728x90 AdSpace

  • Latest News

    খোলা চিঠি ও উদাত্ত আহ্বান এবছরের জন্য “পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ”, “পবিত্র সাইয়্যিদে ঈদে আ’যম”, “পবিত্র সাইয়্যিদে ঈদে আকবর” “পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” উনার শামসী তারিখ- ১৫ সাবি’ আর ঈসায়ী তারিখ- আগামী ১৩ ডিসেম্বর; ছুলাছা বা মঙ্গলবার। বৎসরের সর্বশ্রেষ্ঠ এ মুবারক দিনটি সর্বোত্তমভাবে পালনের জন্য সর্বোচ্চ তৎপরতা এবং সক্রিয় অংশগ্রহণ তথা ব্যাপক জাঁকজমক, শান-শওকত ও মহা আড়ম্বরপূর্ণভাবে পালনের লক্ষ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল প্রধানদের সমীপে

    মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। স্বাধীনদেশে শিক্ষা একটি স্বতঃস্ফুর্ত অধিকার। শিক্ষা জাতির মেরুদ-। শিক্ষিত দেশবাসী সভ্যতার সমৃদ্ধি ঘটায়। সুষম বণ্টনে সহায়ক হয়। শিক্ষার আলো উন্নত চরিত্র গঠন করে। শিক্ষা- মানুষের সমুন্নত মনন তৈরি করে। শিক্ষা- মানুষের মধ্যে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সামাজিক ও নৈতিক মূল্যবোধ তৈরি করে। শিক্ষা- মানুষকে মহান আল্লাহ পাক উনার ও উনার মাখলুকাতের প্রতি দায়িত্ব পালনে সচেতন করে। শিক্ষা- মানুষকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে।
    মুহতরাম, দেশ আজ দুর্নীতির ভারে জর্জরিত। সরকারের বিচার-বিভাগ, পুলিশ বিভাগ, প্রশাসন সবক্ষেত্রেই দুর্নীতির করাল থাবা বিস্তার করেছে। মুহতরাম, স্বাধীনতাউত্তর এযাবৎ দেশে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি নয়, বরং লাখ লাখ কোটি টাকার দুর্নীতি হয়েছে, হচ্ছে। এসব দুর্নীতির সাথে মন্ত্রী, আমলা, এমপি, বিচারক, অধ্যাপক ইত্যাদি উচ্চ শিক্ষিত লোকেরাই ব্যাপকভাবে জড়িত ও এরাই বিশেষভাবে দায়ী। মুহতারাম, উচ্চ শিক্ষিত লোকদের দুর্নীতির কারণে দেশের আজ এ দৈন্যদশা। দেশের পঞ্চাশ ভাগ লোক এখন দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে অমানবিক, নিদারূণ ও মহাকরুণ জীবনযাপন করে। দেশের অধিকাংশ লোকের ‘নুন আনতে পানতা ফুরায়’ অবস্থা। নেই চিকিৎসা, নেই বাসস্থান, নেই বৃদ্ধ বয়সে এতটুকু আশ্রয়। চাল-চুলাহীন, ভূমিহীন হয়ে বসবাস করছে কোটি কোটি মানুষ। মুহতারাম, অথচ এদেশ সোনার বাংলা। এদেশের মাটিতে সোনা ফলে। এদেশের মাটির তলে সোনা আছে। এদেশের ব্যবসা-শিল্প সবক্ষেত্রে রয়েছে সোনালী সমৃদ্ধি। এদেশের কোটি জনশক্তি প্রতিবছর দেশে সোনার রেমিটেন্স পাঠায়। মুহতারাম, দেশে সুষম বণ্টন থাকলে, দেশে দুর্নীতি না থাকলে এদেশের একটি লোকও দরিদ্র থাকতো না। এবং ২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের দেশ নয়; বরং এখনই এদেশ সর্বোচ্চ সচ্ছল আয়ের দেশ হতে পারতো। মুহতারাম, অতি নিশ্চিত এবং একান্ত সম্ভাবনা থাকার পরও তা না হওয়ার কারণ হচ্ছে, দেশের শিক্ষার্থী তথা শিক্ষকরা আজ সম্মানিত ইসলামী মূল্যবোধের আলোকে চলছে না। বরং তারা প্রগতির নামে কুপ্রবৃত্তির পথে চলছে। মুহতারাম, দুঃখজনক হলেও সত্য যে, শিক্ষার কাঙ্খিত সুফল, শিক্ষার মনোরম পরিবেশ আমরা একদিকে শিক্ষার্থীদের মাঝে মোটেও পাচ্ছি না। এমনকি দেশের নামী সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও চরিত্রহীনতা তথা ছাত্রীদের সম্ভ্রমহরণ ও নিপীড়নের কলঙ্ক থেকেও বাদ যাচ্ছে না। মুহতারাম, কুপ্রবৃত্তির দ্বারা পরিচালিত হয়ে কোমলমতি শিক্ষার্থীরা হাজারো অপকর্মের হোতা হয়ে সংবাদ শিরোনাম হচ্ছে। মুহতারাম, ছাত্ররা নানা রকম জঘন্য অপকর্ম, ছাত্রীদের উপর নির্যাতন প্রতিপক্ষের উপর হামলা, শিক্ষকদেরকে লাঞ্ছিত, সাংবাদিকদেরকে লাঞ্ছিত করা নিজেদের মধ্যে সংঘর্ষসহ নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে যাচ্ছে। মুহতারাম, ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত দেশের এ অবস্থা তো হতে পারে না। কারণ এদেশের ৯৮ ভাগ শিক্ষার্থী মুসলমান। তারা শান্তির দ্বীন- পবিত্র ‘ইসলাম’ উনার উপর বিশ্বাসী। আর পবিত্র দ্বীন ইসলাম উনার উপর বিশ্বাসী ছাত্ররা তথা মানুষরা তথা মুসলমানরা দুর্নীতিগ্রস্ত হতে পারে না। দয়া-মমতাহীন হতে পারে না। পরের হক নষ্ট করতে পারে না। নৈতিকতাবিহীন কাজে মশগুল হতে পারে না। নারীর প্রতি আগ্রাসী হতে পারে না। নারীর প্রতি অসম্মান দেখাতে পারে না। মুহতারাম, তারপরেও তা হচ্ছে। অথচ এ প্রেক্ষাপটে নিত্যনতুন আইনও হচ্ছে। কিন্তু তারপরেও সুফল মিলছে না। মুহতারাম, এর একমাত্র কারণ হচ্ছে, এদেশের শতকরা ৯৮ ভাগ অধিবাসী মুসলমান হওয়া সত্ত্বেও তাদের শিক্ষাকে, তাদের মনোবৃত্তিকে পবিত্র দ্বীন ইসলাম উনার ভিত্তিতে উজ্জীবিত করা হচ্ছে না। মুসলমানদেরকে সম্মানিত ইসলামী মূল্যবোধের প্রতি আকর্ষিত করা হচ্ছে না। সম্মানিত ইসলামী মূল্যবোধের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হচ্ছে না। মুহতারাম, এদেশের ৯৮ ভাগ অধিবাসী মুসলমান উনাদের মূল শিক্ষা এবং প্রধান মূল্যবোধ হলো- পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর, পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা। কারণ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সৃষ্টি করা না হলে আবুল বাশার হযরত আদম ছফিউল্লাহ আলাইহিস সালাম উনিসহ কোনো হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে সৃষ্টি করা হতো না এবং উনাদের বিশেষ কোনো ঘটনাও সংঘটিত হতো না। সঙ্গতকারণেই সম্মানিত ইসলামী শরীয়ত এ সুমহান দিনটিকে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর বলে ঘোষণা করেছেন এবং এ ঈদ পালন বা উদযাপন করাকে ফরযে আইন করে দিয়েছেন। এ প্রসঙ্গে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি উম্মাহকে জানিয়ে দিন, মহান আল্লাহ পাক তিনি ফজল-করম এবং রহমত মুবারক হিসেবে উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যে হাদিয়াস্বরূপ দিয়েছেন সেজন্য তারা যেন খুশি প্রকাশ করে। (তোমরা যত কিছুই করো না কেন) এ খুশি প্রকাশ করাই হচ্ছেন সমগ্র কায়িনাতের জন্য সবচেয়ে বড় ও সর্বোত্তম নিয়ামত।” (পবিত্র সূরা ইউনুস শরীফ : পবিত্র আয়াত শরীফ ৫৫-৫৮) মহান আল্লাহ পাক তিনি সমস্ত মাখলূকাত সৃষ্টি করেছেন তথা মহান আল্লাহ পাক উনার রুবুবিয়তই প্রকাশ করেছেন সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে ঈদ পালন করার উদ্দেশ্যে। মুহতারাম, পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তথা পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ উনার শান ও মান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু গভীরভাবে বিশ্বাস করতেন বলেই তিনি এদিনে সরকারি ছুটির ব্যবস্থা করেছেন। বঙ্গভবনে পবিত্র মীলাদ শরীফ পাঠ করার ব্যবস্থা করেছেন এবং এ দ্বীনি বিশ্বাস ও চেতনা থেকেই স্বাধীনতাউত্তরকাল হতেই বাংলাদেশ সরকারের সব স্কুল-কলেজে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তথা পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ পালন করা হয়। : নিবেদক : আল্লামা মুহম্মদ মাহবুব আলম সম্পাদক- দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাত সভাপতি- সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ আন্তর্জাতিক উদযাপন কমিটি। কেন্দ্রীয় আহবায়ক- আঞ্জুমানে আল বাইয়্যিনাত, বাংলাদেশ। (রাজাকার, সন্ত্রাসবাদ, মৌলবাদ বিরোধী ও ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচনকারী সম্পূর্ণ অরাজনৈতিক একটি দ্বীনি মজলিস।)

    http://al-ihsan.net/FullText.aspx?subid=4&textid=10220
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: খোলা চিঠি ও উদাত্ত আহ্বান এবছরের জন্য “পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ”, “পবিত্র সাইয়্যিদে ঈদে আ’যম”, “পবিত্র সাইয়্যিদে ঈদে আকবর” “পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” উনার শামসী তারিখ- ১৫ সাবি’ আর ঈসায়ী তারিখ- আগামী ১৩ ডিসেম্বর; ছুলাছা বা মঙ্গলবার। বৎসরের সর্বশ্রেষ্ঠ এ মুবারক দিনটি সর্বোত্তমভাবে পালনের জন্য সর্বোচ্চ তৎপরতা এবং সক্রিয় অংশগ্রহণ তথা ব্যাপক জাঁকজমক, শান-শওকত ও মহা আড়ম্বরপূর্ণভাবে পালনের লক্ষ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল প্রধানদের সমীপে Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top