728x90 AdSpace

  • Latest News

    হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার সম্পর্কে বর্ণিত পবিত্র হাদীছ শরীফ


    পবিত্র হাদীছ শরীফ উনার ধারাবাহিকতায় পবিত্র ইলহাম মুবারক উনার মাধ্যমে একদা সাইয়্যিদুুনা হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি তিনি উনার তাশরীফ মুবারক আনার সুসংবাদপ্রাপ্ত হন। একদা উনার প্রতি ইলহাম মুবারক হলো-
    “হে গাউছে পাক রহমতুল্লাহি আলাইহি! আপনার মুবারক উপস্থিতির পাঁচশত বৎসর পর দুনিয়াবাসীর মধ্যে আবারো শিরক বিদয়াতের ব্যাপকতা প্রকাশ হয়ে যাবে। সে সময় উম্মতে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মধ্যে থেকে একজন বেমেছাল ওলীআল্লাহ যমীনে তাশরীফ আনবেন। তিনি মিল্লাতে মুসলিমা থেকে শিরক বিদয়াত নাস্তিকতা ইত্যাদিকে ধ্বংস করবেন। পবিত্র দ্বীন ইসলাম উনার খায়রুল কুরুনের সজীবতা উনি ফের জাগিয়ে তুলবেন। পরশ পাথর তুল্য হবে উনার মুবারক ছোহবত। উনার আওলাদ পাক উনারা এবং উনার খলীফা আজমাইন উনারা খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার মেহমান হবেন।” সুবহানাল্লাহ!
    সত্যিই পবিত্র হাদীছ শরীফ উনার ভবিষ্যদ্বাণী মুবারক এবং পবিত্র ইলহাম শরীফ উনার আলোকে ৯৭১ হিজরী শরীফ উনার ১৪ই শাওওয়াল শরীফ কাইয়্যুমে আউওয়াল, ইমামে রব্বানী হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি পাক-ভারত উপমহাদেশের পবিত্র সিরহিন্দ শরীফ উনার মাঝে তাশরীফ মুবারক আনেন। সুবহানাল্লাহ!

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার সম্পর্কে বর্ণিত পবিত্র হাদীছ শরীফ Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top