728x90 AdSpace

  • Latest News

    প্রসঙ্গ: ছবি তোলা ॥ নামধারী আমলা ও শাসকদের বোধোদয় কবে হবে?

    এদেশে সংবিধানে যার যার ধর্ম পালনের, ধর্মীয় কথা প্রচারের মৌলিক অধিকার রয়েছে। সেক্ষেত্রে কেউ তার ধর্মীয় অনুষঙ্গ পালন করতে গিয়ে দ্বীন ইসলাম অর্থাৎ ইসলামী শরীয়ত মুতাবিক ছবি তোলা নিষিদ্ধতা বর্জন করার অধিকার রাখেন। ঈমানদার-মুসলমানগণ হারাম ছবির বিরুদ্ধে বলতে পারেন। এটা একদিকে ঈমানী অধিকার এবং কর্তব্য।

    মনে রাখা উচিত, পৃথিবীতে সবকিছুই অস্থায়ী। দ্বীন ইসলাম ব্যতীত আর সবকিছুর আবেদনই আপেক্ষিক। সে ধারাবাহিকতায় যুগে যুগে অনেক অহঙ্কারী শাসকই দুনিয়ার বুকে ছিল। কিন্তু সবকিছু অস্থায়ী বলে সে ক্ষমতা আর থাকেনি। নিজেদের বিবেক-বুদ্ধিকে সৎ পথে ও দ্বীনি পথে ব্যয় করতে হবে। বিপরীত করলে পরিণতি কখনোই ভালো হতে পারে না।

    সুতরাং শাসক হোক আর সাধারণ মানুষ হোক সকলেরই উচিত খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার বিধানের প্রতি অনুগত থাকা। এ ব্যাপারে কোনোারূপ বাড়বাড়ি বা হস্তক্ষেপ করার দুঃসাহস পরিত্যাগ করে বান্দা হয়ে বিনয় এবং ভুলের জন্যে প্রকাশ্যে তওবা ও ক্ষমা প্রার্থনাই হবে বুদ্ধিমানের কাজ। মহান আল্লাহ পাক তিনি সকলের সুস্থ বিবেক ও বোধ জাগ্রত করুন। আমীন
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: প্রসঙ্গ: ছবি তোলা ॥ নামধারী আমলা ও শাসকদের বোধোদয় কবে হবে? Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top