পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে মীলাদে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন ধর্মপ্রাণ মুসলমান উনাদের সবচেয়ে বড় খুশির দিন। এই দিনে জামাত, শিবির, ওহাবী-খারিজী, দেওবন্দী, তাবলীগী এরা যাতে করে কোনো আতঙ্কজনক উচ্ছৃংখলা সৃষ্টি না করতে পারে, সেজন্য সরকারকে প্রশাসনিকভাবে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এছাড়া দেওবন্দীও জামাত-শিবিররা যাতে করে সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে মীলাদে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অপপ্রচার না করতে পারে সেজন্য দেওবন্দী ও জামাত-শিবিরের প্রত্যেক মসজিদে কমপক্ষে জুমুয়ার দিন গোয়েন্দা ও পুলিশ মোতায়েন করা সরকারের দায়িত্ব-কর্তব্য।http://al-ihsan.net/FullText.aspx?subid=1&textid=12136
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন