728x90 AdSpace

  • Latest News

    আমেরিকা প্রথম আবিস্কার করেন মুসলমান উনারাই, কলম্বাস নয়…

    প্রকৃত ইতিহাস বা সত্য কখনো চাপা থাকে না। ক্যালিফোর্নিয়ার প্রত্নতত্তবিদরা খুজেঁ পেয়েছে চমদপ্রদ তথ্য। হিজরী প্রথম শতকে অর্থাৎ আজ থেকে তেরশ বছর আগে আরবীয় মুসলমান উনারা আমেরিকার মাটিতে শুধু পা-ই রাখেননি বরং উনারা সেখানে দীর্ঘ সময় শাসন ও করেছেন। আমেরিকায় বিভিন্ন আরবীয় ঐতিহ্য মন্ডিত নির্দশন পাওয়া গেছে। যেমন, নাওদা অঞ্চলের পূর্বাঞ্চলে উপকূলীয় এলাকা ওয়ালকরে একটা পাথর আরবীয় ভাষায় লেখা আলে  লা ইলাহ ইল্লাল্লাহু ওয়াদাহু লা শারীকালাহু। কাজেই কলম্বাসকে আমেরিকা আবিস্কারের পতিকৃত ভেবে নিয়ে যে তৃপ্তির ঢেকুর তোলে তো গুড়েঁ বলি। বরং কলম্বাসের জম্মের কয়েকশ বছর আগে মুসলমান উনারা আমেরিকা আবিস্কার করে সেখানে রাজত্ব করেছেন। শুধু তাই নয় তার পরবর্তী সময়েও সেখানে মুসলমান উনাদের গমন সংঘটিত হয়েছে। আল আমারী কর্তৃক রচিত  মাসালিকুল আবসার লি মাসালিকুল আমসার  কিতাবে বর্ণিত আছে মুসলিম শাসক কানকান মুসা উনার  পিতা ২ হাজার জাহাজসহ আটলান্টিক মহাসাগরে বের হয়েছিলেন আর কখনো ফিরে আসেননি। এই বিশাল সংখ্যার জাহাজের বিরাট বহর নিঃসন্দেহে কোথাও না কোথাও পৌঁছেলিল। ডিলফোর্স রচিত Negroes of Africa বইয়ের ৬২ পৃষ্ঠায় উক্ত ঘটনার যে যোগসূত্র ও বিভিন্ন মুদ্রার বৈশিষ্ট পাওয়া যায় সেখান থেকেও প্রমান হয় উনারা আমেরিকা গিয়েছিলেন। 
    (সূত্রঃ সাগর বিজয় ও আমেরকি আবিস্কারের মুসলমান,ইঃফাঃ)

    মজার কথা হচ্ছে স্বয়ং কলম্বাসের ডায়েরিতেও পাওয়া গেছে কলম্বাস কিউবার এক পাহাড়ের উপর একটি মসজিদ দেখতে পেয়েছিলো।
    সূত্রঃ বিজ্ঞান মুসলমান উনাদেরই অবদান, ৭ম খন্ড ১২ পৃষ্ঠা।
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: আমেরিকা প্রথম আবিস্কার করেন মুসলমান উনারাই, কলম্বাস নয়… Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top