728x90 AdSpace

  • Latest News

    প্রত্যেক সুস্থসক্ষম প্রাপ্ত বয়স্ক ঈমানদার নর-নারীর জন্য পবিত্র রমাদ্বান শরীফ-এর রোযা রাখা ফরযে আইন

    দ্বীন ইসলামের মূল বুনিয়াদ বা ভিত্তি ৫টি। তন্মধ্যে ছাওম বা রোযা অন্যতম একটি বুনিয়াদ। প্রত্যেক নর ও নারীর জন্য রমাদ্বান শরীফ-এ পুরো মাস রোযা রাখা ফরযে আইন। মহান আল্লাহ পাক ইরশাদ করেন, “হে ঈমানদারগণ! তোমাদের উপর (রমাদ্বান শরীফ-এর) রোযা ফরয করা হয়েছে। যেমনিভাবে পূর্ববর্তীগণের উপর ফরয করা হয়েছিল। তাহলে অবশ্যই তোমরা মুত্তাক্বী হতে পারবে।” (সূরা বাক্বারা-১৮৩)

    মুসনাদু আহমদ বিন হাম্বল শরীফ, নাসায়ী শরীফ ও মিশকাতুল মাছাবীহ কিতাবুছ ছাওম তৃতীয় পরিচ্ছেদে বর্ণিত আছে, “হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সাইয়্যিদুনা হযরত রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কাছে বরকতপূর্ণ মাস রমাদ্বান শরীফ এসেছে। আল্লাহ পাক তোমাদের উপর এ মাসে (২৯ বা ৩০ দিন) রোযা রাখাকে ফরয করেছেন। এ মাসে আসমানের দরজাসমূহ খোলা হয়, জাহীম (জাহান্নাম)-এর দরজাসমূহ বন্ধ করা হয় এবং মরদূদ শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়।”
    আল্লাহ পাক উনার কালাম পাকে আরো ইরশাদ করেছেন, “যে ব্যক্তি রমাদ্বান শরীফ পাবে, সে যেন এ মাসে রোযা রাখে। অর্থাৎ তার উপর রোযা রাখা ফরয হয়ে যাবে।” (সূরা বাক্বারা-১৮৫)
    ‘মিশকাত শরীফ’ কিতাবুছ ছাওম তৃতীয় পরিচ্ছেদে বর্ণিত আছে, “হযরত সালমান ফারিসী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সাইয়্যিদুনা হযরত রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শা’বান মাসের শেষের দিকে আমাদের উদ্দেশ্যে খুতবাহ দান করলেন এবং বললেন, হে মানুষেরা! তোমাদের প্রতি ছায়া বিস্তার করেছে একটি মহান, বরকতময় মাস। এমন মাস যাতে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ একটি রাত (লাইলাতুল ক্বদর) রয়েছে। আল্লাহ পাক উহার রোযাসমূহ তোমাদের উপর ফরয করেছেন এবং উহার রাত্রিতে (তারাবীহর বিশ রাকায়াত) নামায পড়াকে করেছেন নফল (বা সুন্নতে মুয়াক্বাদাহ)
    http://al-ihsan.net/FullText.aspx?subid=2&textid=2
    উল্লিখিত আয়াত শরীফ ও হাদীছ শরীফ থেকে ফতওয়া প্রদান করা হয়েছে যে, রমাদ্বান শরীফ-এর পুরো মাস রোযা রাখা ফরযে আইন।
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: প্রত্যেক সুস্থসক্ষম প্রাপ্ত বয়স্ক ঈমানদার নর-নারীর জন্য পবিত্র রমাদ্বান শরীফ-এর রোযা রাখা ফরযে আইন Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top