কাঙ্খিত বিষয়, প্রচুর দান। (মিছবাহুল লুগাত-২৯৮) পারিভাষিক বা ব্যবহারিক অর্থে আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে রাত্রিতে উনার সম্মানিত আম্মা আলাইহাস সালাম উনার সম্মানিত খিদমত মুবারক-এ কুদরতীভাবে তাশরীফ মুবারক নিয়েছেন সেই মহান রাতকে পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ বলা হয়।
মুহইস সুন্নাহ ওয়াশ শরীয়াহ, মাহিউল বিদয়াত ওয়াদ দলালাহ, কাশিফুল আসরার খফী ওয়াল জলী হযরত মাওলানা শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্বখ্যাত কিতাব, “বারাহীনুল ক্বতইয়াহ ফী মাওলিদী খাইরিল বারীয়াহ” উনার ৭৮ পৃষ্ঠায় উল্লেখ করেছেন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলী রহমতুল্লাহি আলাইহি তিনি ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ উনাকে পবিত্র শবে বরাত ও পবিত্র শবে ক্বদর উনাদের চেয়ে অধিক শ্রেষ্ঠ ও মর্যাদাসম্পন্ন বলে ফতওয়া দিয়েছেন। সুতরাং এ মহান দিনের ফযীলত, বুজুর্গী, সম্মান, মর্যাদা বলার অপেক্ষাই রাখে না। কেননা, যাঁকে সৃষ্টি না করলে মহান আল্লাহ পাক তিনি আসমান যমীন, কুল-কায়িনাত কিছুই সৃষ্টি করতেন না, তিনি যেদিন উনার সম্মানিত মাতা আলাইহাস সালাম উনার মহাপবিত্র ও মহাসম্মানিত খিদমত মুবারক-এ কুদরতীভাবে তাশরীফ মুবারক আনেন সেইদিন কুল-কায়িনাতের সকলের জন্য মর্যাদাসম্পন্ন শ্রেষ্ঠ ঈদের দিন। তাই আমাদের সকলের দায়িত্ব কর্তব্য হচ্ছে- এই মুবারক সম্মানিত ফযীলতপূর্ণ দিনটিকে গুরুত্ব দিয়ে এবং সর্বোচ্চ আদব প্রদান করে বেশি বেশি খুশি প্রকাশ করা, মীলাদ শরীফ পাঠ করা, দুরূদ শরীফ পাঠ করা, এবং নিজের ইখলাছের জন্য নিজের কামিয়াবীর জন্য এবং কাফির-মুশরিরকদের উপর বিজয় অর্জন করার জন্য মহান আল্লাহ পাক উনার কাছে বেশি বেশি ইস্তেগফার, তওবা ও দোয়া করা। |
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন