728x90 AdSpace

  • Latest News

    পবিত্র রজবুল হারাম শরীফ মাস উনার বরকতময় দিবসসমূহ

    সৃষ্টির শুরু হতেই মাসের সংখ্যা বারোটি। এর মধ্যে চারটি পবিত্র মাস। তিনটি একসাথে- পবিত্র যিলক্বদ শরীফ, পবিত্র যিলহজ্জ শরীফ এবং পবিত্র মুহররম শরীফ। আর একটি আলাদা পবিত্র রজবুল হারাম শরীফ বা সম্মানিত রজব মাস।
    পবিত্র রজবুল হারাম শরীফ মাসে রয়েছে অনেক বরকত ও নিয়ামতপূর্ণ রাত এবং দিন। এ সম্মানিত মাস উনার পহেলা রাত্র দোয়া কবুলের জন্য খাছ। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে যে পাঁচ রাত্রে ইবাদত-বন্দেগী এবং দোয়া কবুলের কথা বলা হয়েছে তন্মধ্যে পবিত্র পহেলা রজব মাস উনার রাত একটি।

    ১লা রজবুল হারাম শরীফ- আবু রসূলিল্লাহ ও উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের আযীমুশ শান নিকাহ মুবারক দিবস। ২রা রজবুল হারাম শরীফ- আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস এবং ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আউওয়াল আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস।

    পবিত্র রজবুল হারাম শরীফ মাস উনার প্রথম জুমুয়াহ শরীফ রাত একটি মহাসম্মানিত রাত। এ সম্মানিত রাত উনার মর্যাদা পবিত্র লাইলাতুল ক্বদর ও পবিত্র লাইলাতুল বরাত উনাদের চেয়েও বেশি। কারণ যাঁর জন্য পবিত্র লাইলাতুল বরাত, পবিত্র লাইলাতুল ক্বদর এবং সবকিছু সৃষ্টি; সেই আখিরী নবী, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এ মুবারক রাতে উনার সম্মানিতা মাতা আলাইহাস সালাম উনার খিদমত মুবারকে কুদরতীভাবে তাশরীফ মুবারক আনেন। এ পবিত্র মাস উনার ১৩ তারিখ সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস।
    এ পবিত্র মাস উনার ১৪ তারিখ আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ষষ্ঠ ইমাম সাইয়্যিদুনা হযরত ইমাম জা’ফর ছাদিক আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
    এছাড়াও এ পবিত্র মাস উনার ২৬ তারিখ দিবাগত রাতটি হচ্ছে পবিত্র লাইলাতুল মি’রাজ শরীফ। পবিত্র লাইলাতুল মি’রাজ শরীফ উনার গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। পবিত্র লাইলাতুল মি’রাজ শরীফে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার আনুষ্ঠানিক মহান দীদার মুবারকে গিয়েছিলেন। সুবহানাল্লাহ!
    পবিত্র রজবুল হারাম মাস উনার ৬ তারিখ হচ্ছে হযরত খাজা সুলত্বানুল হিন্দ গরীবে নেওয়াজ হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছাল শরীফ দিবস। হযরত খাজা ছাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি মহান আল্লাহ পাক উনার একজন বিশিষ্ট ওলী যাঁর উসীলায় ভারতবর্ষে এক কোটিরও অধিক বিধর্মী সম্মানিত ইসলাম গ্রহণ করেছিল। সর্বোপরি পবিত্র রজবুল হারাম মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস। তাই প্রত্যেকের উচিত এ সম্মানিত মাস উনার যথাযথ হক্ব আদায় করা।
    http://www.al-ihsan.net/FullText.aspx?subid=1&textid=10851
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: পবিত্র রজবুল হারাম শরীফ মাস উনার বরকতময় দিবসসমূহ Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top