ছহিবে কামালাতে
লাতাফাত হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মুবারক ফাযায়িল-ফযীলত-বুযূর্গী সম্মান সম্পর্কে ঢাকা রাজারবাগ শরীফ উনার হযরত মামদূহ আক্বা ক্বিবলা কাবা আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক ফরমান- ‘হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শুধুমাত্র মহান আল্লাহ পাক নন, এছাড়া সমস্ত কিছুর অধিকারী। এতে বিন্দুমাত্র সন্দেহ পোষণকারীরা কতটুকু মুসলমান তা চিন্তা-ফিকির করা উচিত।’ অনন্য বেমেছাল বলতে যা বুঝায় সে রকম সুমহান শানসম্পন্ন শব্দই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে পেশ করতে হবে।
অথচ অত্যন্ত উৎকণ্ঠার সাথে লক্ষ্য করা যাচ্ছে, বর্তমানে মুসলমান নামধারী দেওবন্দী, ওহাবী, সালাফী, তাবলীগী বিদয়াতীরা মহাপবিত্র বারোই রবীউল আউওয়াল শরীফ উনাকে কেন্দ্র করে এমন সব আপত্তিকর উক্তি, লেখালেখি করে যাচ্ছে, যা সত্যিকার অর্থে কোনো মু’মিন-মুসলমান করতে পারে না। একজন সাধারণ মু’মিনের ব্যাপারেও কথা বলতে যেখানে খুব সাবধানতা অবলম্বন করতে হয় সেখানে; মহান আল্লাহ পাক উনার পরেই যিনি সুমহান সত্তা মুবারক উনার অধিকারী, উনার শান মুবারক-এ কথা বলতে হলে কত বেশি সতর্কতা অবলম্বন করতে হবে- তা একটু ফিকির করা উচিত।
লাতাফাত হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মুবারক ফাযায়িল-ফযীলত-বুযূর্গী সম্মান সম্পর্কে ঢাকা রাজারবাগ শরীফ উনার হযরত মামদূহ আক্বা ক্বিবলা কাবা আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক ফরমান- ‘হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শুধুমাত্র মহান আল্লাহ পাক নন, এছাড়া সমস্ত কিছুর অধিকারী। এতে বিন্দুমাত্র সন্দেহ পোষণকারীরা কতটুকু মুসলমান তা চিন্তা-ফিকির করা উচিত।’ অনন্য বেমেছাল বলতে যা বুঝায় সে রকম সুমহান শানসম্পন্ন শব্দই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে পেশ করতে হবে।
অথচ অত্যন্ত উৎকণ্ঠার সাথে লক্ষ্য করা যাচ্ছে, বর্তমানে মুসলমান নামধারী দেওবন্দী, ওহাবী, সালাফী, তাবলীগী বিদয়াতীরা মহাপবিত্র বারোই রবীউল আউওয়াল শরীফ উনাকে কেন্দ্র করে এমন সব আপত্তিকর উক্তি, লেখালেখি করে যাচ্ছে, যা সত্যিকার অর্থে কোনো মু’মিন-মুসলমান করতে পারে না। একজন সাধারণ মু’মিনের ব্যাপারেও কথা বলতে যেখানে খুব সাবধানতা অবলম্বন করতে হয় সেখানে; মহান আল্লাহ পাক উনার পরেই যিনি সুমহান সত্তা মুবারক উনার অধিকারী, উনার শান মুবারক-এ কথা বলতে হলে কত বেশি সতর্কতা অবলম্বন করতে হবে- তা একটু ফিকির করা উচিত।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন