قد جائكم من الله نور নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার পক্ষ হতে তোমাদের নিকট নূর মুবারক তাশরীফ নিয়েছেন। (পবিত্র সূরা মায়িদা শরীফ: পবিত্র আয়াত শরীফ নং-১৫) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জিসিম মুবারক উনার সবকিছু পবিত্র। ইস্তিঞ্জা শব্দের অর্থ মলমুত্র ত্যাগ করা। মলমুত্র সাধারণত নাপাক। উনার মুবারক শানে কোন নাপাকির চিন্তা করা কুফরীর শামিল।
এ সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত আছে, একদা উম্মু আয়মন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জিসিম মুবারক হতে পানির ছূরতে বের হওয়া নূর মুবারক তিনি পান করেন। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন আপনার কখনো পেটের অসুখ হবে না। সুবহানাল্লাহ! (মাদারিজুন নুবুওওয়াত)। কাজেই, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শানে ইস্তিঞ্জা শব্দ ব্যবহার না করে মানুষের ক্ষেত্রে যেটা বড় ইস্তিঞ্জা বলা হয় উনার ক্ষেত্রে ‘নূরুল গইব’ বলতে হবে। আর ছোট ইস্তিঞ্জা যেটাকে বলা হয় ক্ষেত্রে ‘নূরুশ শিফা’ বলতে হবে। এটাই অধিক আদব ও সম্মানের পরিচায়ক। এ বিষয়ে আমাদের সকলকে সুধারণা পোষণ করতে হবে। মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে সাইয়্যিদুনা মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার উসীলায় ছহীহ আক্বীদা, ছহীহ বুঝ, সঠিক ধারণা পোষণ করার তাওফীক দিন। আমীন।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন