728x90 AdSpace

  • Latest News

    পবিত্র মীলদ শরীফ ও ক্বিয়াম শরীফ পাঠ করার ছহীহ ও সুন্নতী তরতীব জেনে নিন..............

    ঈদ মুবারক !! ঈদ মুবারক !! ঈদ মুবারক ! সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মুবারক হো ! না’রায়ে তাকবীর ! আল্লাহু আকবার ! না’রায়ে রিসালাত ! ইয়া রসূলাল্লাল্লাহ
    ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ! সমগ্র সৃষ্টি জগতে সর্বোচ্চ আনন্দের ফোয়ারা নিয়ে তাশরীফ আনলেন পবিত্র ১২ ই রবিউল আউয়াল শরীফ। এ সুমহান ১২ ই রবিউল আউয়াল শরীফ হচ্ছে সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ। এই সুমহান দিন ঈদ পালন করেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আ’লামীন নিজেই। ঈদ পালন করেন সকল ফিরিশতা আলাইহিমুস সালাম উনারা। সৃষ্টি জগতের  কল সৃষ্টি আজ আনন্দে আত্মহারা। সৃষ্টি জগত সেজেছে আজ নতুন সাজে, স্বগতম জানাতে পবিত্র এই দিনকে। রহমতের সকল দরজা আজ উন্মুক্ত। নিয়ামতের খাজিনা আজ অবারিত ধারায় প্রবাহমান। সুবহানাল্লাহ্ !! ঈদে বিলাদতে সাইয়্যিদুল আম্বীয়ায়ি ওয়াল মুরসালীন ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
    আজ আমরা গুনাহগার উম্মতরাও অন্তরের অন্তঃস্থল থেকে খুশি প্রকাশ করবো।  লাত সালামে মুখোরিত হবো। হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান দীদার প্রার্থী হবো। একটু নেকদৃষ্টি সন্তুষ্টির কামনায় দু হাত পেতে রইবো………। এই পবিত্র  ইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে আপনাদের সকলের খেদমতে এক বিশেষ হাদীয়া পেশ করছি। সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত পবিত্র মীলাদ শরীফ। সম্পূর্ণ মীলাদ শরীফ এর নিয়ম বাংলায়  চ্চারণ সহ দেয়া হলো। সকলেই আজ অবশ্যই পাঠ করবেন, এবং এর উসীলায় দোয়া করবেন। আজ রাতে সকল দোয়া কবুল হবে, কেউ নিয়ামত প্রাপ্তি থেকে মাহরূম হবে না……! পবিত্র মীলাদ শরীফ পাঠ করার তরতীব 
    বা নিয়ম :
    ﺍﻋﻮﺫ ﺑﺎﻟﻠﻪ ﻣﻦ ﺍﻟﺸﻴﻄﺎﻥ ﺍﻟﺮﺟﻴﻢ
    ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ
    ﻟﻘﺪ ﺟﺎﺀﻛﻢ ﺭﺳﻮﻝ ﻣﻦ ﺍﻟﻨﻔﺴﻜﻢ ﻋﺰﻳﺰ ﻋﻠﻴﻪ ﻣﺎ ﻋﻨﺘﻢ
    ﺣﺮﻳﺺ ﻋﻠﻴﻜﻢ ﺑﺎﻟﻤﺆﻣﻨﻴﻦ ﺭﺀﻭﻑ ﺭﺣﻴﻢ . ﻓﺎﻥ ﺗﻮﻟﻮﺍ
    ﻓﻘﻞ ﺣﺴﺒﻲ ﺍﻟﻠﻪ ﻻ ﺍﻟﻪ ﺍﻻ ﻫﻮ © ﻋﻠﻴﻪ ﺗﻮﻛﻠﺖ © ﻭﻫﻮ
    ﺭﺏ ﺍﻟﻌﺮﺵ ﺍﻟﻌﻈﻴﻢ.
    ﻣﺎ ﻛﺎﻥ ﻣﺤﻤﺪ ﺍﺑﺎ ﺍﺣﺪ ﻣﻦ ﺭﺟﺎﻟﻜﻢ ﻭﻟﻜﻦ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﻭ
    ﺧﺎﺗﻢ ﺍﻟﻨﺒﻴﻴﻦ © ﻭﻛﺎﻥ ﺍﻟﻠﻪ ﺑﻜﻞ ﺷﻲﺀ ﻋﻠﻴﻤﺎ.
    ﺍﻥ ﺍﻟﻠﻪ ﻭﻣﺎﻝﺀﻛﺘﻪ ﻳﺼﻠﻮﻥ ﻋﻠﻲ ﺍﻟﻨﺒﻲ © ﻳﺎ ﺍﻳﻬﺎ ﺍﻟﺬﻳﻦ
    ﺍﻣﻨﻮﺍ ﺻﻠﻮﺍ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻤﻮﺍ ﺗﺴﻠﻴﻤﺎ .
    বাংলা উচ্চারণ: আউযু বিল্লাহিমিনাশ শায়তানির রযীম। বিসমিল্লাহির রাহমানির রহীম। লাকাদ জা’আকুম রসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিত্তুম হারীছুন আলাইকুম বিল  ‘মিনিনা রউফুর রহীম। ফাইন তাওয়াল্লাও ফাক্বুলহাসবি আল্লাহু লা’ ইলাহা ইল্লাহু। আলাইহি তাওয়াককালতু , ওহুয়া রব্বুল আরশীল আযীম। ( সূরা তাওবা, আয়াত শরীফ ১২৮,১২৯) মা কানা  হম্মাদুন আবা আহাদীম মির রীজালিকুম ওলাকির রসূল্লাল্লাহি ওয়া খতামান নাব্যিয়িন। ওয়া কা’নাল্লাহু বিকুল্লি শাইয়্যিন আলীমা। ( সূরা আহযাব ৪০) ইন্নাল্লাহা ওয়া মালা’ইকাতাহু ইয়ুছল্লুনা আলান নাব্যি। ইয়া’
    আইয়্যুহাল্লাযীনা আমানু ছল্লু
    আলাইহি ওয়া সাল্লীমু তাসলীমা।
    ( সূরা আহযাব ৫৬)
    ( এরপর মুহব্বতের সাথে নিম্নোক্ত দরূদ
    শরীফ পাঠ করুন এবং দরূদ শরীফের
    সাথে মিলিয়ে ক্বাছীদা শরীফ পাঠ করুন)
    ﺍﻟﻠﻬﻢ ﺻﻞ ﻋﻠﻲ ﺳﻴﺪﻧﺎ ﻣﻮﻟﻨﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ
    ﻭﻋﻠﻲ ﺍﻝ ﺳﻴﺪﻧﺎ ﻣﻮﻟﻨﺎ ﺣﺒﻴﺐ ﺍﻟﻠﻪ
    বাংলা উচ্চারণ:
    আল্লাহুম্মা ছল্লীআলা’
    সাইয়্যিদিনা মাওলানা রসূলিল্লাহ।
    ওয়াআ’লা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ।
    ক্বুল কা’য়িনাত সবাই বলেন,
    আজকে মোদের ঈদের দিন।
    এ ধরাতে তাশরীফ আনলেন রহমাতুল্লিল
    আলামীন।
    আল্লাহুম্মা ছল্লীআলা’
    সাইয়্যিদিনা মাওলানা রসূলিল্লাহ।
    ওয়াআ’লা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ।
    আসমানেতে ফেরেশতারা কাতারে কাতারে খাঁড়া,
    পড়ছেন উনার ছল্লু
    আলা ইয়া হাবীবাল্লাহ।
    আল্লাহুম্মা ছল্লীআলা’
    সাইয়্যিদিনা মাওলানা রসূলিল্লাহ।
    ওয়াআ’লা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ।
    এমন নবীজি উনার উম্মত আমরা,
    যে নবীজী উনার নাই কোন তুলনা।
    উনার প্রতি ছলাত পড়েন স্বয়ং আল্লাহ
    রব্বুনা।
    আল্লাহুম্মা ছল্লীআলা’
    সাইয়্যিদিনা মাওলানা রসূলিল্লাহ।
    ওয়াআ’লা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ।
    অতঃপর যিনি মীলাদ শরীফ পাঠ করবেন
    তিনি নিম্নোক্ত “তাওয়াল্লুদ শরীফ”
    পাঠ করবেন-
    ﻧﺤﻤﺪ ﻭ ﻧﺼﻠﻲ ﻭ ﻧﺴﻠﻢ ﻋﻠﻲ ﺭﺳﻮﻟﻪ ﺍﻟﻜﺮﻳﻢ ﻭ ﺍﻟﻪ
    ﻭﺍﺻﺤﺎﺑﻪ ﺍﺟﻤﻌﻴﻦ
    ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ
    ﻭﻟﻤﺎ ﺗﻢ ﻣﻦ ﺣﻤﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺳﺘﺔ ﺍﺷﻬﺮ
    ﻋﻠﻲ ﻣﺸﻬﻮﺭ ﺍﻻﻗﻮﺍﻝ ﺍﻟﻤﺮﻭﻳﺔ، ﺗﻮﻓﻲ ﺑﻠﻤﺪﻳﻨﺔ ﺍﻟﻤﻨﻮﺭﺓ
    ﺍﻟﺸﺮﻳﻔﺔ ﺣﻀﺮﺓ ﺫﺑﻴﺢ ﺍﻟﻠﻪ ﺍﻟﻤﻜﺮﻡ ﺍﺑﻮﻩ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
    ﻭﺳﻠﻢ، ﻭﻛﺎﻥ ﻗﺪ ﺍﺟﺘﺎﺯ ﺑﺎﺧﻮﺍﻟﻪ ﺑﻨﻲ ﻋﺪﻱ ﻣﻦ ﺍﻟﻄﺎﺀﻓﺔ
    ﺍﻟﻨﺠﺎﺭﻳﺔ، ﻭﻣﻜﺚ ﻓﻴﻬﻢ ﺷﻬﺮﺍ ﺳﻘﻴﻤﺎ ﻳﻌﺎﻧﻮﻥ ﺳﻘﻤﻪ ﻭ
    ﺷﻜﻮﺍﻩ ، ﻭﻟﻤﺎ ﺗﻢ ﻣﻦ ﺣﻤﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ
    ﻋﻠﻲ ﺍﻟﺮﺍﺟﺢ ﺗﺴﻌﺔ ﺍﺷﻬﺮ ﻗﻤﺮﻳﺔ ، ﻭﺍﻥ ﻟﻠﺰﻣﺎﻥ ﺍﻥ
    ﻳﻨﺠﻠﻲ ﻋﻨﻪ ﺻﺪﺍﻩ ، ﺣﻀﺮﺕ
    ﺳﻴﺪﺓ ﻧﺴﺎﺀ ﺍﻟﻌﺎﻟﻤﻴﻦ ﺍﻣﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻟﻴﻠﺔ
    ﻣﻮﻟﺪﻩ ﺣﻀﺮﺓ ﺍﻡ ﺍﻟﺒﺸﺮ ﻋﻠﻴﺤﻬﺎ ﺍﻟﺴﻼﻡ ﻭ ﺣﻀﺮﺓ ﺍﻡ
    ﺫﺑﻴﺢ ﺍﻟﻠﻪ ﺍﻻﻭﻟﻲ ﻭ ﺍﻟﺜﺎﻧﻴﺔ ﻋﻠﻴﻬﻤﺎ ﺍﻟﺴﻼﻡ ﻭ ﺣﻀﺮﺓ
    ﺭﺑﺔ ﻛﻠﻴﻢ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻬﺎ ﺍﻟﺴﻼﻡ ﻭ ﺣﻀﺮﺓ ﺍﻡ ﺭﻭﺡ ﺍﻟﻠﻪ
    ﻋﻠﻴﻬﺎ ﺍﻟﺴﻼﻡ ﻓﻲ ﻧﺴﻮﺓ ﻣﻦ ﺍﻟﺤﻈﻴﺮﺓ ﺍﻟﻘﺪﺳﻴﺔ ،
    ﻭﺍﺧﺬﻫﺎ ﺍﻟﻤﺨﺎﺽ ، ﻓﻮﻟﺪﺗﻪ ﺳﻴﺪ ﺍﻟﻤﺮﺳﻠﻴﻦ ﺍﻣﺎﻡ
    ﺍﻟﻤﺮﺳﻠﻴﻦ ﺧﺎﺗﻢ ﺍﻟﻨﺒﻴﻦ ﻭ ﺍﻟﻨﻮﺭ ﺍﻟﻤﺠﺴﻢ ﺣﺒﻴﺐ ﺍﻟﻠﻪ
    ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻧﻮﺭﺍ ﻳﺘﻼ ﻻﺳﻨﺎﻩ
    বাংলা উচ্চারন : নাহমাদুহূ
    ওয়া নুছল্লী ওয়া নাসাল্লিমু
    আলা রসূলিহিল কারীম
    ওয়া আলা আলিহী ওয়া আছহাবিহী আজমাঈন।
    বিসমিল্লাহির রহমানির রহীম।
    ওয়া লাম্মা তাম্মা মিন
    হামলিহী ছল্লাল্লাহু
    আলাইহি ওয়া সাল্লামা সিত্তাতু
    আশহূরিন আলা মাশহুরিল আক্বওয়ালিল
    মারবিয়্যাহ। তুউফফিয়া বিল মাদীনাতিল
    মুনাওওয়ারাতিশ শরীফাতি হাদ্বারাত
    যাবিহুল্লাহিল মুকাররম আবুহু ছল্লাল্লাহু
    আলাইহি ওয়া সাল্লাম।
    ওয়া কানা কাদিজতাযা বি আখওয়ালিহী বানী আদিয়্যিম
    মিনাত ত্বয়িফাতিন নাজ্জারিয়্যাহ।
    ওয়া মাকাছা ফীহিম শাহরাং সাক্বীমাইঁ
    ইউয়ানূনা সুক্বমাহূ ওয়া শাকওয়াহ।
    ওয়া লাম্মা তাম্মা মিন
    হামলিহী ছল্লাল্লাহু
