728x90 AdSpace

  • Latest News

    ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র শাহাদাতী শান মুবারক উনার বর্ণনা

    মহান আল্লাহ পাক তিনি কখনো হযরত নবী ও রসূল আলাইহিমুস সালাম উনাদের বাসনা অপূর্ণ রাখেন না। আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি প্রায়শই শাহাদাত মুবারক কামনা করতেন। ছহীহ আবু দাউদ শরীফ উনার মধ্যে বর্ণিত পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে রয়েছে, আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “আমার ইচ্ছে হয় জিহাদে যোগদান করে শহীদ হই। অতঃপর পুনরায় জীবিত হয়ে আবার জিহাদ করি ও শাহাদাত শরীফ গ্রহণ করি।” এইভাবে প্রায়ই তিনি শাহাদাত মুবারক কামনা করতেন। সুবহানাল্লাহ!
    মহান আল্লাহ পাক তিনি সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মধ্যে আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র নূরুল নাজাত মুবারক প্রবাহিত করে উনাদের শাহাদাতের মাধ্যমে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাধ্যম দিয়ে “শাহাদাত” মাক্বামের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে শহীদ করার জন্য একে একে উনাকে পাঁচবার বিষ পান করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের খাছ রহমত ও ইহসান মুবারক-এ বিষ কোনো ক্রিয়া করতে পারেনি। বর্ণিত রয়েছে, উনাকে যখন বিষ পান করানো হয়েছিল তখন উনি প্রত্যেকবার পবিত্র রওযা শরীফ উপস্থিত হয়ে প্রিয় নানাজী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে গিয়ে জানাতেন। যার ফলে উনার মধ্যে আর বিষ কোনো ক্রিয়া করতে পারেনি। কিন্তু ষষ্ঠবার উনাকে শহীদ করার জন্য উনার পানি মুবারক পূর্ণ কলসি মুবারক-এ অর্থাৎ যে কলসি মুবারক উনার মুখ কাপড় দিয়ে বেঁধে রাখা হতো, যাতে ভিতরে কিছু ফেলা সম্ভব না হয়, সেই কাপড় মুবারক উনার উপর শত্রুরা হিরকচূর্ণ বিষ উনার অজান্তে মিশিয়ে দিয়েছিল। তিনি গভীর রাতে হিরকচূর্ণ বিষ মিশ্রিত পানি মুবারক কলসি থেকে ঢেলে পান করেন। এ বিষ এত মারাত্মক ছিল যে, তিনি এটা পান করার পর আর পবিত্র রওযা শরীফ তাশরীফ মুবারক রাখতে পারেননি। তিনি পবিত্র শাহাদাতী শান মুবারক অর্থাৎ পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন। তিনি ৪৯ হিজরী সনের ২৮শে পবিত্র ছফর শরীফ প্রায় সাড়ে পঁয়তাল্লিশ বছর বয়স মুবারকে পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন।
    http://al-ihsan.net/FullText.aspx?subid=2&textid=14684
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র শাহাদাতী শান মুবারক উনার বর্ণনা Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top