728x90 AdSpace

  • Latest News

    সাইয়্যিদাতুন নিসা, আফযালুন নিসা, ক্বায়িম-মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক ছোহবত লাভের ফযীলত

    ছোহবতের ফযীলত সম্পর্কে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক ফরমান, “তোমরা ছদিক্বীন তথা ওলীআল্লাহ উনাদের সঙ্গী হয়ে যাও।” “নিশ্চয়ই খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার রহমত মুহসীন বান্দা তথা ওলীআল্লাহ উনাদের নিকটে রয়েছে।” আর খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক ফরমান, “ছালেহীন তথা ওলীআল্লাহ উনাদের ছোহবতে নূর তথা হিদায়েত এবং রহমত লাভ হয়।” “যে ব্যক্তি একজন আলিম তথা ওলীআল্লাহ উনাকে জিয়ারত করলো, সে যেন খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জিয়ারত করলো। আর যে ব্যক্তি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক জিয়ারত করলো, সে মূলত খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনাকেই জিয়ারত করলো। আর যে ব্যক্তি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনাকে জিয়ারত করলো খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি উনার সমস্ত গুনাহখতা ক্ষমা করে দিবেন।” সুবহানাল্লাহ! “যে ব্যক্তি একজন হক্কানী-রব্বানী আলিম তথা ওলীআল্লাহ উনার দিকে তাকাল এবং এই কারণে সে খুশি প্রকাশ করলো, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি তার প্রতিটি খুশির বিনিময়ে একটি করে হযরত ফেরেশতা আলাইহিস সালাম উনাকে সৃষ্টি করে থাকেন। আর এই হযরত ফেরেশতা আলাইহিস সালাম তিনি উক্ত ব্যক্তির জন্য ক্বিয়ামত অবধি মাগফিরাত কামনা করতে থাকবেন।” সুবহানাল্লাহ! উপরোক্ত দলীলভিত্তিক আলোচনার মাধ্যমে বুঝা গেল যে, একজন হক্কানী-রব্বানী ওলীআল্লাহ উনার ছোহবতের ফযীলত, গুরুত্ব ও প্রয়োজনীয়তা কতটুকু। মূলত, প্রত্যেক মুসলমান নর এবং মহিলার জন্য খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার ওলীগণ উনার মুবারক ছোহবত ইখতিয়ার করা ফরয। কেননা ওলীআল্লাহ উনাদের মুবারক ছোহবত ইখতিয়ার ব্যতীত হিদায়েতের উপর থাকা, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রহমত, বরকত, সাকীনা হাছিল করা একেবারেই অসম্ভব। সর্বোপরি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি মুবারক, রেযামন্দি মুবারক, মুবারক মা’রিফাত-মুহব্বত ওলীআল্লাহ উনাদের ছোহবতের মধ্যেই নিহিত। উনাদের মুবারক ছোহবতই হচ্ছে হক্ব পথ, হক্ব মতে ইস্তিকামত থাকার একমাত্র পাথেয়। এই জন্যই খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক এবং উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা প্রতি হিজরী শতকের মাথায়, প্রত্যেক যামানায় একজন মুজাদ্দিদ প্রেরণ করে থাকেন। এই ব্যাপারে ছহীহ আবূ দাউদ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “নিশ্চয়ই খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি প্রতি হিজরী শতকের মাথায় একজন মুজাদ্দিদ প্রেরণ করে থাকেন, যিনি পবিত্র দ্বীন ইসলাম উনার তাজদীদ করেন।” (আবূ দাউদ শরীফ) খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক এবং উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের কর্তৃক প্রেরিত বর্তমান পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ হচ্ছেন মুজাদ্দিদে আ’যম, ইমামে আ’যম, হাবীবে আ’যম, আওলাদে রসূল রাজারবাগ শরীফ উনার মুহতারাম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি। উনার মুবারক ছোহবত লাভে ধন্য হয়ে দলে দলে আম জনতা খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র মা’রিফাত-মুহব্বতের অথৈ সাগরে নিমজ্জিত হচ্ছে। নাহক্ব পথমত থেকে ফিরে এসে হক্ব পথ মতে ধাবিত হচ্ছে। এক কথায় উনার মুবারক ছোহবত খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সেতু বন্ধনের একমাত্র মাধ্যমে। কিন্তু মহিলাগোষ্ঠীতো যাঁরা মুজাদ্দিদে যামান রয়েছেন, উনাদের মুবারক ছোহবত হাছিল করতে পারে না। তাহলে উনাদের উপায় কি? তারা মুবারক ছোহবতের মহা নাজ-নিয়ামত কোত্থেকে হাছিল করবে? মূলত, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি বর্তমান যামানায় মহিলা জাতির ভাগ্যের দ্বারকে উন্মুক্ত করে দিয়েছেন যামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম উনার আহলিয়া সাইয়্যিদাতুন নিসা, আফযালুন নিসা, ক্বায়িম-মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন সাইয়্যিদাহ মুহতারামাহ হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে তাদের মাঝে প্রেরণ করে। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যামানায় যেমন খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আহলিয়া তথা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের ছোহবত ইখতিয়ারের মাধ্যমে মহিলা জাতি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক এবং উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র মা’রিফাত-মুহব্বত, মুবারক সন্তুষ্টি-রেযামন্দি মুবারক হাছিল করেছিলেন। বেপর্দা, বেহায়াপনা, অশ্লীল-অশালীন কার্যকলাপ ছেড়ে দিয়ে পবিত্র কুরআন ও পবিত্র সুন্নাহ শরীফ উনার আমল দ্বারা নিজেদেরকে ধন্য করেছিল, দীদারে ইলাহী উনার মুবারক স্বাদ উপভোগ করেছিল, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নির্দেশিত মুবারক পথে-মতে অটল অবিচল থেকেছিল। উনারা উনাদের অক্ষুণœ মর্যাদা-মর্তবা হাছিল করেছিলো। তেমনিভাবে বর্তমান যামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ আলাইহিস সালাম উনার মুহতারামাহ যাওজাহ সাইয়্যিদাহ হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক ছোহবত ইখতিয়ারের মাধ্যমে বর্তমান যামানার মহিলা জাতি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক মা’রিফাত-মুহব্বত মুবারক, সন্তুষ্টি-রেযামন্দি মুবারক উনার অথৈ সাগরে নিমজ্জিত হচ্ছে। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক মা’রিফাত-মুহব্বত মুবারক, সন্তুষ্টি-রেযামন্দি মুবারক হাছিল করছে। তারা বেপর্দা-বেহায়া, অশ্লীল-অশালীন, পাশ্চাত্য অপসংস্কৃতি থেকে ফিরে এসে দীদারে ইলাহী এবং দীদারে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যে হারিয়ে যাচ্ছে। উনাদের মুহব্বতের স্বাদ পূর্ণ মাত্রায় আস্বাদন করছে। উনাদের নির্দেশিত পথে মতে অটল অবিচল থাকছে। তারা তাদের হারানো মর্যাদা-মর্তবা ফিরে পাচ্ছে। হাবীবায়ে ইলাহী, মাহবুবায়ে সুবহানী, হাবীবাতুল্লাহ, সাইয়্যিদাহ মুহতারামা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক ছোহবতে খোদায়ী ও রসূলী রহমত বারিধারার ন্যায় বর্ষিত হতে থাকে। যেই রহমত মৃত গাছে ফুল ফোঁঠায়, দিনকে রাত, রাতকে দিন করে, সিন্ধুকে মরু, মরুতে সিন্ধু নির্মাণ করে, অসম্ভবকে সম্ভব করে, অসাধ্যকে সাধন করে, কঠিনকে সহজ করে মূর্খকে জ্ঞানী আর জ্ঞানীকে খোদায়ী জ্ঞান সমুদ্রে নিক্ষেপ করে, গুনাহগারকে নেককার, আল্লাহওয়ালী করে, মুর্দা দিলে মুবারক মা’রিফাত-মুহব্বতের বীজ বপন করে যে বীজ চারা গজায়ে বড় হয়ে ফুলে ফলে সুশোভিত হয়ে ইলাহী ও হাবীবী ইশকের সমীরণ ছড়ায়। মহিলা জাতি তার ইজ্জত, আবরু, সম্মান হিফাজতে সক্ষম হয়, তার সর্বোচ্চ মর্যাদায় উপনীত হয়। সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক ছোহবত এই আইয়ামে জাহিলিয়াতের ন্যায় নিঘোর তমসাচ্ছন্ন মহিলাদের নিদ ভেঙে দিয়ে তাদেরকে বেহুঁশ থেকে হুঁশ করে, জুলমত থেকে হিদায়েতের দিকে, বাতিল থেকে হক্বের দিকে, কুফর থেকে পবিত্র ঈমান উনার দিকে, অন্ধকার থেকে আলোর পথে, সীরাতুল মুস্তাক্বিমের পথে, ইসলামের পথে, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুবারক পথে পরিচালিত করছে। ফলশ্রুতিতে তারা প্রত্যেকেই খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের খাছ বান্দীতে, মাহবুবায় পরিণত হচ্ছে। তাই বাংলাদেশ থেকে শুরু করে গোটা বিশ্বের মহিলা জাতির জন্য উচিত সাইয়্যিদাহ মুহতারামা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক ছোহবত হাছিলের লক্ষ্যে পঙ্গপালের ন্যায় ছুটে আসা। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি প্রত্যেককেই কবুল করুন। (আমীন)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: সাইয়্যিদাতুন নিসা, আফযালুন নিসা, ক্বায়িম-মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক ছোহবত লাভের ফযীলত Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top