728x90 AdSpace

  • Latest News

    হযরত মুজাদ্দিদ আ’যম আলাইহিস সালাম এবং উনার সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা হলেন যামানার শ্রেষ্ঠতম নিয়ামত

    যিনি যামানার মুজাদ্দিদ উনার কাজই হচ্ছে তাজদীদ বা সংস্কার করা। বাতিল, বিদয়াত, বেশরা মূলোৎপাটনের পাশাপাশি সম্মানিত শরীয়ত ও সুন্নাহ শরীফ উনাদের হুকুম ও আমল জারি করার মহান দায়িত্ব হচ্ছে মুজাদ্দিদুয যামান আলাইহিস সালাম উনার। হযরত মুজাদ্দিদুয যামান আলাইহিমুস সালাম উনারাই হলেন শতাব্দীকালের শ্রেষ্ঠতম ওলীআল্লাহ, শ্রেষ্ঠতম নায়িবে রসূল এবং ক্বায়িম-মাক্বামে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ! মুজাদ্দিদুয যামান আলাইহিস সালাম তিনি উনার যামানার লোকদের জন্য অনুসরণীয়-অনুকরণীয়। উনার আনুগত্য করা যামানার অধিবাসীদের জন্য ওইরূপ; যেরূপ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অনুসরণ-অনুকরণ করেছিলেন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা। একইভাবে আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ক্বায়িম-মাক্বাম বা স্থলাভিষিক্ত হিসেবে বর্তমান যামানার যিনি মুজাদ্দিদ আলাইহিস সালাম উনাকে সার্বিক ও কেন্দ্রীয়ভাবে অনুসরণ বা আনুগত্য করা নিঃসন্দেহে হিদায়েত, নাজাত ও জান্নাত লাভের কারণ। স্মরণীয় যে, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সকলের বিরোধিতা হয়েছিলো, তদ্রƒপ উনাদের যারা প্রকৃত নায়িব হযরত মুজাদ্দিদুয যামান আলাইহিস সালাম উনাদেরও বিরোধিতা করা হয়েছিলো এবং বর্তমানেও হবে। তাই বলে হক্ব গ্রহণ করা থেকে দূরে থাকা কোনো ঈমানদারের কাজ নয়। হক্বের দাওয়াত পৌঁছে দেয়াই যামানার মুজাদ্দিদ আলাইহিমুস সালাম উনার কাজ। যে গ্রহণ করবে সে কামিয়াবী হাছিল করবে। আর যে মুখ ফিরিয়ে নিবে তার জন্য আফসুসের সীমা থাকবে না। বলার অপেক্ষা রাখে না, বর্তমান যামানার যিনি মুজাদ্দিদ আলাইহিস সালাম তিনি এবং উনার পূত-পবিত্রা আহলিয়া হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম এবং সম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম উনারা সকলেই এ যামানার লোকদের জন্য মহান নিয়ামতস্বরূপ। উনাদের ছোহবত মুবারকে যাঁরাই এসেছেন উনারা প্রত্যেকেই সৌভাগ্যশালী হয়েছেন। সুবহানাল্লাহ! বিশেষ করে মুজাদ্দিদুয যামান হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার ছোহবত মুবারকে এসে পুরুষেরা যেমন পবিত্র দ্বীন ইসলাম উনার ইলম অর্জন করছে এবং আক্বীদা, আমল, আখলাক শুদ্ধ করছে; তদ্রƒপ মহিলারাও সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার ছোহবত মুবারকে এসে পবিত্র দ্বীন ইসলাম উনার ইলম অর্জন করছে এবং আক্বীদা, আমল, আখলাক শুদ্ধ করছে। সুবহানাল্লাহ! অতএব, বর্তমান যামানার সকল পুরুষ ও মহিলা উনাদের জন্য ফরয-ওয়াজিব হলো- কালবিলম্ব না করে হযরত মুজাদ্দিদুয যামান ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার দরবার শরীফে চলে আসা। মহান আল্লাহ পাক তিনি তাওফীক দানের মালিক।
    http://al-ihsan.net/FullText.aspx?subid=1&textid=12369
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: হযরত মুজাদ্দিদ আ’যম আলাইহিস সালাম এবং উনার সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা হলেন যামানার শ্রেষ্ঠতম নিয়ামত Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top