পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “সাবধান! মহান আল্লাহ পাক উনার ওলীগণের কোনো ভয় নেই, চিন্তা-পেরেশানী নেই।” মহান আল্লাহ পাক তিনি অন্য পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “তোমরা সকলেই ওলীআল্লাহ হয়ে যাও।” এভাবে অনেক পবিত্র আয়াত শরীফ আমরা পবিত্র কুরআন শরীফ খুললেই দেখতে পাই। পবিত্র কুরআন শরীফ উনার এই পবিত্র আয়াত শরীফ উনার দিকে দৃষ্ট্পিাত করলেই বুঝতে পারবো, মহান আল্লাহ পাক তিনি যেহেতু বলেছেন যে, “তোমরা সকলেই ওলীআল্লাহ হয়ে যাও।”
আমরা কিভাবে ওলীআল্লাহ হবো তাও সেহেতু তো তিনি বলে দিয়েছেন। তিনি অপর জায়গায় বলেছেন, “আমাকে যে বা যারা পাওয়ার জন্য সর্বাধিক প্রচেষ্টায় রত থাকবে তাকে আমাকে পাওয়ার জন্য সকল পথ বলে দিবোই দিবো।” সুবহানাল্লাহ! সংক্ষেপে বলতে হলে বলতে হয় যে, মহান আল্লাহ পাক উনাকে, মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পেতে হলে, হাছিল করতে হলে অবশ্যই একজন হক্কানী রব্বানী ওলীআল্লাহর নিকট বাইয়াত হওয়া ফরয।
বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ ওলীআল্লাহ, কুতুবুয্ যামান, মুজাদ্দিদে যামান হচ্ছেন রাজারবাগ দরবার শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম। মহান আল্লাহ পাক উনার কি দয়া, কি ইহসান যে, এতো বড় মুজাদ্দিদ, এতো বড় মহান মুর্শিদ, মহান শায়খ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র রাজারবাগ শরীফ উনার মধ্যে অবস্থান করছেন! মহান আল্লাহ পাক উনার, মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ থেকে এত বড় নিয়ামত পেয়েও যদিও আমরা হেলায় অবহেলায় দূরে পড়ে থাকি তাহলে কাল কিয়ামতের দিনে মহান আল্লাহ পাক উনার দরবারে আমরা কি জবাব দিবো? তখন তো কোনো ভাষাই খুঁজে পাওয়া যাবে না।
উল্লেখ্য, প্রতি যামানায় উনারাই সেরা মানুষ যারা ঐ যামানার মুজাদ্দিদের হাতে বাইয়াত হয়েছে, মুবারক ছোহবত ইখতিয়ার করতে পেরেছে। সুতরাং এই যামানায় উনারাই কেবল সর্বোকৃষ্ট মু’মিন হবেন, সফলকামী বান্দা হবেন যারাই মুজাদ্দিদে আ’যম রাজারবাগ দরবার শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার পবিত্র হাত মুবারকে বাইয়াত হবে। এ যামানার সকলেরই দায়িত্ব-কর্তব্য হচ্ছে উনার হাতে বাইয়াত হয়ে বড় বড় ওলীআল্লাহ হওয়া। ইনশাআল্লাহ অনেকেই তো বড় বড় ওলীআল্লাহ হয়েছেন, হবেন। যদি বড় ওলীআল্লাহ নাও হতে পারেন কিন্তু হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার সিলসিলায় দাখিল হয়ে দোজাহানে ধন্য হয়ে থাকুন। মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে কবুল করুন। আমীন।
http://al-ihsan.net/FullText.aspx?subid=1&textid=12413
http://al-ihsan.net/FullText.aspx?subid=1&textid=12413

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন