728x90 AdSpace

  • Latest News

    মুজাদ্দিদে আলফে সানী খেতাব

    এক হাজার দশ হিজরীর দশম রবিউল আউয়াল জুমার দিনে সুবহে সাদেক এর সময় যখন তিনি হলকায় উপবিষ্ট ছিলেন তখন দেখলেন যে হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‍তিনি অতি সুন্দর ও মুল্যবান একটি পোশাক নিয়ে এসে উনাকে (হযরত মুজাদ্দিদে আলফে সানী রহমতুল্লাহি আলাইহি ) পরিধান করালেন এবং বললেন যে , হযরত আলফেসানী রহমতুল্লাহি আলাইহি উনার মুজাদ্দিদ হওয়ার সনদ এটিই !এই ঘটনা উপস্থিত সকলেই উপলব্ধি করেছিলেন এবং সকলেই দেখলেন আলফেসানীর পোষাক পরিহিত মুজাদ্দিদ আলফেসানী রহমতুল্লাহি আলাইহি উনাকে ! তার পর হতে তিনি খেতাব পান মুজাদ্দিদে আলফে সানী ।
    প্রত্যক্ষ ভাবে হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এসে ছিলেন তাই ইমামে রাব্বানী হযরত মুজাদ্দিদে আলফে সানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
    “আইনুল ইয়াকীন (প্রত্যক্ষ বিশ্বাস ) এবং হককুল ইয়াকীনের ( দৃঢ় বিশ্বাস ) প্রসঙ্গে কি আর বর্ননা করব ! যদি বলি তবে কে তা উপলব্ধি করবে ! এবং কেই বা লাভ করতে পারবে !! এই রহস্য বেলায়েত গন্ডির বহির্ভূত !
    উল্লেখ্য যে,
    ভারতের পূর্ব পাঞ্জাবের সিরহিন্দে আমিরুল মুমিনীন হযরত উমর ফারুক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বংশধর হযরত আবদুল আহাদ সিরহিন্দি রহমতুল্লাহি আলাইহি উনার ঔরসে ইমামে রব্বানী মুজাদ্দিদে আলফে সানী রহমতুল্লাহি আলাইহি  তিনি জন্মগ্রহণ করেন। উনার আসল নাম শায়খ আহম্মদ। লকব মুজাদ্দেদ আলফে সানী। তিনি ইসলামের দ্বিতীয় সহস্রের সংস্কারক।

    (সংযোজক এর বিশ্লেষণ= প্রথম সহস্রাব্দীর সহিত দ্বিতীয় সহস্রাব্দীর সংযোজন কারী )



    http://shobujbanglablog.net/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B2%E0%A6%AB%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80-%E0%A6%96%E0%A7%87%E0%A6%A4/
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: মুজাদ্দিদে আলফে সানী খেতাব Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top