পবিত্র মীলাদ শরীফ পরিচিতি এবং পালনের ফযিলতঃ
মীলাদ শব্দের অর্থ:মীলাদ ( ﻣﻴﻼﺩ ), মাওলিদ ( ﻣﻮﻟﺪ ) এবং মাওলূদ ( ﻣﻮﻟﻮﺩ ) এ তিনটিশব্দের আভিধানিক অর্থ যথাক্রমে জন্মদিন, জন্মকাল ও জন্মস্থান প্রভৃতি।*সুপ্রসিদ্ধ ‘আল মুনজিদ’ নামক আরবি অভিধানের ৯১৮ পৃষ্ঠায় রয়েছে, ﺍﻟﻤﻴﻼﺩ – ﻭﻗﺖ ﺍﻟﻮﻻﺩﺓ অর্থাৎ মীলাদ অর্থ- জন্মসময়। ﺍﻟﻤﻮﻟﺪ – ﻣﻮﺿﻊ ﺍﻟﻮﻻﺩﺓ ﺍﻭ ﻭﻗﺘﻬﺎ মাওলিদ অর্থ- জন্মস্থান অথবা জন্মসময়। ﺍﻟﻤﻮﻟﻮﺩ – ﺍﻟﻮﻟﺪ ﺍﻟﺼﻐﻴﺮ মাওলূদ অর্থ- ছোট শিশু।*অনুরূপ ‘মিসবাহুল লুগাত’ এর ৯৬৬ পৃষ্ঠায় রয়েছে, ‘মীলাদ’ অর্থ- জন্মসময়। ‘মাওলিদ’ অর্থ- জন্মস্থান অথবা জন্মসময়। ‘মাওলূদ’ অর্থ- ছোট শিশু।*‘মীলাদ’ শরীফ অর্থ সাইয়্যিদুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পবিত্র জন্মোৎসব উদ্যাপন। তাছাড়া আল্ মিসবাহুল মুনীর, ফিরুজুল লুগাত, গিয়াসুল লুগাত, লুগাতে সুরাহ, প্রভৃতি আরবি অভিধানে ‘মীলাদ’ শব্দের উপরোক্ত অর্থই উল্লেখ করা হয়েছে।*মোদ্দাকথা, ‘মীলাদ’ শব্দটি জন্মকাল বা জন্মদিন ব্যতীত অন্য কোন অর্থে ব্যবহৃত হয় না। সুতরাং মীলাদুন নবী, মাওলিদুন নবী ও মাওলূদুন নবী মুবারক শব্দগুলির অর্থ হল- সাইয়্যিদুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জন্মদিন বা জন্মকাল।*পবিত্র ইসলাম উনার পরিভাষায়, সাইয়্যিদুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার প্রতি ছলাত-সালাম পেশ করা, উনার ছানা-ছিফত করা, উনার পবিত্র বিলাদত শরীফ তথা জন্ম সংক্রান্ত ওয়াকিয়া মুবারক (ঘটনাবলী) ও তদসম্বলিত ঘটনাবলী আলোচনা করা এবং এ সংক্রান্ত অনুষ্ঠানকেই ‘মীলাদুন নবী’ বলে অভিহিত করা হয়ে থাকে। সংক্ষেপে বলাহয় ‘মীলাদ শরীফ’।**মীলাদ শরীফ পাঠ করার ফজিলত:---------------------------------------
-----*জগৎবিখ্যাত মুহাদ্দিছ আল্লামা শিহাবুদ্দীন আহমদ ইবনে হাজার মক্কী হায়তামী শাফেয়ী রহমতুল্লাহি আলাইহি উনার বিশ্বখ্যাত ‘আন নিয়ামাতুল কুবরা আলাল আলাম’ নামক কিতাবে পবিত্র মীলাদ শরীফ পাঠ করার ফযিলত ও উপকারিতা সম্পর্কে কয়েকখানা পবিত্র হাদীছ শরীফ ও জগৎবিখ্যাত ইমামদের মতামত বর্ণনা করেছেন।নিম্নে কতিপয় উল্লেখ করা হলো।***সাইয়্যিদুনা হযরত আবূ বকর ছিদ্দীক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, ﻗﺎﻝ ﺍﺑﻮﺑﻜﺮ ﺍﻟﺼﺪﻳﻖ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻣﻦ ﺍﻧﻔﻖ ﺩﺭﻫﻤﺎ ﻋﻠﻰ ﻗﺮﺍﺀﺓ ﻣﻮﻟﺪ ﺍﻟﻨﺒﻰ ﺻﻠﯽ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻛﺎﻥ ﺭﻓﻴﻖ ﻓﻰ ﺍﻟﺠﻨﺔ অর্থ: যে ব্যক্তি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পবিত্র মীলাদ শরীফ উপলক্ষে এক দিরহাম খরচ করবে সে বেহেশতে আমার সঙ্গে বন্ধু হয়ে থাকবে।***সাইয়্যিদুনা হযরত উমর ফারুক্ব ইবনে খত্ত্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন- ﻗﺎﻝ ﻋﻤﺮ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻣﻦ ﻋﻈﻢ ﻣﻮﻟﺪ ﺍﻟﻨﺒﻰ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻘﺪ ﺍﺣﻴﺎ ﺍﻟﻼﺳﻼﻡ অর্থ: যে ব্যক্তি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র মীলাদ শরীফকে সম্মান করলো, নিশ্চয়ই সে পবিত্র দ্বীন ইসলামকে জিন্দা করল।***সাইয়্যিদুনা হযরত উসমান যুন নূরাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন- ﻗﺎﻝ ﻋﺜﻤﺎﻥ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻣﻦ ﺍﻧﻔﻖ ﺩﺭﻫﻤﺎ ﻋﻠﻰ ﻗﺮﺍﺀﺓ ﻣﻮﻟﺪ ﺍﻟﻨﺒﻰ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻜﺎﻧﻤﺎ ﺷﻬﺪ ﻏﺰﻭﺓ ﺑﺪﺭ ﻭ ﺣﻨﻴﻦ অর্থ: যে ব্যক্তি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পবিত্র মীলাদ শরীফ পাঠ উপলক্ষে এক দিরহাম খরচ করল, সে যেন বদর ও হুনাইনের যুদ্ধে শরিক হল।***সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন- ﻗﺎﻝ ﻋﻠﻰ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻭﻛﺮﻡ ﺍﻟﻠﻪ ﻭﺟﻬﻪ ﻣﻦ ﻋﻈﻢ ﻣﻮﻟﺪ ﺍﻟﻨﺒﻰ ﺻﻠﻯﺎﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﻛﺎﻥ ﺳﺒﺒﺎ ﻟﻘﺮﺍﺀﺗﻪ ﻻﻳﺨﺮﺝ ﻣﻦ ﺍﻟﺪﻧﻴﺎ ﺍﻻ ﺑﺎﻻﻳﻤﺎﻥ ﻭﻳﺪﺧﻞ ﺍﻟﺠﻨﺔ ﺑﻐﻴﺮ ﺣﺴﺎﺏ অর্থ: যে ব্যক্তি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পবিত্র মীলাদ শরীফ উনার সম্মান করল,তার মৃত্যু পবিত্র ঈমানের সাথে হবে। অর্থাৎ সে পবিত্র ঈমানদার হিসেবে মারা যাবে এবং বিনা হিসেবে বেহেশতে প্রবেশ করবে। (সুবহানাল্লাহ )
মীলাদ শব্দের অর্থ:মীলাদ ( ﻣﻴﻼﺩ ), মাওলিদ ( ﻣﻮﻟﺪ ) এবং মাওলূদ ( ﻣﻮﻟﻮﺩ ) এ তিনটিশব্দের আভিধানিক অর্থ যথাক্রমে জন্মদিন, জন্মকাল ও জন্মস্থান প্রভৃতি।*সুপ্রসিদ্ধ ‘আল মুনজিদ’ নামক আরবি অভিধানের ৯১৮ পৃষ্ঠায় রয়েছে, ﺍﻟﻤﻴﻼﺩ – ﻭﻗﺖ ﺍﻟﻮﻻﺩﺓ অর্থাৎ মীলাদ অর্থ- জন্মসময়। ﺍﻟﻤﻮﻟﺪ – ﻣﻮﺿﻊ ﺍﻟﻮﻻﺩﺓ ﺍﻭ ﻭﻗﺘﻬﺎ মাওলিদ অর্থ- জন্মস্থান অথবা জন্মসময়। ﺍﻟﻤﻮﻟﻮﺩ – ﺍﻟﻮﻟﺪ ﺍﻟﺼﻐﻴﺮ মাওলূদ অর্থ- ছোট শিশু।*অনুরূপ ‘মিসবাহুল লুগাত’ এর ৯৬৬ পৃষ্ঠায় রয়েছে, ‘মীলাদ’ অর্থ- জন্মসময়। ‘মাওলিদ’ অর্থ- জন্মস্থান অথবা জন্মসময়। ‘মাওলূদ’ অর্থ- ছোট শিশু।*‘মীলাদ’ শরীফ অর্থ সাইয়্যিদুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পবিত্র জন্মোৎসব উদ্যাপন। তাছাড়া আল্ মিসবাহুল মুনীর, ফিরুজুল লুগাত, গিয়াসুল লুগাত, লুগাতে সুরাহ, প্রভৃতি আরবি অভিধানে ‘মীলাদ’ শব্দের উপরোক্ত অর্থই উল্লেখ করা হয়েছে।*মোদ্দাকথা, ‘মীলাদ’ শব্দটি জন্মকাল বা জন্মদিন ব্যতীত অন্য কোন অর্থে ব্যবহৃত হয় না। সুতরাং মীলাদুন নবী, মাওলিদুন নবী ও মাওলূদুন নবী মুবারক শব্দগুলির অর্থ হল- সাইয়্যিদুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জন্মদিন বা জন্মকাল।*পবিত্র ইসলাম উনার পরিভাষায়, সাইয়্যিদুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার প্রতি ছলাত-সালাম পেশ করা, উনার ছানা-ছিফত করা, উনার পবিত্র বিলাদত শরীফ তথা জন্ম সংক্রান্ত ওয়াকিয়া মুবারক (ঘটনাবলী) ও তদসম্বলিত ঘটনাবলী আলোচনা করা এবং এ সংক্রান্ত অনুষ্ঠানকেই ‘মীলাদুন নবী’ বলে অভিহিত করা হয়ে থাকে। সংক্ষেপে বলাহয় ‘মীলাদ শরীফ’।**মীলাদ শরীফ পাঠ করার ফজিলত:---------------------------------------
-----*জগৎবিখ্যাত মুহাদ্দিছ আল্লামা শিহাবুদ্দীন আহমদ ইবনে হাজার মক্কী হায়তামী শাফেয়ী রহমতুল্লাহি আলাইহি উনার বিশ্বখ্যাত ‘আন নিয়ামাতুল কুবরা আলাল আলাম’ নামক কিতাবে পবিত্র মীলাদ শরীফ পাঠ করার ফযিলত ও উপকারিতা সম্পর্কে কয়েকখানা পবিত্র হাদীছ শরীফ ও জগৎবিখ্যাত ইমামদের মতামত বর্ণনা করেছেন।নিম্নে কতিপয় উল্লেখ করা হলো।***সাইয়্যিদুনা হযরত আবূ বকর ছিদ্দীক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, ﻗﺎﻝ ﺍﺑﻮﺑﻜﺮ ﺍﻟﺼﺪﻳﻖ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻣﻦ ﺍﻧﻔﻖ ﺩﺭﻫﻤﺎ ﻋﻠﻰ ﻗﺮﺍﺀﺓ ﻣﻮﻟﺪ ﺍﻟﻨﺒﻰ ﺻﻠﯽ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻛﺎﻥ ﺭﻓﻴﻖ ﻓﻰ ﺍﻟﺠﻨﺔ অর্থ: যে ব্যক্তি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পবিত্র মীলাদ শরীফ উপলক্ষে এক দিরহাম খরচ করবে সে বেহেশতে আমার সঙ্গে বন্ধু হয়ে থাকবে।***সাইয়্যিদুনা হযরত উমর ফারুক্ব ইবনে খত্ত্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন- ﻗﺎﻝ ﻋﻤﺮ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻣﻦ ﻋﻈﻢ ﻣﻮﻟﺪ ﺍﻟﻨﺒﻰ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻘﺪ ﺍﺣﻴﺎ ﺍﻟﻼﺳﻼﻡ অর্থ: যে ব্যক্তি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র মীলাদ শরীফকে সম্মান করলো, নিশ্চয়ই সে পবিত্র দ্বীন ইসলামকে জিন্দা করল।***সাইয়্যিদুনা হযরত উসমান যুন নূরাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন- ﻗﺎﻝ ﻋﺜﻤﺎﻥ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻣﻦ ﺍﻧﻔﻖ ﺩﺭﻫﻤﺎ ﻋﻠﻰ ﻗﺮﺍﺀﺓ ﻣﻮﻟﺪ ﺍﻟﻨﺒﻰ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻜﺎﻧﻤﺎ ﺷﻬﺪ ﻏﺰﻭﺓ ﺑﺪﺭ ﻭ ﺣﻨﻴﻦ অর্থ: যে ব্যক্তি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পবিত্র মীলাদ শরীফ পাঠ উপলক্ষে এক দিরহাম খরচ করল, সে যেন বদর ও হুনাইনের যুদ্ধে শরিক হল।***সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন- ﻗﺎﻝ ﻋﻠﻰ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻭﻛﺮﻡ ﺍﻟﻠﻪ ﻭﺟﻬﻪ ﻣﻦ ﻋﻈﻢ ﻣﻮﻟﺪ ﺍﻟﻨﺒﻰ ﺻﻠﻯﺎﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﻛﺎﻥ ﺳﺒﺒﺎ ﻟﻘﺮﺍﺀﺗﻪ ﻻﻳﺨﺮﺝ ﻣﻦ ﺍﻟﺪﻧﻴﺎ ﺍﻻ ﺑﺎﻻﻳﻤﺎﻥ ﻭﻳﺪﺧﻞ ﺍﻟﺠﻨﺔ ﺑﻐﻴﺮ ﺣﺴﺎﺏ অর্থ: যে ব্যক্তি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পবিত্র মীলাদ শরীফ উনার সম্মান করল,তার মৃত্যু পবিত্র ঈমানের সাথে হবে। অর্থাৎ সে পবিত্র ঈমানদার হিসেবে মারা যাবে এবং বিনা হিসেবে বেহেশতে প্রবেশ করবে। (সুবহানাল্লাহ )

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন