728x90 AdSpace

  • Latest News

    পবিত্র মীলাদ শরীফ পাঠকালে সালাম পেশ করার তরতীব

    পবিত্র মীলাদ শরীফ পাঠকালে সালাম দাঁড়িয়েই দিতে হবে। এটাই মহান আল্লাহ পাক উনার নির্দেশ মুবারক এবং মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশ মুবারক। যেমন: পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- ان الله وملئكته يصلون على النبى يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. অর্থ: “নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি এবং উনার হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা ছলাত শরীফ পেশ করেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি। হে ঈমানদারগণ! উনার প্রতি আপনারাও ছলাত শরীফ পেশ করুন এবং সালাম শরীফ পেশ করার মতো পেশ করুন অর্থাৎ যথাযথ আদব সহকারে সালাম শরীফ পেশ করুন।” (পবিত্র সূরা আহযাব শরীফ : পবিত্র আয়াত শরীফ ৫৬)
    স্মরনীয় যে, সালাম শরীফ পেশ করার আদব ও নিয়ম হচ্ছে দাঁড়িয়ে সালাম দেয়া। এ কারণেই মহান আল্লাহ পাক তিনি সালাম শরীফ পেশ করার ব্যাপারে নির্দেশ মুবারক করেছেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সালাম শরীফ দেয়ার মতো সালাম শরীফ দাও। অর্থাৎ তা’যীম-তাকরীম, সম্মান ও আদবের সাথে সালাম শরীফ পেশ করো। কিন্তু ছলাত শরীফ পেশ করার ক্ষেত্রে তদ্রƒপ নির্দেশ মুবারক করা হয়নি
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: পবিত্র মীলাদ শরীফ পাঠকালে সালাম পেশ করার তরতীব Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top