728x90 AdSpace

  • Latest News

    ব্যাপক উৎসাহে সারাদেশে ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম উদযাপিত

    ব্যাপক উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত মঙ্গলবার সারাদেশে মহানবী নুরে মুজাসসাম হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস উপলক্ষে পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম উদযাপিত হয়েছে। ৫৭০ ঈসায়ী সনের এই দিনে অর্থাৎ ১২ই রবীউল আউওয়াল শরীফে ঐশি নিয়ামত ও মানবজাতির জন্য শান্তির বার্তা নিয়ে জাজিরাতুল আরবের পবিত্র মক্কা শরীফ নগরীতে তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানান। তারা দেশের জনগণ ও বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনা করেন। এছাড়া সংসদে বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পৃথক বার্তায় এ উপলক্ষে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। দিনটি ছিল সরকারি ছুটির দিন। এ উপলক্ষে বাংলাদেশ বেতার বিশেষ অনুষ্ঠান প্রচার করে। অন্যান্য বছরের মতো বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় আধ্যাত্মিক ও রাজনৈতিক সংগঠন এবং ইসলামিক ফাউন্ডেশনসহ রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান বিস্তারত কর্মসূচি গ্রহণ করে। এরমধ্যে ছিল শোভাযাত্রা, মীলাদ মাহফিল, আলোচনা ও কোরআনখানি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন ধর্মীয় ও আর্থ-সামাজিক সংগঠনের লাখ লাখ ধর্মভীরু মানুষ ‘কলেমা তাইয়্যেবা’ ব্যানারসহ শোভাযাত্রা বের করে এবং গুলশান, পল্টন ও জাতীয় প্রেসক্লাবসহ রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিশেষভাবে সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ আন্তর্জাতিক উদযাপন কমিটি কোটি কণ্ঠে মীলাদ শরীফ পাঠ অনুষ্ঠানের আযোজন করে এবং সারাদেশ ও বিশ্বব্যাপী কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান একযোগে পবিত্র মীলাদ শরীফ পাঠ করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনে অপরাহ্নে এক মীলাদ মাহফিলের আয়োজন করেন। এতে সরকারি দলের নেতা, ধর্মীয় নেতা ও বিশিষ্ট নাগরিকগণ যোগ দেন। এরআগে গত মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে ১৫ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। কর্মসূচির মধ্যে রয়েছে- সেমিনার, ইসলামিক ক্যালিগ্রাফী ও পোস্টার প্রদর্শনী, বইমেলা, হাম্দ-না’ত প্রতিযোগিতা ও মহানবীকে নিবেদন করে আবৃত্তি। এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বাদ আসর দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। এছাড়া নগরীতে রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপি কার্যালয়ে বিএনপি ও জাতীয়তাবাদী ওলামা দল গত মঙ্গলবার বাদ আসর মীলাদ মাহফিলের আয়োজন করে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। বাসসের ব্যুরো অফিস ও জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট অনুযায়ী চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, বরিশালসহ সকল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম উদযাপিত হয়েছে। এছাড়াও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এ উপলক্ষে মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত, হামদ, না’ত ও মহানবী নুরে মুজাসসাম হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জীবনচরিত নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

    http://al-ihsan.net/FullText.aspx?subid=5&textid=76693
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: ব্যাপক উৎসাহে সারাদেশে ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম উদযাপিত Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top