সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা হচ্ছেন হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মূল ব্যক্তি উনাদের অন্তর্ভুক্ত, উনাদের মাধ্যমেই হযরত আওলাদে রসূল আলাইহিমুস সালামগণ উনাদের সিলসিলা মুবারক জারি রয়েছে।
উনাদের শানেই মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা বেহেশতের যুবক উনাদের সাইয়্যিদ। তিনি আরো বলেন, উনারা দু’জনই দুনিয়াতে মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক পাওয়ার কারণ। এর বিপরীত উনাদের অসন্তুষ্টির কারণ।
মহান আল্লাহ পাক তিনি যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক উসীলায় উনাদের প্রতি হাক্বীক্বী মুহব্বত পোষণ করার তাওফীক আমাদেরকে দান করুন। (আমীন)
http://al-ihsan.net/FullText.aspx?subid=1&textid=12287
http://al-ihsan.net/FullText.aspx?subid=1&textid=12287
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন