728x90 AdSpace

  • Latest News

    আন্তর্জাতিক হিজাব সংহতি দিবস পালন করে নয় বরং সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক ছোহবতের মাধ্যমেই মহিলা জাতির মুক্তি

    মুসলমান মহিলাগণ তাদের নিজেদের ঘর থেকে বের হওয়ার সময় বোরকা পরে বের হবে। কেননা ইহা পবিত্র দ্বীন ইসলাম উনার মহান বিধান; যা মহিলাদের চরিত্র অটুট রাখতে এবং সমাজে মহিলার সম্মান বজায় রাখতে অতীব জরুরী। কিন্তু সংবাদে দেখা যায়- হিজাব সংহতি দিবস যারা উদযাপন করেছে, বক্তব্য দিয়েছে, তাদের প্রত্যেকেরই মুখ হাত-পা খোলা। অর্থাৎ হাতে-পায়ে মোজা নেই এবং মুখম-লেও কোন কাপড় নেই। আর তাদের গোলটেবিল বৈঠকে অনেক পুরুষ ব্যক্তিও ছিলো। অথচ পর্দা সম্পর্কে মাসিক আল বাইয়্যিনাত শরীফ এবং দৈনিক আল ইহসান শরীফ উনার থেকে আমরা জানতে পারলাম- হিজাব বলতে শুধু মাথায় নেকাব পরা বুঝায় না। হিজাব হলো- ঘরের বাইরে বের হওয়ার সময় হাত মোজা, পা মোজা পরাসহ এমন বোরকা পরিধান করবে, যাতে করে অন্য পুরুষরা মহিলাদের একটি পশম পর্যন্ত না দেখতে পারে। আর মহান আল্লাহ পাক তিনি একজন মহিলার জন্য যে কয়জন পুরুষের সাথে দেখা করতে অনুমতি দিয়েছেন, তাদের ছাড়া অন্য কারো সাথে সাক্ষাৎ না করা। আর পর্দা এবং হিজাব সম্পর্কে হাক্বীক্বী উপলব্ধি পেলাম যামানার মহিলাদের যিনি নাজাতের কা-ারী, রাজারবাগ শরীফ উনার হযরত উম্মুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক ছোহবতে গিয়ে। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার হিজাবসহ পবিত্র দ্বীন ইসলাম উনার প্রত্যেকটি বিষয় এমনভাবে তা’লীম দেন যাতে মহিলাদের মধ্যে জাগরিত হয় পবিত্র দ্বীন ইসলাম পালনের প্রেরণা এবং তাতে মহিলারা পায় মহিলাত্বের সম্মান এবং ফিরে পায় তাদের হারানো মর্যাদা। তাই আমি কথিত হিজাব দিবস পালনকারী “দি উইটনেস” এর বক্তাবৃন্দসহ সকল মুক্তি প্রত্যাশী মহিলাদের আহ্বান জানাচ্ছি যে, আপনারা আপনাদের সম্মান-মর্যাদা ফিরে পেতে এবং পবিত্র দ্বীন ইসলাম ও হিজাব সম্পর্কে সঠিক জ্ঞান লাভের জন্য রাজারবাগ শরীফ উনার সম্মানিতা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক ছোহবতে আসুন এবং উনার সুমহান দিক-নির্দেশনা অনুযায়ী জীবন গঠন করুন। -মুছাম্মত শাহীন আক্তার। সমস্ত শুকরিয়া ও কৃতজ্ঞতা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার ক্বদম মুবারকে সম্মানিত এক মহান জাতির নাম মুসলমান। যে জাতির অর্ধাংশ মুসলিম মহিলা জাতি। মুসলিম মহিলা জাতির বিশ্বাসের দৃঢ়তা, সমর্পিত ত্যাগী মানসিকতা, বীরত্বপূর্ণ লহু, সীমাহীন শরাফত, বেমেছাল লাজুকতা, জ্ঞান-প্রজ্ঞার চমৎকার লালন সর্বোপরি, মমতাপূর্ণ আচরণ, ব্যক্তিত্ব, আভিজাত্য, আত্মমর্যাদা, আত্মগৌরব সত্যিই অতুলনীয়। কিন্তু আফসুস! আজ সেই মহান মুসলিম মহিলা জাতির একি অবস্থা? ওলীআল্লাহগণ উনাদের ছোহবত থেকে দূরে থাকার কারণে অশুদ্ধ আক্বীদা, বিদয়াতী আমল, নৈতিক অধঃপতন, চারিত্রিক পদস্খলন, লাজহীন চলাফেরা, হীনম্মন্যতা সম্মানিত মুসলিম মহিলা জাতিকে কঠিন এক প্রতিকূল অবস্থায় পতিত করেছে। মুসলিম মহিলারা তাদের চিন্তা-ফিকিরের উৎকর্ষতা, কর্মতৎপরতা, অনুসন্ধিৎসু চেতনা হারিয়ে ফেলেছে। ভুলে গেছে তাদের ইজ্জত, সম্মান, হুরমত ও ঐতিহ্য। তাদের হৃদয়পট থেকে মিটে গেছে হযরত মহিলা আনছার-মুহাজির ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুন্না উনাদের অমলিন বিজয়ের ইতিহাস। এ দুর্গতির অমানিশা থেকে হীনম্মন্য লক্ষ্যহীন মুসলিম মহিলা জাতির নিস্তার ঘটাচ্ছেন সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল সাইয়্যিদাতুনা উম্মুল উমাম হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি। বর্তমান পঞ্চদশ হিজরী শতকে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল সাইয়্যিদাতুনা উম্মুল উমাম হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার আগমন না ঘটলে হীনম্মন্য ও আত্মমর্যাদাবোধহীন নিরীহ মুসলিম মহিলা জাতির দুর্বলতার সুযোগে কাফির-মুশরিক ও তাদের পদলেহনকারী উলামায়ে ‘সূ’রা তাদেরকে অস্তীত্বহীন করে ফেলত। উনার আগমন না ঘটলে ইবলিসের বাক্স, অর্থাৎ হারাম টেলিভিশনকে মুসলিম মহিলা জাতিরা তাদের পূজাখানা বানিয়ে ফেলতো। নাউযুবিল্লাহ! পাশাপাশি বেপর্দার পক্ষে, ছবি তোলার পক্ষে, নাচ-গান খেলাধুলার পক্ষে গলাবাজি করতো। এছাড়াও বিভিন্ন ফ্যাশন হাউজের নামে শর্ট পোশাক পরে, চাল-চলন ও ব্যবহারে বিজাতীয়দের পুরোপুরি অনুসরণ ও অনুকরণ করতো। সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল সাইয়্যিদাতুনা উম্মুল উমাম হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার বেমেছাল রূহানী কুওওয়ত, বিস্ময়কর রোব এবং চমৎকার নছীহতে সারা বিশ্বব্যাপী মুসলিম মহিলা জাতির হীনম্মনত্যা ক্রমান্বয়ে অপসারিত হচ্ছে। তারা হুরমত-ইজ্জত আত্মমর্যাদায় উজ্জীবিত হচ্ছে, তাদের পবিত্র ঈমান-আক্বীদা নবায়ন হচ্ছে। মুসলিম মহিলা জাতি আজ বিদয়াত ত্যাগ করে পবিত্র সুন্নত পালনে অভ্যস্ত হচ্ছে। সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল সাইয়্যিদাতুনা উম্মুল উমাম হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক নছীহত মুসলিম মহিলাজাতির মাঝে জাগরণী তোলপাড়ের সৃষ্টি করেছে। তাই কৃতজ্ঞ হৃদয়ে অনন্তর দুরূদ ও সালাম পেশ করি আমাদের দোজাহানের মাতা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল সাইয়্যিদাতুনা উম্মুল উমাম হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার প্রতি যিনি মুসলিম মহিলাজাতিসহ আমাদের সকলকে হিফাযত করছেন।
    http://al-ihsan.net/FullText.aspx?subid=2&textid=14749
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: আন্তর্জাতিক হিজাব সংহতি দিবস পালন করে নয় বরং সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক ছোহবতের মাধ্যমেই মহিলা জাতির মুক্তি Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top