728x90 AdSpace

  • Latest News

    আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিরোধিতায় যুগে যুগে কাট্টা কাফির ইয়াযীদের বশংবদ গং ধ্বংস হয়েছে, হচ্ছে এবং হবে

    মুসনাদে আহমদ শরীফ-এ উল্লেখ আছে, হযরত আবু যর গিফারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হতে বর্ণিত। তিনি কা’বা শরীফ-এর দরজা ধরে বলেছেন, আমি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলতে শুনেছি, “সাবধান! আমার আহলে বাইত শরীফ উনারা হলেন তোমাদের জন্য হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকার ন্যায়। যে তাতে আরোহণ করবে, সে রক্ষা পাবে। আর যে তা হতে পশ্চাতে থাকবে সে ধ্বংস হবে।”
    উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কাট্টা কাফির ইয়াযীদ ও তার যালিম বাহিনীর কথা। তারা ধ্বংস হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের নাম-নিশানা নেই দুনিয়ার যমীনে। তার কারণ তারা আহলে বাইত শরীফগণ উনাদের যিনি ইমাম, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনার সাথে দুশমনি করেছে, কারবালার বালুময় প্রান্তর উনাদের রক্তে রঞ্জিত করেছে। একে একে ৫১ জন সঙ্গী সাথীসহ হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনাকে নির্মমভাবে শহীদ করেছে। নাঊযুবিল্লাহ!
    কাট্টা কাফির ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি নেই কিন্তু তার পাপাত্মা ভর করে চলেছে, নিয়ন্ত্রণ করে চলেছে ওহাবী, খারিজী, দেওবন্দী, তাবলীগী, জামাতী, মওদুদী, রাফেজী, সালাফী, শিয়া, কাদিয়ানী বাতিল বাহাত্তর ফিরক্বার প্রধানকে তথা মুরব্বীকে। এসব নব্য ইয়াযীদ ও তার সাঙ্গ-পাঙ্গদের শরীরের রক্তে-গোস্তে, মননে-মগজে বিরাজমান ইয়াযীদী বদচরিত্র। অতি শীঘ্রই এই নব্য ইযায়ীদ গং ও তার সাগরেদ বাহিনীও ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে, নিস্তানাবুদ হয়ে জাহান্নামের ইন্ধনে পরিণত হবে ইনশাআল্লাহ শুধুমাত্র আওলাদে রসূল, ইমামুল আইম্মা, মুহইস সুন্নাহ, মুজাদ্দিদে আ’যম ঢাকা রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার বিরোধিতা করার কারণে।
    http://al-ihsan.net/FullText.aspx?subid=2&textid=5043
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিরোধিতায় যুগে যুগে কাট্টা কাফির ইয়াযীদের বশংবদ গং ধ্বংস হয়েছে, হচ্ছে এবং হবে Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top