    আলাইহি ওয়া সাল্লাম আলার
    রাজিহি তিসয়াতু
    আশহূরিং ক্বামারিয়্যাহ। ওয়া আনা লিয
    যামানি আইঁ ইয়াংজালিয়া আনহু ছদাহ।
    হাদ্বারাত সাইয়্যিদাতা নিসায়িল
    আলামীনা উম্মাহূ ছল্লাল্লাহু
    আলাইহি ওয়া সাল্লামা লাইলাতা মাওলিদিহী হাদ্বারাত
    উম্মুল বাশারি আলাইহাস সালাম
    ওয়া হাদ্বারাত উম্মু যাবীহিল্লাহিল
    উলা ওয়াছ ছানিয়াতু আলাইহাস সালাম
    ওয়া হাদ্বারাত রব্বাতু
    কালীমিল্লাহি আলাইহাস সালাম
    ওয়া হাদ্বরাত উম্মু রূহিল্লাহি আলাইহাস
    সালাম ফী নিসওয়াতিম মিনাল মিনাল
    হাযীরাতিল কুদসিয়্যাহ। ওয়া আখাযাহাল
    মাখাদ্ব ফাওয়ালাদাতহু সাইয়্যিদাল
    মুরসালীন ইমামাল মুরসালীন খাতামান
    নাবিয়্যিন ওয়ান নূরাল মুজাসসাম
    হাবীবাল্লহ ছল্লাল্লাহু
    আলাইহি ওয়া সাল্লাম নূরাইঁ
    ইয়াতালা’লা উসিনাহ।
    (তারপর সকলেই ক্বিয়াম শরীফ করবেন
    বা দাঁড়িয়ে মুহব্বতের সাথে নিম্নোক্ত
    ভাবে সালাম পেশ করবেন এবং প্রতিবার
    সালমের
    সাথে একটি করে ক্বাছীদা শরীফ
    পড়বেন )
    ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻲ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ + ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ
    ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ
    ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻲ ﺣﺒﻴﺐ ﺍﻟﻠﻪ + ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ
    ﺍﻟﺴﻼﻡ ﻋﻠﻴﻜﻢ ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ + ﺍﻟﺴﻼﻡ ﻋﻠﻴﻜﻢ ﻳﺎ ﻧﺒﻲ
    ﺍﻟﻠﻪ
    ﺍﻟﺴﻼﺍﻡ ﻋﻠﻴﻜﻢ ﻳﺎ ﺣﺒﻴﺐ ﺍﻟﻠﻪ + ﺻﻠﻮﺕ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻜﻢ
    বাংলা উচ্চারণ :
    ছল্লাল্লাহু আলা রসূলিল্লাহ +
    ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ।
    ছল্লাল্লাহু আলা হাবীবিল্লাহ +
    ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ।
    আসসালামু আলাইকুম ইয়া রসূলাল্লাহ +
    আসসালামু আলাইকুম
    ইয়া নাবিইয়্যাল্লাহ।
    আসসালামু আলাইকুম ইয়া হাবীবাল্লাহ+
    ছলাওয়াতুল্লাহি আলাইকুম।
    ইয়া নবী সালাম বেশুমার !
    আমরা যে উম্মত গুনাহগার।
    কে আছে মোদের ত্বরাবার, সুপারিশ
    বিনে আপনার।
    আসসালামু আলাইকুম ইয়া রসূলাল্লাহ +
    আসসালামু আলাইকুম
    ইয়া নাবিইয়্যাল্লাহ।
    আসসালামু আলাইকুম ইয়া হাবীবাল্লাহ+
    ছলাওয়াতুল্লাহি আলাইকুম।
    মওতের কঠিন সময়ে, পাই যেন আপনায়
    দেখিবারে।
    মোদের লাশ কবরে রাখিলে, ঠাঁই দিয়েন
    পাক ক্বদমেতে।
    আসসালামু আলাইকুম ইয়া রসূলাল্লাহ +
    আসসালামু আলাইকুম
    ইয়া নাবিইয়্যাল্লাহ।
    আসসালামু আলাইকুম ইয়া হাবীবাল্লাহ+
    ছলাওয়াতুল্লাহি আলাইকুম।
    ইয়া রসূলাল্লাহ ! ইয়া হাবীবাল্লাহ !
    ছলাত ও সালাম নিন যামানার মুজাদ্দিদ
    উনার।
    দরূদ ও সালাম নিন হযরত আহলে বাইত
    শরীফ উনাদের।
    না’ত ও সালাম নিন এই উম্মাহর।
    উম্মত যে আমরা আপনার !
    আসসালামু আলাইকুম ইয়া রসূলাল্লাহ +
    আসসালামু আলাইকুম
    ইয়া নাবিইয়্যাল্লাহ।
    আসসালামু আলাইকুম ইয়া হাবীবাল্লাহ+
    ছলাওয়াতুল্লাহি আলাইকুম।
    ( সালাম শরীফ শেষে এরপর সবাই
    বসে পাঠ করবেন )
    ইয়া রব্বি ছল্লি ওয়া সাল্লিম দায়িমান
    আবাদান আবাদা॥
    খায়রি খালক্বি কুল্লিহিম, ভেজ আয় রব
    মেরে দরূদ আওর সালাম বর গুযীদা নবী পর
    আপনি মুদাম।
    বালাগাল উলা বিকামালিহি +
    কাশাফাদদুজা বিজামালিহি।
    হাসুনাত জামিইউ খিছলীহি + ছল্লু
    আলাইহি ওয়া আলিহি।
    সাল্লিমু ইয়া ক্বাওমুবাল ছল্লু
    আ’লা ছদরীল আমীন।
    মুছত্বফা মা জা’য়িল্লা রহমাতাল্লিল
    আ’লামীন।
    আত্বিরিল্লাহুম্মা ক্বাবরাহুল কারীম +
    বিআরফী শাযয্যিয়্যাম ছলাতিউ
    ওয়া তাসলীম।
    আল্লাহুমা ছল্লি ওয়া সাল্লীম
    ওয়া বারিক আলাইহি।
    ( অতঃপর ছওয়াব
    রেসানী করে দোয়া মুনাজাত
    করতে হবে )
    ছওয়াব রেসানী করার নিয়ম-
    ১) ইস্তিগফার শরীফ তিনবার
    ( আসতাগফিরুল্লাহা রব্বি মিন
    কুল্লি জাম্বিউঁ ওয়াতুবু ইলাইহি ……)
    ২) আউযুবিল্লাহ শরীফ ও বিসমিল্লাহ
    শরীফ সহ সূরা ফাতিহা শরীফ একবার।
    ৩) বিসমিল্লাহ শরীফ সহ সূরা ইখলাছ
    ( কুল হুয়াল্লাহ শরীফ) তিনবার।
    ৪) দরূদ শরীফ পাঁচ বার
    দরূদ শরীফ –
    আল্লাহুম্মা ছল্লী আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা হাবীবিনা শাফিয়্যিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম।

    অতপর হাত উঠিয়ে অত্যন্ত মুহব্বতের
    সাথে দৃঢ় চিত্তে হাবীবুল্লাহ হুজুর পাক
    ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
    উসীলা দিয়ে দোয়া করতে হবে।
    এবং দোয়ার শুরুতে,
    মাঝে এবং শেষে অবশ্যই দরূদ শরীফ পাঠ
    করতে হবে।
    আজকে যেহেতু খাছ নিয়ামত বন্টনের
    রাত তাই আমরা দোয়া করবো,
    ইয়া আল্লাহ পাক ! পবিত্র সাইয়্যিদুল
    আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে,
    আমাদের পূর্ববর্তী সকল গুনাহ
    খতা ক্ষমা করুন এবং ইন্তেকালের আগ
    পর্যন্ত সকল গুনাহ থেকে হিফাজত করুন।
    আপনার হাবীব হুজুর পাক ছল্লাল্লাহু
    আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বত
    এবং আহলে বাইত শরীফ উনাদের মুহব্বত
    আমাদের অন্তর পরিপূর্ণ করে দিন।
    সুন্নতের পূর্ণ পায়রবী করার তৌফিক দান
    করুন। সমগ্র দুনিয়াতে সকল
    স্থানে সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন
    করার তৌফিক দান করুন। খাছ
    করে সবাইকে যামানার ইমাম ও মুজাদ্দিদ
    উনাকে চিনার তৌফিক দান করুন।
    আমাদের অন্তরের সকল নেক দোয়া নেক
    আরজী কবুল করে নিন !!
    আমীন ! আমীন ! আমীন !
    পরিশেষে এই বিশেষ একটি ক্বওল শরীফই
    সকল মুসলমানের জন্য যথেষ্ট, হযরত
    আলি কাররামাল্লাহু ওয়জহাহু আলাইহিস
    সালাম বলেন-
    ﻣَﻦْ ﻋَﻈَّﻢَ ﻣَﻮْ ﻟِﺪِ ﺍﻟﻨَّﺒِﻰ ﺻَﻠّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَ ﺳَﻠَّﻢَ ﻭَﻛَﺎﻥَ
    ﺳَﺒَﺒَﺎ ﻟِﻘﺮﺍ ﺗﻪ ﻻ ﻳَﺨﺮﺝ ﻣِﻦَ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ ﺍِﻻ َّﺑِﺎﻻِ ﻳْﻤَﺎﻥِ ﻭَﻳَﺪْﺧُﻞُ
    ﺍﻟﺠَﻨَّﻪَ ﺑِﻐَﻴْﺮِ ﺣِﺴَﺎﺏ
    অর্থাৎ-
    “যে ব্যক্তি মীলাদুন্নবী সাল্লাল্লাহু
    আলাইহি ওয়া সাল্লাম-উনাকে সম্মান
    করবে হবে সে ঈমানের সাথে মৃত্যুবরণ
    করবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ
    করবে”।
    দলীল-
    √আন নেয়মাতুল কুবরা আলাল আলাম,
    পৃষ্ঠা নং-৮
    না’রায়ে তাকবীর ! আল্লাহু আকবার !
    না’রায়ে রিসালাত ! ইয়া রসূল্লাল্লাহ
    ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম !!
    সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মুবারক হো !
    ঈদে আযম মুবারক হো !
    ঈদে আকবার মুবারক হো !
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: পবিত্র মীলদ শরীফ ও ক্বিয়াম শরীফ পাঠ করার ছহীহ ও সুন্নতী তরতীব জেনে নিন.............. Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top