আওলাদে রসূল, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, আল মুজাদ্দিদুল আ’যম মামদূহ হযরত মুর্শিদ আলাইহিস সালাম উনার মুবারক আহলিয়া সাইয়্যিদাতুন্ নিসা, বাহরুল আলীমা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের খাছ ক্বায়িম-মক্বাম হয়ে হক্ব পথের দিকে বেপর্দা, বেশরা দুনিয়ার মোহে মোহগ্রস্তা বেহায়া পথহারা মহিলাদেরকে ডাকছেন, তাদেরকে হক্ব পথের দাওয়াত দিচ্ছেন।
আইয়ামে জাহেলিয়াতের প্রতিচ্ছবি ফুটে উঠেছে আজ সমগ্র বিশ্বে। পবিত্র দ্বীন ইসলাম শুধু নামেই বিদ্যমান। মুসলমান শুধু নামেই মুসলমান। প্রকৃত মুসলিমা মহিলা খুঁজে পাওয়া আজ বড় দায়। বর্তমানে একজন মুসলিমা মহিলা আর একজন বিধর্মী মহিলার মধ্যে বাহ্যিক অবয়বে কোনো পার্থক্য নাই। আজ মুসলিমা মহিলারা হারাম কাজের মহাসাগরে হাবুডুবু খাচ্ছে। হারাম হালালের কোনো পার্থক্য নেই তাদের মাঝে। এটাই কি মুসলিমা মহিলার পরিচয়? এটাই কি পবিত্র দ্বীন ইসলাম উনার শিক্ষা? এটাই কি হক্ব পথ? মুসলিম মহিলা আজ আত্মভোলা, পথহারা, বেদিশা, ধ্বংসের সাগরে ডুবন্ত। সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের হাক্বীক্বী ক্বায়িম-মক্বাম হয়ে উনাদের মুবারক গুণে গুণান্বিত হয়ে উনাদের সুমহান কাজ করে যাচ্ছেন।
বেপর্দা, বেহায়া, বেশরা, পথহারা, মুসলিমা মহিলাদেরকে হাক্বীক্বী মুসলমান করার জন্য হক্বের দিকে ডাকছেন। তাদের ইছলাহর জন্য দিন রাত নিরন্তর প্রচেষ্টা-চালিয়ে যাচ্ছেন। পবিত্র ইসলামী শিক্ষায় তাদেরকে সুশিক্ষিত করছেন। জাহিলিয়াতের ন্যায় গভীর অন্ধকার দূর করে দিয়ে, পবিত্র দ্বীনে হক্ব তথা পবিত্র দ্বীন ইসলাম উনাকেই জাহান মাঝে সুপ্রতিষ্ঠিত করছেন। পথহারা মহিলাদের পবিত্র ঈমান-আমল হিফাযত করছেন।
কাজেই প্রত্যেক মুসলমান মহিলার উচিত হবে সাইয়্যিদাতুন নিসা, হাবীবাতুল্লাহ, বাহরুল আলীমা ক্বায়িম-মক্বামে উম্মাহাতুল মু’মিনীন হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক ছোহবত শরীফে এসে হক্বটা জেনে নিজেদের পবিত্র ঈমান-আমল-আক্বীদা হিফাযত করা। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি সকল পথহারা, বেপর্দা, বেহায়া মহিলাদেরকে উনার মুবারক ছোহবত শরীফ-এ আসার তাওফীক দান করুন। আমীন!http://al-ihsan.net/FullText.aspx?subid=2&textid=14745
- Blogger Comments
- Facebook Comments
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন