কুল-কায়িনাত
আঁধার কালো তমসায়, নিমজ্জিত ছিল যখন,
কুফরী, শিরিক আর বিদয়াতে বিপন্ন পৃথিবী,
জাহেলিয়াত বিস্তৃত হয় বিশ্ব মাঝার।
আক্বীদা, ঈমান, আমল সবই হয়ে যায় নিষ্প্রাণ।
ঠিক এমনই সময়
ইয়া! মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম
কায়িনাত মাঝে আপনার, মুবারক শুভাগমন।
দূর হয়ে যায় জাহিলিয়াত, কেটে যায় তমসা।
নূরে নূরান্বিত হয় বিশ্ব চরাচর।
রাতের আঁধার দূর হয়ে উদিত হয় নতুন সূর্য।
ইয়া! খলীফাতুল্লাহ আলাইহিস সালাম!
আপনার মুবারক নছীহতে-
ঈমান নবায়িত হয় লক্ষ কোটি প্রাণের।
নব জীবন পেয়ে তারা ঠাঁই নেয় আপনার পাক ক্বদমে।
ইস্তিক্বামত থাকার সুমহান আশায়।
ইয়া! খলীফাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
রসূলী নূরানী আওলাদ আপনি,
রসূলী মুহব্বতের সর্বোচ্চ আসনে করেন বিচরণ।
মুহব্বতের হিস্যা দানে কুল উম্মাহর ঈমান হয় নবায়ন।
নবায়িত ঈমানী জজবায়
ঘরে ঘরে তাই, জারি হলো আজ-
পবিত্র মীলাদ শরীফ সুমহান।।
ইয়া! কাইয়্যুমুয যামান আলাইহিস সালাম!
ওহাবী, খারিজী, দেওবন্দী, লা-মাযহাবী আর জামাতের দল,
চেয়েছিল মিটাতে, উঠিয়ে দিতে,
ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল উনাকে
আপনার মুবারক রোবের দাপটে, তাদের সব চক্রান্ত হয়ে যায় বিফল
কায়িনাত মাঝে জারি করেন তাই ,অনন্তকালের জন্য সুমহান মাহফিল।
সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদুল আ’ইয়াদ ।।।
এতটুকুই আরজু শুধু মামদূহ আক্বার পাক ক্বদমে,
যমীনে, কবরে, হাশরে, নশরে, জান্নাতের ঐ মঞ্জিলে,
করবো পালন সাইয়্যিদুল আ’ইয়াদ আপনাদেরই খোশ নজরে,
দিবো সবাই তাকবীর ধ্বনি- বলবো সবাই জোরে সোরে,
সাইয়্যিদুল আ’ইয়াদ জিন্দাবাদ
সাইয়্যিদুল আ’ইয়াদ জিন্দাবাদ
সাইয়্যিদুল আ’ইয়াদ জিন্দাবাদ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন