728x90 AdSpace

  • Latest News

    পবিত্র রজবুল হারাম শরীফ মাস উনার গুরুত্ব উপলব্ধি করাই মুসলমানিত্বের সার্থকতা

    আমরা মুসলমান, আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। মাহে রজবুল হারাম শরীফ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মাসে রয়েছে অনেক ফযীলতপূর্ণ দিবস ও রাতের সমাহার। 

    উল্লেখ্য যে, এ পবিত্র মাস উনার সম্মানিত পহেলা রাত দোয়া কবুলের রাত। এ পবিত্র মাস উনারই প্রথম খমীস বা বৃস্পতিবার দিবাগত রাতে অর্থাৎ লাইলাতুল জুমুয়াতে সৃষ্টির মূল, প্রথম সৃষ্টি, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদাতু নিসায়ি আলামীন, ত্বহিরাতুন আজীমা সর্বশ্রেষ্ঠা সম্মানিতা ‘মা’ হযরত মা আমিনা আলাইহাস সালাম উনার খিদমত মুবারকে তাশরীফ আনেন। সুবহানাল্লাহ! সেই মহাসম্মানিত রাত্রটিকে বলা হয় ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’। আর এই ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’ হচ্ছে ফযীলপূর্ণ রাত ও দিবসের মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ!
    আর এই সম্মানিত মাস উনারই ৬ তারিখ পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন পাক-ভারত উপমহাদেশে পবিত্র দ্বীন ইসলাম উনার শ্রেষ্ঠতম হাদী। উনার উসীলায় তৎকালীন এক কোটিরও বেশি বিধর্মী মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ! তিনি হচ্ছেন সুলত্বানুল আউলিয়া, গরীবে নেওয়াজ, হাবীবুল্লাহ, হযরত খাজা সাইয়্যিদ মুহম্মদ মুঈনুদ্দীন হাসান চিশতী সানজিরী আজমিরী রহমতুল্লাহি আলাইহি।
    তাই পৃথিবীর সমস্ত মুসলমানের উপর ফরয এই পবিত্র মাহে রজবুল হারাম শরীফকে 
    তা’যীম-তাকরীম করা। মহান আল্লাহ পাক তিনি আমাদের তাওফীক দান করুন। আমীন! 
    http://www.al-ihsan.net/FullText.aspx?subid=2&textid=13494
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: পবিত্র রজবুল হারাম শরীফ মাস উনার গুরুত্ব উপলব্ধি করাই মুসলমানিত্বের সার্থকতা Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top