ষষ্ঠ হিজরী শতাব্দীর মুজাদ্দিদ, গাউছুল আ’যম হযরত বড় পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার সম্মানিতা মাতা তিনি ছিলেন অতি পর্দানশীন ও তাক্বওয়াসম্পন্না। উনার পবিত্র রেহেম শরীফ-এ এই মহান ওলী উনার আগমন ঘটে। তাহলে যিনি সাইয়্যি
দে মুজাদ্দিদে আ’যম, যিনি সরাসরি ক্বায়িম-মাক্বামে রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিতা মাতা উনার পর্দানশীনতা ও তাক্বওয়া কত বেমেছাল ছিল, তা বলার অপেক্ষা রাখে না।
আমাদের সম্মানিতা সাইয়্যিদাহ দাদীজান ক্বিবলা আলাইহাস সালাম তিনি উনার অধিক বয়স মুবারকে অনেক কষ্ট সহ্য করে নেন কিন্তু পর্দার খিলাফ হতে পারে এই আশঙ্কায় অনেক ক্ষেত্রে চিকিৎসা গ্রহণ করেননি। তিনি সর্বক্ষণ মহান আল্লাহ পাক উনার পবিত্র দীদারে থাকতেন। উনার পার্শ্ববর্তী সবাই সর্বদা শুনতে পেতেন উনার দোয়া, দুরূদ ও তাসবীহ তাহলীল পাঠ করার সমধুর শব্দ।
মূলত, আমাদের সম্মানিতা সাইয়্যিদাহ হযরত দাদীজান ক্বিবলা আলাইহাস সালাম তিনি শুধু পর্দানশীন ছিলেন তা নয়, বরং তিনি ছিলেন সর্বোচ্চ পর্যায়ের পর্দানশীনদের জন্য মহান আদর্শ। তিনি শুধু তাক্বওয়াসম্পন্নাই ছিলেন না, তিনি ছিলেন সর্বোচ্চ পর্যায়ের তাক্বওয়াসম্পন্না হিসেবে মহান আদর্শ।
মহান দাদীজান ক্বিবলা আলাইহাস সালাম উনার পবিত্র ক্বদমে আমাদের আরজু থাকবে, তিনি যেন উনার পবিত্র নজর করমে উনার পবিত্র গুণে আমাদের গুণান্বিত হওয়ার তাওফীক দান করেন। আমীন।
আমাদের সম্মানিতা সাইয়্যিদাহ দাদীজান ক্বিবলা আলাইহাস সালাম তিনি উনার অধিক বয়স মুবারকে অনেক কষ্ট সহ্য করে নেন কিন্তু পর্দার খিলাফ হতে পারে এই আশঙ্কায় অনেক ক্ষেত্রে চিকিৎসা গ্রহণ করেননি। তিনি সর্বক্ষণ মহান আল্লাহ পাক উনার পবিত্র দীদারে থাকতেন। উনার পার্শ্ববর্তী সবাই সর্বদা শুনতে পেতেন উনার দোয়া, দুরূদ ও তাসবীহ তাহলীল পাঠ করার সমধুর শব্দ।
মূলত, আমাদের সম্মানিতা সাইয়্যিদাহ হযরত দাদীজান ক্বিবলা আলাইহাস সালাম তিনি শুধু পর্দানশীন ছিলেন তা নয়, বরং তিনি ছিলেন সর্বোচ্চ পর্যায়ের পর্দানশীনদের জন্য মহান আদর্শ। তিনি শুধু তাক্বওয়াসম্পন্নাই ছিলেন না, তিনি ছিলেন সর্বোচ্চ পর্যায়ের তাক্বওয়াসম্পন্না হিসেবে মহান আদর্শ।
মহান দাদীজান ক্বিবলা আলাইহাস সালাম উনার পবিত্র ক্বদমে আমাদের আরজু থাকবে, তিনি যেন উনার পবিত্র নজর করমে উনার পবিত্র গুণে আমাদের গুণান্বিত হওয়ার তাওফীক দান করেন। আমীন।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন