728x90 AdSpace

  • Latest News

    সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ

    -মুহম্মদ নাজমুল হুদা ফরাজী।

    এক খারেজী বললো আমায় সাইয়্যিদুল আ’ইয়াদ মানে কি? সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ কুরআন হাদীছ জানো কি? জানি কিছু, তবে এমন শব্দ আজ অবধি পাইনি পাবে কি করে? কুরআন হাদীছ সম্পূর্ণতো পড়োনি। না পড়লে হবে কি? গেছি কত যায় গাঁয় ওয়াজ নছীহত কম শুনেনি পাইনি কোনো খানকায়। কে বলিবে তোমায় বাবা তারা কি যামানার মুজাদ্দিদ? দুনিয়ার লোভে থাকে সদাই কেমনে করবে তাজদীদ? আমির আর মুরুব্বী কইলো ঈদে মীলাদ কাট্টা হারাম তওবা করলেও হইবে না মাফ তাই ঈদে মীলাদ থেকে সাবধান। নাউযুবিল্লাহ! তোর আমীর আর মুরুব্বীরা জবেহ করে গরু খাসী ওই ম্যাডামের জন্মদিনে অনুষ্ঠান করে, করে খুশি। ছবি তোলে, বেপর্দা হয় আরও কত হারাম কাজ এইগুলি কি মাফ করিবে খলিক্ব মালিক বেনিয়াজ। আর সাইয়্যিদুল আ’ইয়াদ, ঈদে মীলাদ এমন এক নেক আমল ইহকাল পরকাল সব জায়গাতেই মুমিন, মু’মিনার সহায় সম্বল। কুরআনে আছে, হাদীছে আছে আছে হাজারো কিতাবে সাইয়্যিদুল আ’ইয়াদ শ্রেষ্ঠ আমল অস্বীকার করবে কিভাবে? খারেজী কয় দলীল আছে? আপনি যাহা বললেন ভাই আছে দলীল, আছে দলীল দলীল দিবো, যত চাই। قُلْ بِفَضْلِ اللهِ وَبِرَحْمَتِهٖ فَبِذٰلِكَ فَلْيَفْرَحُوْا هُوَ خَيْرٌ مِّـمَّا يَـجْمَعُوْنَ. রহমত বরকত সাকীনা হলেন নূর নবীজী হাবীব পাক উনার জন্য কায়িনাত সৃষ্টি সৃষ্টি হলো সব মাখলুকাত। উনায় পেয়ে খুশি করো ঈদ করো আনন্দে সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত গ্রহণ হবে সানন্দে। কই পাইলেন এমন দলীল আগেতো আর শুনি নাই শুনবে কি করে? কখনো তো ওলীআল্লাহ উনাদের দরবারে যাও নাই। কোথায় আছেন এমন ওলী একটু কইবেন আমারে আইজই যাবো দেরি না ভাই দেখবো উনায় নজরে। সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মুবারক গেট রাজারবাগ শরীফ পাক দরবার ওখানেই থাকেন হক্ব ওলীআল্লাহ উনি ইলাহী হাবীবে একাকার। উনি যামানার মহান মুজাদ্দিদ আহলে বাইত, আলে রসূল উনার খিদমতে কুল-কায়িনাত সদা সর্বদা রয় ব্যাকুল। উনার তাজদীদ সাইয়্যিদুল আ’ইয়াদ ঈদে মীলাদে হাবীবজী উনিই হলেন আমার মুর্শিদ দয়ালু আক্বা মামদূজী।
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top