এক রাতে মুসলিম মুজাহিদগণ তাঁবুতে মহান আল্লাহ পাক উনার নিকট গাইবী মদদ কামনা করে দোয়া আরজি করছিলেন। এর মধ্যেই মহান আল্লাহ পাক তিনি উনার এক সুমহান কুদরত প্রকাশ করলেন; রাতে খুব বৃষ্টি হলো। ফলে লবণাক্ত জমি শক্ত হয়ে গেলো। মুসলিম মুজাহিদগণের অবস্থানের ময়দানটির মাটি শক্ত হয়ে খুব উপযোগী হলো। পক্ষান্তরে এই বৃষ্টির ফলে কাফির-মুশরিকদের অবস্থানস্থলের শক্ত মাটি পানিতে কর্দমাক্ত হয়ে গেলো এবং তাতে সৈন্যদের পা দেবে যেতে লাগলো। উপরন্তু মুসলমানগণের অংশের নিচু ভূমিতে পানি জমলে উনারা তাতে ওযু-গোসল ইত্যাদি সহজেই সেরে নিলেন। মুজাহিদগণ মহান আল্লাহ পাক উনার এমন সুমহান কুদরত দেখে আরো বেশি শুকরিয়া আদায় করলেন এবং উনাদের অন্তরকে দৃঢ় থেকে আরো সুদৃঢ়ভাবে মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের দিকে রুজু করে দিলেন।
- Blogger Comments
- Facebook Comments
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন