হযরত ইমাম আবূ না’ঈম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমাকে হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেছেন, যখনই আমি সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেখতাম, তখন আমার চোখে পানি আসতো। এটা এ কারণে যে, একদিন আমি দেখতে পেলাম সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দ্রুতবেগে এসে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কোল মুবারক-এ বসে গেলেন। অতঃপর তিনি দুই হাত মুবারক-এ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দাড়ি মুবারক ধরলেন। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার পবিত্র মুখ মুবারক সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র মুখ মুবারক উনার নিকটবর্তী করলেন এবং ইরশাদ মুবারক করলেন: “হে মহান আল্লাহ পাক! আমি উনাকে অবশ্যই মুহব্বত করি, সুতরাং আপনিও উনাকে মুহব্বত করুন।” এ পবিত্র বাক্যটি তিনি তিনবার উচ্চারণ করলেন। সুবহানাল্লাহ!
http://al-ihsan.net/FullText.aspx?subid=1&textid=12306
http://al-ihsan.net/FullText.aspx?subid=1&textid=12306
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন