| হযরত সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি উনার ভাই ইন্তিকাল করলে সেখানে হযরত ইমামে আ’যম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি তিনি তাশরীফ নিলেন। হযরত সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি তিনি যখন হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনাকে দেখলেন তখন তিনি ভরা মজলিসে অত্যন্ত তাযীম-তাকরীমের সাথে ক্বিয়াম করলেন তথা দাঁড়িয়ে গেলেন। অতঃপর উনার সাথে মুআনাকা করলেন এবং উনাকে নিজ আসনে বসালেন।
হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার প্রতি হযরত সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি উনার এত তাযীম-তাকরীম দেখে মজলিসে উপস্থিত আবু বকর আইয়াশ নামে একজন ব্যক্তি বললো- হে আব্দুল্লাহ, আজ আপনাকে এমন এক কাজ করতে দেখলাম যা আমিও পছন্দ করিনি আমাদের সাথীরাও পছন্দ করেনি। তিনি বললেন, সেটা কী? আবু বকর আইয়াশ বললেন, ইমামে আ’যম রহমতুল্লাহি উনার আগমনে আপনি উনার জন্য ক্বিয়াম করলেন দাঁড়িয়ে গেলেন, নিজের আসন ছেড়ে দিয়ে সেই আসনে উনাকে বসালেন এবং উনাকে অত্যন্ত উঁচু সম্মান দিলেন অথচ তিনি তো আমাদের নিকট অস্বীকৃত? জবাবে হযরত সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আপনি উনার কী অস্বীকার করবেন? হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি তিনি তো ইলমের এমন এক স্থানে আছেন যে- যদি আমি উনার ইলমের কারণে না ক্বিয়াম করি তবে উনার বয়সের কারণে ক্বিয়াম করতে হয়, যদি উনার বয়সের কারণে না ক্বিয়াম করি তবে উনার ফিক্বাহ’র কারণে ক্বিয়াম করতে হয়, যদি উনার ফিক্বাহ’র কারণে না ক্বিয়াম করি তবে উনার পরহেজগারীর কারণে ক্বিয়াম করতে হয়। সুবহানাল্লাহ! (আত্ তাবাকাতুস ছানিয়্যাহ- খন্ড-১, পৃ. ৮৬, তারীখে বাগদাদ- খন্ড-১৩, পৃ. ৩৪১) |
- Blogger Comments
- Facebook Comments
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন