আজ পবিত্র ৭ই রবীউল আউওয়াল শরীফ। এই মুবারকময় দিবসে আমাদের প্রাণপ্রিয় আক্বা ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনার সম্মানিত মুহতারামা উম্মুল উমাম সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদত শরীফ মুবারক। সুবহানাল্লাহ! যিনি তামাম মহিলাকুলের মুক্তির দিশারী, নাজাতের মালিকা, হিদায়েতের উসীলা, তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় আক্বা ক্বিবলা ক্বাবা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম। সুবহানাল্লাহ! উনার মহাপবিত্র বিলাদত শরীফ সম্পর্কে সকল মুসলমান উনাদের জানা প্রয়োজন। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি বান্দা-বান্দি উনাদের হিদায়েত, নাজাত এবং জান্নাত দিয়ে পুরস্কৃত করার জন্য উসীলা তালাশ করে থাকেন। আর ওই মুবারক দিনে মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি, রেজামন্দি মুবারক হাছিল করতে হলে, হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক বিলাদত শরীফ দিনে খুশি প্রকাশ করা, তাযীম-তাকরীম করা, খিদমত করা সকল মুসলমান উনাদের দায়িত্ব এবং কর্তব্য। কেননা যিনি আমাদের প্রাণপ্রিয় আক্বা ক্বিবলা ক্বাবা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ক্বায়মাকাম এবং আখাচ্ছুল খাছ আওলাদ। সুবহানাল্লাহ! এবং হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের ক্বায়িম-মাক্বাম এবং আখাচ্ছুল খাছ আওলাদ। সুবহানাল্লাহ!
এখন বলার বিষয়: হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি, হযরত আম্মাহাতুল মু’মিনীন আলাইহানন্নাস সাল্লাম উনাদের পুরোপুরি ক্বায়-মাক্বাম এবং খাছ আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
প্রসঙ্গত: যেহেতু হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিননাস সালাম উনাদের ক্বায়িম-মাক্বাম, সেহেতু এই মহাপবিত্র ৭ই রবীউল আউওয়াল শরীফ তথা পবিত্র বিলাদত শরীফ দিবসে প্রত্যেক মুসলমান উনাদের খুশি প্রকাশ করতে হবে, ঈদ পালন করতে হবে। তাহলেই মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লাম উনাদের সন্তুষ্টি, রেজামন্দি মুবারক পাওয়া সম্ভব হবে। অন্যথায় সম্ভব হবে না। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি উনার কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি (উম্মতদের) বলুন! আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, আর তা তোমাদের পক্ষে দেয়াও সম্ভব না, দেয়ার চিন্তা করাটাও কুফরী। তবে তোমাদের যেহেতু ফায়দা লাভ করতে হবে তাই তোমাদের দায়িত্ব-কর্তব্য হচ্ছে আমার নিকটজন আওলাদে রসূল তথা আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি তোমরা সদাচরণ করবে।” (পবিত্র সূরা শুরা শরীফ: পবিত্র আয়াত শরীফ ২৩)
তাই বলার অপেক্ষা রাখে না, বর্তমান যামানার হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মাঝে লক্ষ্যস্থল হলেন সাইয়্যিদাতুন নিসা, যাওজাতু মুজাদ্দিদ আ’যম, আফযালুন নিসা বা’দাল আম্বিয়া ওয়া উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ! এখন সুস্পষ্ট বুঝা যায় যে, হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ মুবারক দিন উনার কত বেশি ফযীলত। সুবহানাল্লাহ!
কেননা স্বয়ং মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে উল্লেখ করেছেন, হযরত আহলে বাইত শরীফ উনাদের শান, মান, ফাযায়িল-ফযীলত। সুবহানাল্লাহ! এবং বলার অপেক্ষা রাখে না, উম্মুল উমাম হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার কারণে আজ আমরা দেখতে পাই, পথহারা, ভ-, বেপর্দা, বেহায়া, ওই সকল মহিলারা সকল প্রকার অপকর্ম ছেড়ে পবিত্র ঈমান এনেছে। সুবহানাল্লাহ! এবং অসংখ্য মহিলারা হক্ব পথ পেয়েছে।
বর্তমান যামানায় সকল প্রকার হারাম কাজ থেকে বাঁচতে পেয়েছে। এর মূল কারণ হচ্ছে, হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে পেয়ে। সুবহানাল্লাহ! শুধু তাই নয়, হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে পেয়ে বর্তমান নারীকুল বাঁচার উপলক্ষ খুঁজে পেয়েছে। হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান, মান বলার অপেক্ষা রাখে না যে, অসংখ্য মহিলা উনারা হযরত আম্মাজী আলাইহাস সালাম উনার ছোহবত মুবারক পেয়ে আল্লাহওয়ালীতে পরিণত হয়েছে। অন্যথায় আমাদের পবিত্র ঈমান রাখা সম্ভব ছিলো না। বর্তমান যামানায় উলামায়ে ‘সূ’দের খপ্পরে পরে অনেক আগেই বেঈমান হয়ে যেতাম। এ থেকে সুস্পষ্ট হয় যে, হযরত আম্মাজী আলাইহাস সালাম তিনি উম্মাহর মাথা তথা উম্মুল উমাম। সুবহানাল্লাহ! হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান, মান এতো বেশি যে, বান্দা-বান্দীদের পক্ষে কোনো দিন আলোচনা করে শেষ করা সম্ভব নয়।
আবারো বলতে হয়, উম্মুল উমাম হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি মহিলাকুলের মুক্তির দিশারী। কেননা হযরত আম্মাজী আলাইহাস সালাম উনার মুবারক তালীম-দীদার মুবারক পেয়ে আজ অসংখ্য মহিলারা উন্নতির শিখরে পৌঁছেছে। যার মূল কারণ হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার তাশরীফ। সুবহানাল্লাহ! তাই বলার বিষয়, সমগ্র বিশ্বের মহিলা কুলকে জানায় ঈদ মুবারক এবং সকলের ফরয-ওয়াজিব হযরত আম্মাজী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার ছোহবত মুবারকে আসা এবং সেই সাথে দেশের সরকারসহ সকল মহিলাদের উচিত যথাযথ তাযীম-তাকরীম সহকারে এই মবারক পবিত্র ৭ই রবীউল আউওয়াল শরীফ পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস পালন করা, উনার ছোহবত মুবারকে আসা, উনার তালীম মুবারক গ্রহণ করা। মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি আমাদের কবুল করুন। আমীন।
- Blogger Comments
- Facebook Comments
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন