সম্মানিত বিশেষ দিনসমূহ
দ্বীন ইসলাম উনার বিশেষ বিশেষ দিনগুলো–
১ মুহররমুল হারাম : আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত উছমান যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক গ্রহণ।
৯–১০ মুহররমুল হারাম : পবিত্র আশূরা শরীফ।
ছফর মাসের শেষ বুধবার আখিরী চাহার শোম্বাহ।
২৮ ছফর : সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম উনার শাহাদাত দিবস ও হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার বিছাল শরীফ।
১ রবীউল আউওয়াল শরীফ : নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক হিজরত দিবস।
৭ রবীউল আউওয়াল শরীফ : ঈদে মীলাদে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম।
১১ রবীউল আউয়াল শরীফ : ফখরুল উলামা, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত মাওলানা মুহম্মদ রুকনুদ্দীন আলাইহিস সালাম উনার পবিত্র বিছাল শরীফ।
১২ রবীউল আউওয়াল শরীফ : সাইয়্যিদুল আ’ইয়াদ পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও ঈদে মীলাদে হযরত মুজাদ্দিদ আ’যম আলাইহিস সালাম।
১৩ রবীউল আউওয়াল শরীফ : আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া হযরত আবূ বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক গ্রহণ ও সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার বিছাল শরীফ।
১১ রবীউছ ছানী : ফাতিহায়ে ইয়াযদাহম।
১৯ রবীউছ ছানী : ঈদে বিলাদতে হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম।
৯ জুমাদাল ঊলা : ঈদে বিলাদতে হযরত হাদীউল উমাম আলাইহিস সালাম।
২০ জুমাদাল উখরা : ঈদে মীলাদে হযরত যাহরা আলাইহাস সালাম।
২২ জুমাদাল উখরা : আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার বিছাল শরীফ ও আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত উমর ফারূক আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক গ্রহণ।
১ রজবুল হারাম : দোয়া কবুলের রাত।
পবিত্র রজব মাস উনার ১ম জুমুয়ার রাত : লাইলাতুর রাগায়িব।
৬ রজবুল হারাম : হযরত খাজা মুঈনুদ্দীন চিশতি আযমিরী রহমতুল্লাহি আলাইহি উনার বিছাল শরীফ।
১৩ রজবুল হারাম : ঈদে মীলাদে সাইয়্যিদুনা ইমাম হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম।
১৪ রজবুল হারাম : সাইয়িদুনা ইমাম হযরত জাফর ছদিক্ব আলাইহিস সালাম উনার পবিত্র বিছাল শরীফ এবং ঈদে বিলাদতে হযরত খাজা মুঈনুদ্দীন চিশতি আযমিরী রহমতুল্লাহি আলাইহি।
২৭ রজবুল হারাম : পবিত্র শবে মি’রাজ শরীফ ও হযরত মুজাদ্দিদ আ’যম আলাইহিস সালাম উনার লাইলাতুর রাগায়িব।
৫ শা’বান : ঈদে মীলাদে ইমামুছ ছালিছ মিন আহলে বাইতি রসূলিল্লহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম ও ঈদে মীলাদে ইমামুর রাবি’ মিন আহলে বাইতি রসূলিল্লহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম যাইনুল আবিদীন আলাইহিস সালাম।
১৫ শা’বান : ঈদে মীলাদে ইমামুছ ছানী মিন আহলে বাইতি রসূলিল্লহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম ও লাইলাতুন নিছফি মিন শা’বান তথা পবিত্র শবে বরাত।
২৯ শা’বান : ঈদে বিলাদতে হযরত সাইয়্যিদাতাল উমাম আলাইহিমাস সালাম।
১ রমাদ্বান শরীফ : ঈদে বিলাদতে বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি।
৩ রমাদ্বান শরীফ : সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার বিছাল শরীফ।
৬ রমাদ্বান শরীফ : সাইয়্যিদাতুনা হযরত উম্মে কুলছুম আলাইহাস সালাম উনার বিছাল শরীফ।
৯ রমাদ্বান শরীফ : ঈদে বিলাদতে হযরত খলীফাতুল উমাম আল মানছুর আলাইহিস সালাম।
১৭ রমাদ্বান শরীফ : উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার বিছাল শরীফ, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার বিছাল শরীফ, হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বিছাল শরীফ, বদর দিবস ও ফতেহ মক্কা দিবস।
১৮ রমাদ্বান শরীফ : সাইয়্যিদাতুনা হযরত রুকাইয়া আলাইহাস সালাম উনার বিছাল শরীফ ও সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম উনার পবিত্র খিলাফত গ্রহণ।
২৭ রমাদ্বান শরীফ : পবিত্র শবে ক্বদর শরীফ।
১ শাওওয়াল : ঈদে বিলাদতে হযরত নকীবাতুল উমাম আলাইহাস সালাম ও পবিত্র ঈদুল ফিতর।
১৪ শাওওয়াল : ১৯ শাওওয়াল : ইমামুল উমাম সাইয়্যিদুনা হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম এবং উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযুর ক্বিবলা আলাইহাস সালাম উনাদের নিকাহ মুবারক।
২১ শাওওয়াল : উম্মুল মু’মিনীন, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার পবিত্র আক্বদ মুবারক।
২২ শাওওয়াল : নাকিবাতুল উমাম সাইয়্যিদাতুনা হযরত শাহযাদী উলা ক্বিবলা আলাইহাস সালাম এবং নিবরাসাতুল উমাম সাইয়্যিদাতুনা হযরত শাহযাদী ছানী ক্বিবলা আলাইহাস সালাম উনাদের নিকাহ মুবারক দিবস।
২৫ শাওওয়াল : উম্মু মুজাদ্দিদে আ’যম, ক্বায়িম মক্বামে হযরত সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হযরত দাদী হুযুর ক্বিবলা আলাইহাস সালাম উনার পবিত্রতম বিছাল শরীফ।
১৪ যিলক্বদ শরীফ : ঈদে বিলাদতে হযরত শাফীউল উমাম আলাইহিস সালাম।
৯ যিলহজ্জ শরীফ : ইয়াওমে আরাফাহ।
১০ যিলহজ্জ শরীফ : পবিত্র ঈদুল আদ্বহা।
১১-১৩ যিলহজ্জ শরীফ : আইয়ামে তাশরীক।
১৮ যিলহজ্জ শরীফ : আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত উছমান যুন নূরাইন আলাইহিস সালাম উনার মুবারক বিছাল শরীফ।
২৫ যিলহজ্জ শরীফ : আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক গ্রহণ।
২৭ যিলহজ্জ শরীফ : আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার মুবারক বিছাল শরীফ।
(মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা, রাজারবাগ শরীফ, ঢাকা)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন