অনেক মুসলমানগণ ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’ কি? ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’ কোন মাসের কোন দিন কোন্ তারিখে, এই পবিত্র রাত্রে কি করতে হবে- তা কিন্তু জানে না। ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’ হচ্ছে পবিত্র রজবুল হারাম মাসের সম্মানিত ১ম জুমুয়াহ শরীফ রাত্র। এই মহাপবিত্র রজনীতে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিতা আম্মাজান আলাইহাস সালাম উনার পবিত্র খিদমত মুবারকে তাশরীফ নেন। মূলত, এই পবিত্রতম রাত্রিকেই ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’ বলে। সম্মানিত হাম্বলী মাযহাব উনার ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “পবিত্র শবে বরাত ও পবিত্র শবে ক্বদর উনাদের চেয়ে লক্ষ-কোটিগুণ মর্যাদায় মর্যাদাবান হচ্ছে ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’ এর রাত্রি।” সুবহানাল্লাহ! অর্থাৎ যদি ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’ সংঘটিত না হতো, তাহলে পবিত্র লাইলাতুল বরাত ও পবিত্র লাইলাতুল ক্বদর তো হতোই না, এমনকি পবিত্র ঈদুল ফিতর, পবিত্র ঈদুল আযহারও কোনো অস্তিত্বই হতো না, না হতো কুল-কায়িনাতের অস্তিত্বও। সুবহানাল্লাহ! তাহলে এই পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ রাতটি কত বড় নিয়ামত, রহমত ও মর্যাদাবান এবং মুসলমানদের জন্য কত বড় ঈদের রাত ও দিন তা কল্পনাই করা যায় না। সুবহানাল্লাহ! http://www.al-ihsan.net/FullText.aspx?subid=1&textid=10849 |
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন