আজ সুমহান পবিত্র ৭ই রবীউল আউওয়াল শরীফ। এই মুবারক দিনটি হচ্ছে সমস্ত কায়িনাতবাসীর জন্য সবচেয়ে বড় খুশির দিন এবং ঈদের দিন। আর এই পবিত্র ৭ই রবীউল আউওয়াল শরীফ ধরার বুকে তাশরীফ এনেছেন, আওলাদে রসূল, সাইয়্যিদাতুন নিসা, ছাহিবাতুল কুরআন, যাওজাতু মুজাদ্দিদে আ’যম, আলিমাতুস সুন্নাহ, উম্মুল উমাম আমাদের প্রাণ প্রিয় উম্মুল উমাম উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি। উনার গৌরব মাখা মুবারক তাশরীফ উনার সৌরভে মুখরিত সমস্ত কুল কায়িনাত। কারণ সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি হচ্ছেন আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর আওলাদে রসূল সম্পর্কে খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্য ইরশাদ মুবারক করেন, হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি কায়িনাতবাসীকে জানিয়ে দিন। আমি তোমাদের নিকট কোন বিনিময় চাচ্ছি না। আর চাওয়াটাও স্বাভাবিক নয়, তোমাদের পক্ষে দেয়াও কস্মিনকালেও সম্ভব নয়। তবে তোমরা যদি ইহকাল ও পরকালে হাক্বীক্বী কামিয়াবী হাছিল করতে চাও তাহলে তোমাদের জন্য ফরয ওয়াজিব হচ্ছে আমার হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত করা, তা’যীম তাকরীম মুবারক করা, উনাদের খিদমত মুবারক উনার আনজাম দেয়া। (পবিত্র সূরা শুরা শরীফ : পবিত্র আয়াত শরীফ ২৩)
এবং পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, হে কায়িনাতবাসী আমি তোমাদের মাঝে এমন নিয়ামত মুবারক রেখে যাচ্ছি। তোমরা যদি উক্ত নিয়ামত মুবারক অর্থাৎ উনাদেরকে শক্তভাবে ধরে রাখ তবে তোমরা কখনো গোমরাহ হবে না। উনারা হলেন খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার কিতাব ও আমার আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা। এবং এই পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের হাক্বীক্বী মিছদাক হচ্ছেন, আমাদের প্রাণ প্রিয় সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি। তাই খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার দরবারে এবং উনার যিনি হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দরবারে অসংখ্য অগনিত শুকরিয়া আদায় করছি এবং ছলাত মুবারক ও সালাম মুবারক পাঠ করছি। কারণ উনারা, উম্মুল উমাম হযরত আম্মাজী ক্বিবলা আলাইহাস সালাম উনাকে সমস্ত নারীকূলের মাঝে সবচেয়ে বড় নিয়ামত মুবারক হিসেবে প্রেরণ করেছেন। আমরা যদি আম্মাজী ক্বিবলা আলাইহাস সালাম উনার ছোহবত মুবারকে না যেতাম তাহলে আমরা কখনো হক্ব-নাহক্ব সম্পর্কে জানতে পারতাম না, পর্দা সম্পর্কে জানতে পারতাম না, নারীদের জন্য মহান আল্লাহ পাক উনার আদেশ নিষেধ সম্পর্কে জানতে পারতাম না। তাই কথিত নারীবাদী ও অন্ধকারে থাকা নারী সমাজকে বলছি হে নারী সমাজ! তোমরা আজই পবিত্র রাজারবাগ দরবার শরীফ উনার মধ্যে এসে প্রাণ প্রিয় সাইয়্যিদাতুন নিসা, উম্মুল উমাম হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার ছোহবত মুবারকে আসো। কারণ তোমাদের জন্য এখানে হক্বের দরজা মুবারক খোলা রয়েছে। তোমরা চোখ খুলে বাস্তবকে চেয়ে দেখ এবং পবিত্র দ্বীন ইসলাম উনার সৌন্দর্য উপলদ্ধি করো।
তাই সমস্ত নারী সমাজকে বলতে চাই তোমরা আম্মাজী ক্বিবলা আলাইহাস সালাম উনার পবিত্র কদম মুবারকে এসে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী।
তাই খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি এবং উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা আমাদের সকলকে মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক উছীলায়, আম্মাজী ক্বিবলা আলাইহাস সালাম উনার ছোহবত মুবারক ইখতিয়ার করে ও খিদমত করার মাধ্যমে মহান আল্লাহ পাক উনার নিয়ামত মুবারক উনার শুকরিয়া আদায় করার এবং হাক্বীক্বীভাবে পবিত্র দ্বীনী শিক্ষা অর্জন করে নেককার পরহেযগার মু’মিনা হওয়ার তাওফীক দান করুন। আমীন!
- Blogger Comments
- Facebook Comments
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন