728x90 AdSpace

  • Latest News

    দোয়া কবুল ও অশেষ নিয়ামত সম্ভারের বরকতময় রাত্রি মুবারক হচ্ছে ‘পবিত্র লাইলাতুল বরাত শরীফ’

    পবিত্র শা’বানুল মুবারক মাস উনার চৌদ্দ তারিখ দিবাগত রাত্রি মহাসম্মানিত পবিত্র লাইলাতুল বরাত শরীফ। পবিত্র ‘লাইলাতুল বরাত’ শব্দ আরবী ও ফার্সী মিশ্রিত শব্দ মুবারক।
    শাব্দিক অর্থ ভাগ্য বণ্টনের রাত্রি মুবারক। এ রাত্রিতে উম্মতে হাবীবী উনাদের ভাগ্য বণ্টন হয়ে থাকে। পবিত্র হাদীছ শরীফ উনার ভাষ্য মুবারক অনুযায়ী, ভাগ্যদাতা হচ্ছেন স্বয়ং মহান আল্লাহ পাক তিনি এবং ভাগ্য বণ্টনকারী হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন যে, নিশ্চয়ই বছরে ৫টি রাত্র দোয়া কবুল হয়ে থাকে। এই ৫টি রাত্রিতে মুবারক উনাদের অন্যতম রাত্র মুবারক হচ্ছে পবিত্র লাইলাতুল বরাত শরীফ। যদি কেউ মুসলমান হয়ে থাকে, ঈমানদার হয়ে থাকেন তাহলে উনার জন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত লাইলাতুম মুবারাকাহ অর্থাৎ বরকতময় রজনী পবিত্র লাইলাতুল বরাতে নামায পড়া, পরের দিন রোযা রাখা, ছলাত-সালাম পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র ক্বিয়াম শরীফ, মকবুল মুনাজাত শরীফ উনাদের মধ্যে মশগুল থাকা। এবং অবশ্যই উনারা মহাভাগ্যবান, উনারা সুমহান তাকদীরওয়ালা। মহান আল্লাহ পাক তিনি এবং উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেন আমাদেরকে এ রাত্রি মুবারক নছীব করেন।
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: দোয়া কবুল ও অশেষ নিয়ামত সম্ভারের বরকতময় রাত্রি মুবারক হচ্ছে ‘পবিত্র লাইলাতুল বরাত শরীফ’ Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top