728x90 AdSpace

  • Latest News

    ডিশ এন্টিনার প্রসার গ্রাম অঞ্চলেও ভারতীয় হিন্দি সিরিয়ালের কুপ্রভাবে দেশ জাতি বিপর্যস্ত!

    এপর্যন্ত এদেশে প্রতিনিয়ত যেসব হত্যা, নির্যাতন, সম্ভ্রমহরণ, আত্মহত্যা, অপহরণ ছিনতাই ইত্যাদি অপরাধমূলক যে সমস্ত কাজ সংঘটিত হচ্ছে প্রতিটি অপরাধমূলক কাজের সাথে ভারতীয় হিন্দি সিরিয়াল নাটক সিনেমার মিল পাওয়া যায়।

    উদাহরণস্বরূপ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, ২০১৪ সালে চাঞ্জল্যকর বাচ্চু হত্যা কাণ্ডের আসামি ফাহরিনা মিষ্টি পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়- সিনেমায় হত্যা করার ধরন দেখে বাচ্চুকে হত্যার কৌশল শিখেছিল সে। এমনই এক সিনেমা দেখে বাবা-মাকে হত্যা করেছিল ঐশী। মূলত, যত প্রকার অপরাধমূলক কাজ প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে প্রতিটি কাজ ভারতীয় হিন্দু সিরিয়ালের কুপ্রভাব। 

    কাজেই সরকারে উচিত আমাদের নতুন প্রজন্মকে ভারতীয় আকাশ সংস্কৃতি থেকে বাঁচাতে ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করা। এটাই ৯৮ ভাগ মুসলমানের অন্তরের চাওয়া-পাওয়া।
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: ডিশ এন্টিনার প্রসার গ্রাম অঞ্চলেও ভারতীয় হিন্দি সিরিয়ালের কুপ্রভাবে দেশ জাতি বিপর্যস্ত! Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top