728x90 AdSpace

  • Latest News

    নকশায়ে উম্মাহাতুল মু’মিনীন, উম্মুল উমাম হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি মুসলিম মহিলা জাগরণের অগ্রদূত

    বাংলাদেশে যত মানুষ আছে তার প্রায় অর্ধেকেই হচ্ছে মহিলা। প্রায় ২০ কোটি জনগণের শতকরা ৯৮ ভাগই মুসলমান। আর এই ২০ কোটি মুসলমানের অর্ধেকের কাছাকাছি মহিলা। ওই মুসলিম দাবিকারী মহিলাদের কাছে প্রশ্ন রাখছি, কেন ইসলামের দুশমন, ইহুদী-নাছারা, বৌদ্ধ, হিন্দুদের কৃষ্টি-কালচারে নিজেদেরকে ভাসিয়ে দেয়া হচ্ছে? কেন লাক্স সুন্দরী প্রতিযোগিতায় নিজেদের বেপর্দা করা হচ্ছে? কেন গান-বাজনা, নাচসহ অভিনয়, শো-বিজে নিজেদের ইজ্জতকে বিলীন করে পুরুষদের মনোরঞ্জন করা হচ্ছে? কেন হারাম খেলাধুলার নামে নিজেদেরকে বিবস্ত্র করে মহিলাত্বকে ডাস্টবিনে ছুঁড়ে দেয়া হচ্ছে? কেন অশ্লীল উপন্যাস, ম্যাগাজিনে, অশ্লীল ভঙ্গির ছবি ছাপিয়ে আনন্দবোধ করা হচ্ছে? কেন অবৈধ পন্থায় পার্ক, সিনেমা, রেস্তোরাঁসহ বিবিধ অনৈসলামিক রঙ্গনামায় তথা কুৎসিত অনুষ্ঠানগুলোতে পরপুরুষের সাথে জড়িয়ে নিজেদের প্রফুল্ল ভাবছে? হায়! মুসলিম মহিলা কী তাদের মহিলাত্বকে প্রগতির মহাসাগরে ভাসিয়ে দিবে? না, না, এ হতে পারে না। বিশ্ব ইতিহাসে মুসলিম মহিলারাই চমক লাগিয়ে দিয়েছে সভ্যতার, শিষ্টতার, জ্ঞান-বিজ্ঞানের, সামাজিকতার, অর্থনৈতিক, সমরনৈতিক, সাংসারিক, পারিবারিক, শিক্ষানৈতিক তথা জীবনের সর্বত্রই সফলতার চির আদর্শ। উনারা উজ্জ্বল নক্ষত্রের ন্যায় আজও জ্বলছেন। সুবহানাল্লাহ! কেন তাহলে মুসলিম মহিলারা গাফিল থেকে নিজেদের চিরজাহান্নামী করে। নাউযুবিল্লাহ! আমিও একজন মুসলিম মহিলা। তাই মহিলাদের প্রতি টান থাকাটাই স্বাভাবিক। আসুন! আমরা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র জীবনী মুবারক নিয়ে আলোচনা করি, মাহফিল করি, মহিলাদের মাঝে উনার আদর্শকে তুলে ধরি। তাহলেই আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ।
    http://al-ihsan.net/FullText.aspx?subid=2&textid=14742
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: নকশায়ে উম্মাহাতুল মু’মিনীন, উম্মুল উমাম হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি মুসলিম মহিলা জাগরণের অগ্রদূত Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top