সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ حَضْرَتْ عَلِـىٍّ عَلَيْهِ السَّلَامُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلْوَيْلُ لِظَالِـمِىْ اَهْلِ بَيْتِـىْ عَذَابُـهُمْ مَعَ الْـمُنَافِقِيْنَ فِى الدَّرْكِ الْاَسْفَلِ مِنَ النَّارِ.
অর্থ: “সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বর্ণিত। তিনি ইরশাদ মুবারক করেন, আমার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি যুলুমকারীদের উপর, বিদ্বেষ পোষণকারীদের উপর জাহান্নাম অবধারিত। তাদের শাস্তি হবে মুনাফিক্বদের সাথে জাহান্নামের সর্বনিম্ন স্তরে।” না‘ঊযুবিল্লাহ! (মানাক্বিবে আলী ইবনে ত্বালিব আলাইহিস সালাম ১/১২০, শরফুল মুস্ত¡ফা ৫/৩৭৪)
সুতরাং যারা মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে, আখাচ্ছুল খাছভাবে মুজাদ্দিদে আ’যম, আহলু বাইতি রসূলিল্লাহ মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিছ ছলাতু ওয়াস সালাম উনার এবং উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে শত্রুতা পোষণ করবে, উনাদের বিরোধিতা করবে, উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে, উনাদের উপর যুলুম করবে তারা ইহুদীদের মতো লাঞ্ছিত হবে, কঠিন খোদয়ী আযাব-গযবে গ্রেফতার হবে, চির জাহান্নামী হবে এবং তাদের শাস্তি হবে মুনাফিক্বদের সাথে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। না‘ঊযুবিল্লাহ! মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে মুজাদ্দিদে আ’যম, আহলু বাইতি রসূলিল্লাহ মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিছ ছলাতু ওয়াস সালাম উনার সম্মানার্থে ওই সকল সৃষ্টির সর্বনিকৃষ্ট প্রাণীদেরকে চিহ্নিত করার ও তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করার তাওফীক্ব দান করুন। আমীন!
সুতরাং যারা মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে, আখাচ্ছুল খাছভাবে মুজাদ্দিদে আ’যম, আহলু বাইতি রসূলিল্লাহ মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিছ ছলাতু ওয়াস সালাম উনার এবং উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে শত্রুতা পোষণ করবে, উনাদের বিরোধিতা করবে, উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে, উনাদের উপর যুলুম করবে তারা ইহুদীদের মতো লাঞ্ছিত হবে, কঠিন খোদয়ী আযাব-গযবে গ্রেফতার হবে, চির জাহান্নামী হবে এবং তাদের শাস্তি হবে মুনাফিক্বদের সাথে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। না‘ঊযুবিল্লাহ! মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে মুজাদ্দিদে আ’যম, আহলু বাইতি রসূলিল্লাহ মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিছ ছলাতু ওয়াস সালাম উনার সম্মানার্থে ওই সকল সৃষ্টির সর্বনিকৃষ্ট প্রাণীদেরকে চিহ্নিত করার ও তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করার তাওফীক্ব দান করুন। আমীন!

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন