উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি বর্ণনা করেন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মু হাবীবাহ আলাইহাস সালাম এবং উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মু সালামা আলাইহাস সালাম উনারা উভয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে খ্রিস্টানদের উপাসনালয় সম্পর্কে বর্ণনা করে বলেন যে, আমরা হাবশায় খ্রিস্টানদের উপাসনালয়ে প্রাণীর ছবিসমূহ দেখেছি। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, খ্রিস্টানরা স্বজাতির মধ্যে যাদেরকে ধার্মিক মনে করে, তাদের কারো মৃত্যু হলে তার কবরের উপর তারা উপাসনালয় তৈরি করে এবং কবরের উপর মৃত ব্যক্তির ছবি স্থাপন করে। ঐ সমস্ত লোক ক্বিয়ামতের দিন মহান আল্লাহ পাক উনার নিকট নিকৃষ্টতর জীবরূপে গণ্য হবে। নাউযুবিল্লাহ! (উমদাতুল ক্বারী ৪র্থ খণ্ড ১৭৩ পৃষ্ঠা, ফতহুল মুলহিম, ২য় খণ্ড ১২১ পৃষ্ঠা)
রইসুল মুফাসসিরীন হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, ঐ ঘরে নামায পড়ো না, যে ঘরে প্রাণীর মূর্তি বা ছবি থাকে। (মুছান্নাফ ইবনে শায়বাহু ২য় খ- ৪৬ পৃষ্ঠা)
মূলত: যে ঘরে বা স্থানে কোনো মানুষের ছবি অথবা কোনো প্রাণীর ছবি থাকে, সেখানে নামায পড়া যাবে না, পড়লে নামায ছহীহ ও কবুল হবে না। তাই ছবিওয়ালা ঘরে অর্থাৎ যে ঘরে ছবি রয়েছে সেখানে নামায পড়তে নিষেধ করা হয়েছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন