মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করো না, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র ঈমান গ্রহণ না করে। এবং তোমরা (মুসলমান নারীদেরকে) মুশরিকদের সাথে বিবাহ দিয়ো না, যে পর্যন্ত তারা ঈমান গ্রহণ না করে।’
সম্মানিত ইসলামী শরীয়ত অনুযায়ী কোনো মুসলমান ছেলে বা মেয়ে কস্মিনকালেও কোনো বিধর্মী বা কাফির মেয়ে বা ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। আবদ্ধ হলে তাদের বিবাহ শুদ্ধ হবে না এবং সম্পর্কও বৈধ হবে না।
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে কোনো হারাম বিষয়কে যারা হালাল বা বৈধ বলবে, স্বীকৃতি দিবে, হালাল বা বৈধ করার জন্য উদ্বুদ্ধ করবে অথবা করার জন্য আইন প্রণয়ন করবে; তারা মুসলমান থেকে খারিজ হয়ে কাট্টা কাফিরে পরিণত হয়ে চির জাহান্নামী হবে।
যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করো না, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র ঈমান গ্রহণ না করে। এবং তোমরা (মুসলমান নারীদেরকে) মুশরিকদের সাথে বিবাহ দিয়ো না, যে পর্যন্ত তারা পবিত্র ঈমান গ্রহণ না করে।”
অর্থাৎ মুসলমান পুরুষের বিবাহ কাফির নারীর সাথে এবং কাফির পুরুষের বিবাহ মুসলমান নারীর সাথে বৈধ বা হালাল নয়; বরং সম্পূর্ণরূপে নিষিদ্ধ ও হারাম।
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, কেউ কেউ বলে যে, “নিজ নিজ ধর্ম পালন করে একজন মুসলমান ছেলে বা মেয়ে একজন বিধর্মী মেয়ে বা ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।” নাউযুবিল্লাহ! তাদের এ বক্তব্য সম্পূর্ণরূপে নাজায়িয ও হারাম এবং কাট্টা কুফরীর অন্তর্ভুক্ত।
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, প্রশ্ন হচ্ছে- তারা কার বান্দা ও কার উম্মত?
তারা যদি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার বান্দা দাবি করে থাকে এবং আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মত দাবি করে থাকে, তাহলে তাদের পক্ষে উনাদের সম্মানিত নির্দেশ মুবারক উনাদের খিলাফ বক্তব্য প্রদান করা কস্মিনকালেও জায়িয হবে না।
আর যদি উনাদের বান্দা ও উম্মত হওয়াকে অস্বীকার করে, তখন তাদের পক্ষে উনাদের সম্মানিত আদেশ মুবারক উনার বিপরীত বক্তব্য প্রদান করাটাই স্বাভাবিক। কারণ তারা কাট্টা কাফির ও চির জাহান্নামী। নাউযুবিল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি উনার পবিত্র কুরআন শরীফ উনার ‘পবিত্র সূরা মায়িদা শরীফ’ উনার ৪৪, ৪৫ ও ৪৭ নম্বর পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন, “মহান আল্লাহ পাক উনার নাযিলকৃত বিধান অনুযায়ী যারা আদেশ-নিষেধ মুবারক করে না; তারা যালিম, ফাসিক ও কাফির।” নাউযুবিল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে যেখানে মুসলমান ছেলের সাথে কাফির তথা বিধর্মী মেয়ের বিবাহ এবং কাফির ছেলের সাথে মুসলমান মেয়ের বিবাহ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে; সেখানে এ বিবাহকে কোনো মুসলমান মেনে নিতে পারে না।
অর্থাৎ মেনে নিবে না আর গ্রহণ করতে পারে না অর্থাৎ গ্রহণ করবে না। কারণ গ্রহণ করলে সে কাট্টা কাফির হয়ে চির জাহান্নামী হবে।
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “বিবাহের জন্য দ্বীনদার ও সৎ স্ত্রীর অনুসন্ধান করবে, যাতে করে স্বামীর দ্বীনদারীর ব্যাপারে স্ত্রী সাহায্যকারিণীর ভূমিকা পালন করতে পারে। এতে করে তাদের সন্তানদেরও দ্বীনদার হওয়ার সুযোগ মিলবে।”
যেখানে দ্বীনদার নয় এমন মেয়ের সাথে বিবাহ পছন্দ করা হয়নি, সেখানে মুসলমান নয় এমন মেয়ের সাথে বিবাহ কিভাবে পছন্দ বা গ্রহণ করা যেতে পারে?
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, মূলকথা হলো- সম্মানিত ইসলামী শরীয়ত অনুযায়ী কোনো মুসলমান ছেলে বা মেয়ে কস্মিনকালেও কোনো বিধর্মী বা কাফির মেয়ে বা ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না।
আবদ্ধ হলে তাদের বিবাহ শুদ্ধ হবে না এবং সম্পর্কও বৈধ হবে না।
উল্লেখ্য, সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে কোনো হারাম বিষয়কে যারা হালাল বা বৈধ বলবে, স্বীকৃতি দিবে, হালাল বা বৈধ করার জন্য উদ্বুদ্ধ করবে অথবা করার জন্য আইন প্রণয়ন করবে; তারা মুসলমান থেকে খারিজ হয়ে কাট্টা কাফিরে পরিণত হয়ে চির জাহান্নামী হবে।
-০-

Do this hack to drop 2 lbs of fat in 8 hours
উত্তরমুছুনAt least 160,000 men and women are hacking their diet with a simple and secret "liquids hack" to burn 1-2lbs each night as they sleep.
It is scientific and works on everybody.
Just follow these easy step:
1) Take a clear glass and fill it with water half the way
2) Proceed to do this amazing HACK
so you'll be 1-2lbs thinner in the morning!
Did you know there is a 12 word sentence you can communicate to your crush... that will induce intense feelings of love and impulsive attraction to you deep inside his chest?
উত্তরমুছুনBecause hidden in these 12 words is a "secret signal" that fuels a man's instinct to love, cherish and look after you with his entire heart...
12 Words Will Fuel A Man's Desire Instinct
This instinct is so built-in to a man's brain that it will make him work harder than before to build your relationship stronger.
Matter-of-fact, fueling this mighty instinct is absolutely essential to achieving the best ever relationship with your man that the second you send your man one of the "Secret Signals"...
...You'll instantly notice him open his heart and mind to you in such a way he's never experienced before and he'll perceive you as the only woman in the galaxy who has ever truly fascinated him.
Your Affiliate Money Making Machine is waiting -
উত্তরমুছুনAnd making profit with it is as easy as 1...2...3!
Here is how it works...
STEP 1. Tell the system which affiliate products you want to push
STEP 2. Add some PUSH BUTTON traffic (it ONLY takes 2 minutes)
STEP 3. Watch the affiliate system grow your list and upsell your affiliate products all for you!
Are you ready??
Click here to activate the system