নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার উপলক্ষ্যে হযরত ছুয়াইবা আলাইহাস সালাম উনাকে আবু লাহাব আযাদ করার কারণে সারা জীবন কুফরী করা সত্ত্বেও মৃত্যুর পর প্রতিদানস্বরূপ প্রতি ইছনাইনিল আযীম শরীফ (সোমবার) শীতল পানি পেয়ে থাকে। উনার পবিত্র বিলাদত শান মুবারক প্রকাশ উপলক্ষে খুশি প্রকাশ করে, একজন বাঁদী আযাদ করার কারণে জাহান্নামেও পুরস্কার দেয়া হয়। তবে কোনো মু’মিন মুসলমান যদি পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষ্যে খুশি প্রকাশ করে সাধ্য-সামর্থ্য অনুযায়ী টাকা-পয়সা খরচ করে- তাহলে উনার অবস্থা কিরূপ হবে? নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার জন্য জান্নাত ফরয করে দিবেন। সুবহানাল্লাহ!
সমস্ত মুসলমান নর-নারীর দায়িত্ব হলো- বিধর্মীদের সমস্ত দিবস ও অনুসরণ-অনুকরণ পরিত্যাগ করে দায়েমীভাবে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করা সাধ্য-সামর্থ্য অনুযায়ী খরচ করা ও খিদমত মুবারকে শরীক থাকা। যার ফলে সমস্ত নেক আশাপূর্ণ হবে। ইহকালের সমস্ত বিপদ-আপদ দূর হবে ও পরকালে সম্মানিত জান্নাত লাভ হবে এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দোয়া মুবারক পেয়ে সাকীনা শান্তি অর্থাৎ চূড়ান্ত কামিয়াবী অর্জন হবে।
মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে দায়েমীভাবে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করার তাওফীক দান করুন। আমীন!
- Blogger Comments
- Facebook Comments
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন