728x90 AdSpace

  • Latest News

    মুবারক হো! পবিত্র রবীউল আউওয়াল মাস- সর্বশ্রেষ্ঠ এই মাসের সম্মান রক্ষা করতে পারলেই প্রত্যেক মুসলমান সম্মানিত হবেন

    পবিত্র কুরআন শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- যিনি যতবেশি মুত্তাকী ও আল্লাহওয়ালা, মহান আল্লাহ পাক উনার নিকট তিনি ততবেশি সম্মানিত। সুবহানাল্লাহ। (পবিত্র সূরা হুজরাত শরীফ: আয়াত শরীফ ১৩) শাহরুল আযম পবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস হলো- এমন একটি সুমহান পবিত্রতম মাস যে মাসে যিনি ক্বায়িনাতের মূল অর্থাৎ যে উসীলা মুবারকে সমস্ত কিছু সৃষ্টি, সেই মহান হাবীব ও রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্রতম এই মাসের ১২ই শরীফ মুবারকে বিলাদতী শান মুবারক ও বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! পবিত্রতম ১লা রবীউল আউওয়াল শরীফ- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র মক্কা শরীফ থেকে পবিত্র মদীনা শরীফে ‘পবিত্র হিজরত মুবারক’ করার মহাসম্মানিত দিন। সুবহানাল্লাহ! মহাপবিত্র আযীমুশ্ শান ২রা রবীউল আউওয়াল শরীফ- ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আন নূরুছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! বেমেছাল ফযীলতপূর্ণ ৩রা রবীউল আউওয়াল শরীফ- সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবতে আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! সুমহান বরকতময় মহাপবিত্র আযীমুশ শান ৪ঠা রবীউল আউওয়াল শরীফ- ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আন নূরুছ ছালিছ আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস। সুবহানল্লাহ! মহাপবিত্র আযীমুশ শান ৫ই রবীউল আউওয়াল শরীফ- সাইয়্যিদাতু নিসায়ি আলামীন সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস। সুবহানাল্লাহ মহাপবিত্র আযীমুশ শান ৮ই রবীউল আউওয়াল শরীফ- ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আন নুরুছ ছানী আলাইহিস সালাম তিনি মহাসম্মানিত বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ সুমহান বরকতময় মহাপবিত্র আযীমুশ শান ১০ই রবীউল আউওয়াল শরীফ- উম্মু রসূলিনা, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ সুমহান বরকতময় মহাপবিত্র আযীমুশ শান ১০ই রবীউল আউওয়াল শরীফ- ইবনু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আন নুরুর রাবী আলাইহিস সালাম তিনি মহাসম্মানিত বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! পবিত্রতম ১৩ই রবীউল আউওয়াল শরীফ- আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া হযরত ছিদ্দীক্বে আক্ববর আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক গ্রহণ দিবস। সুবহানাল্লাহ! মূলত, পবিত্রতম ১২ই শরীফসহ এত এত বরকতময় বিষয়সমূহের সংশ্লিষ্টতাই বরকতময় এই মাসকে শাহরুল আ’যম তথা শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছে। সুবহানাল্লাহ! আর মুসলমান-ঈমানদারদের জন্য তাক্বওয়া অর্জন তথা আল্লাহওয়ালা হওয়ার অন্যতম ও শ্রেষ্ঠতম মাস হলো এই পবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস। যারা রবকতময় এই মাস উনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও মুহব্বত করতে পারবে তাদের পক্ষেই মুত্তাক্বী হওয়া সম্ভব। তারাই মহান আল্লাহ পাক উনার নিকট সম্মানিত হবে এবং তারাই সর্ব প্রকার অসম্মান, জুলুম-নির্যাতন ও বালা-মুছীবত থেকে হিফাযত হবে। ইনশাআল্লাহ!
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: মুবারক হো! পবিত্র রবীউল আউওয়াল মাস- সর্বশ্রেষ্ঠ এই মাসের সম্মান রক্ষা করতে পারলেই প্রত্যেক মুসলমান সম্মানিত হবেন Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top